Advertisement
০২ জুন ২০২৪

জাম্পার ছক্কা

প্রথমে যুবি। তার পর এক এক করে উইলিয়ামসন, মোয়েসেস এনরিকস, দীপক হুদা, নমন ওঝা ও সবার শেষ ভুবনেশ্বর কুমার। একাই শেষ করে দিলেন হায়দরাবাদের ইনিংস, নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করল সানরাইজার্স হায়দরাবাদ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মে ২০১৬ ২২:০১
Share: Save:

প্রথমে যুবি। তার পর এক এক করে উইলিয়ামসন, মোয়েসেস এনরিকস, দীপক হুদা, নমন ওঝা ও সবার শেষ ভুবনেশ্বর কুমার। একাই শেষ করে দিলেন হায়দরাবাদের ইনিংস, নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করল সানরাইজার্স হায়দরাবাদ। দুই ওপেনার ওয়ার্নার ও শিখর ধবনকে তুলে নিয়েছিলেন আরপি সিংহ ও অশ্বিন। এর পরের বাকি কাজ করে দিলেন স্বয়ং জাম্পা। ৪ ওভারে ১৯ রান দিয়ে নিলেন ৬ উইকেট।

তাঁর প্রথম শিকার যুবরাজ সিংহ। জাম্পার বলে সৌরভ তিওয়ারিকে ক্যাচ দিয়ে ২৩ রান করে আউট হন যুবি। দ্বিতীয় শিকার উইলিয়ামসন। তিনি ক্যাচ তুলে দেন রজত ভাটিয়াকে। সেই ভাটিয়াকেই ক্যাচ দিয়ে ফেরেন এনরিকস। হুদা ফেরেন ধোনিকে ক্যাচ দিয়ে। ভুবনেশ্বর কুমারের ক্যাচ নেন সৌরভ তিওয়ারি। ওঝা বোল্ড। মঙ্গলবার হায়দরাবাদ বনাম পুণে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল হায়দরাবাদ। আর সেই ইনিংসেই জাম্পার দুরন্ত এই বোলিং। লড়াইটা কী তাহলে মুস্তাফিজুর বনাম জাম্পার হয়ে দাঁড়াল আজ?

আরও খবর

বাবার মৃত্যুই বদলে দিয়েছিল বিরাটের জীবন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zampa Pune Hyderabad ipl 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE