Advertisement
০১ নভেম্বর ২০২৪
স্পেনের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিকের পরে চর্চায় শুধু সি আর সেভেন
Sport News

পিকের দাবি, নাটক করেই পর্তুগালের পেনাল্টি আদায়

রোনাল্ডো প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেও কোচ বদল নিয়ে নাটকের পরেও স্পেন যে ভাবে খেলেছে তাতে রীতিমতো খুশি পপ গায়িকা শাকিরার বিখ্যাত ফুটবলার ‘বয়ফ্রেন্ড’ পিকে। তাঁর মন্তব্য, ‘‘আমরা সেরাটা দিয়েছি।

লড়াই: রোনাল্ডোকে রোখার চেষ্টায় স্পেনের পিকে। ছবি: গেটি ইমেজেস।

লড়াই: রোনাল্ডোকে রোখার চেষ্টায় স্পেনের পিকে। ছবি: গেটি ইমেজেস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ০৫:০৯
Share: Save:

সরাসরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অভিযুক্ত করলেন স্পেনের ডিফেন্ডার জেরার পিকে। জানিয়ে দিলেন, ডাইভ দিয়ে এবং নাটক করে তাঁদের বিরুদ্ধে পেনাল্টি আদায় করেছেন পর্তুগিজ মহাতারকা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ রোমহর্ষক ড্র করে এসে পিকে’র উত্তেজিত প্রতিক্রিয়া, ‘‘ডাইভ করার প্রতি ক্রিশ্চিয়ানোর একটা প্রবণতা আছেই। আর ওরা (রেফারিরা) বেশির ভাগ সময়ই ফাউল দেয়।’’

রোনাল্ডো প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেও কোচ বদল নিয়ে নাটকের পরেও স্পেন যে ভাবে খেলেছে তাতে রীতিমতো খুশি পপ গায়িকা শাকিরার বিখ্যাত ফুটবলার ‘বয়ফ্রেন্ড’ পিকে। তাঁর মন্তব্য, ‘‘আমরা সেরাটা দিয়েছি। অনেক সমস্যা ছিল। তার উপর দু’মিনিটেই পেনাল্টি থেকে গোল খেয়ে গেলাম। তার পরেও ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। তবুও তিনটে গোল করেছি। এই ফলে খুশি হওয়ারই কথা।’’ একই সঙ্গে বার্সেলোনার মহাতারকা ফুটবলার যোগ করেছেন, ‘‘আমাদের একতাবদ্ধ থাকতেই হবে। যে পরিস্থিতিতে পড়েছিলাম তা কারও ভাল লাগেনি। কিন্তু বিশ্বকাপ শুরুর পরে ও সব নিয়ে ভাবার সুযোগ নেই। প্রতিযোগিতা শেষ হলে গল্প বলা যেতে পারে। কিন্তু এখন যত কম কথা বলা যায় ততই ভাল। আপাতত আমাদের ফুটবলে মন দিতে হবে।’’

‘বিশ্বকাপের পরে গল্প বলা যাবে’ জানালেও য়ুলেন লোপেতেগির বরখাস্ত হওয়া নিয়ে খানিকটা মুখ খুলেছেন পিকে। তাঁর কথায়, ‘‘এটা ঘটনা যে আমাদের আগের কোচ বিশ্বকাপ চলাকালীন রিয়ালের (মাদ্রিদ) সঙ্গে চুক্তি করেছে। কিন্তু তা নিয়ে ভাবিত নই। সন্দেহ নেই রিয়াল বিরাট ক্লাব। কিন্তু যে ভাবে য়ুলেন চুক্তি করেছে সেটা হয়তো বিতর্কিত। প্রেসিডেন্টের যা ভাল লাগেনি। উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও সেটা মেনে নিয়েছি।’’

সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পর্তুগালের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক দিয়েগো কোস্তাও। এত দিন বলা হচ্ছিল ব্রাজিলজাত এই ফুটবলার স্পেনের খেলার ধরনে বেমানান। সমালোচকদের মুখ বন্ধ করে তাঁর প্রতিক্রিয়া, ‘‘আমার লক্ষ্য ঠিকঠাক নিজের কাজ করে সমালোচকদের চুপ করানো।’’ কোস্তা কিন্তু রোনাল্ডোকে নিয়ে মুগ্ধতাও স্পষ্ট করেছেন, ‘‘অমি নিজে গিয়ে ক্রিশ্চিয়ানোকে অভিনন্দন জানিয়েছি। জানি, লোকে ওর সমালোচনা করে। কিন্তু দেখুন কী খেলাটাই না খেলল। সব চেয়ে ভাল হয়, ওকে একা থাকতে দিলে। আমার তো শুধু মনে হয়, ওর মতো যদি খেলতে পারতাম!’’

কোস্তাকে প্রথম এগারোয় রেখে দারুণ প্রশংসিত হয়েছেন য়ুলেন লোপেতেগির জায়গায় দায়িত্ব পাওয়া স্পেনের নতুন কোচ ফেনার্ন্দো ইয়েরো। বলেছেন, ‘‘আমার মনে হয়েছিল এই ধরনের খেলায় কোস্তা দারুণ ভাবে কাজে আসবে। ও সেটা প্রমাণও করেছে। বিপক্ষের সেন্টার ব্যাককে বার বার সমস্যায় ফেলেছে কোস্তা।’’ এ দিকে রোনাল্ডোর দ্বিতীয় গোলের ক্ষেত্রে অনেকেই দায়ী করছেন দাভিদ দ্য হিয়াকে। ইয়েরো কিন্তু দ্য হিয়ার পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘‘আমার দল পরিবারের মতো। এখানে আলাদা করে কোনও ফুটবলারকে দায়ী করার সংস্কৃতি থাকতে পারে না।’’ সঙ্গে অবশ্য জুড়েছেন, ‘‘উল্টো দিকে রোনাল্ডো থাকলে যে কোনও সময় যে কেউ বিপদে পড়তে পারে। যে কোনও কোচই ওর মতো একজনকে পেলে বর্তে যাবে। আমার সঙ্গে ওর সম্পর্কও দারুণ।’’ পাশাপাশি প্রত্যাশিত ভাবেই রোনাল্ডোকে নিয়ে উচ্ছ্বসিত পর্তুগাল কোচ ফের্নান্দো স্যান্টোস। ‘‘আমার মনে এটা নিয়ে কোনও সন্দেই নেই যে রোনাল্ডোই বিশ্বসেরা। আর সবাই ওর শারীরিক শক্তির কথা বলে। কিন্তু আমি বলব, ওই রকম মনের জোর কম দেখা যায়। আমি নিজে পর্তুগিজ। রোনাল্ডোও। ভাবলে সত্যি গর্ব হয়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE