সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি-চিঠির প্রেরক ধরা পড়়ল শেষ পর্যন্ত। ধৃত এক যুবক, নাম নির্মাল্য সামন্ত।
দিন কয়েক আগে প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠিয়ে বলা হয় যে, তিনি যেন কোনও ভাবে মেদিনীপুর আসার চেষ্টা না করেন। তাতে তাঁর প্রাণনাশের সম্ভাবনা থাকবে। যার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ক্রিকেটমহলে। বেহালা থানায় অভিযোগও দায়ের হয়। শেষ পর্যন্ত শুক্রবার অভিযুক্ত ধরা পড়ে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতীয় ঘোষ বলেন, ‘‘ধৃত নির্মাল্য সামন্তই ওই চিঠি পাঠিয়েছিলেন। আমরা তাঁকে বেহালা থানার পুলিশের হাতে তুলে দেব।’’
স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্মাল্য মানসিক ভারসাম্যহীন। কিন্তু পুলিশ তা মানতে চায়নি। বরং জেলা পুলিশ সুপার বলে দেন, ‘‘যে ভাবে সযন্তে কাজটা করা হয়েছে, তা থেকে এটা পরিষ্কার যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন নন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy