Advertisement
০২ মে ২০২৪

আজ রিজার্ভ বেঞ্চে কিপার নেই করিমের

অবনমন বাঁচানোর লাইফ লাইন আর চারটে। গোয়ায় তার প্রথমটা খেলতে নামার আগেই তীব্র সমস্যা মোহনবাগানে। শনিবার সকালে অনুশীলনে চোট পেলেন দলের দু’নম্বর গোলকিপার মনতোষ ঘোষ। তিনি খেলার অবস্থায় নেই জানাচ্ছেন করিম বেঞ্চারিফা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৪ ০৫:১৫
Share: Save:

অবনমন বাঁচানোর লাইফ লাইন আর চারটে। গোয়ায় তার প্রথমটা খেলতে নামার আগেই তীব্র সমস্যা মোহনবাগানে। শনিবার সকালে অনুশীলনে চোট পেলেন দলের দু’নম্বর গোলকিপার মনতোষ ঘোষ। তিনি খেলার অবস্থায় নেই জানাচ্ছেন করিম বেঞ্চারিফা।

চোটের জন্য দলের সঙ্গে যাননি শিল্টন পাল। ফলে আজ রবিবার মাত্র একজন কিপার সন্দীপ নন্দীকে নিয়ে খেতাবের লড়াইতে থাকা স্পোর্টিং ক্লুবের মুখোমুখি হতে চলেছেন করিম বেঞ্চারিফা। ম্যাচ শুরুর চব্বিশ ঘণ্টা আগে গোয়ার মাঠে মাথা চাপড়াতে থাকা মোহন-কোচের গলা রীতিমতো ভয়ার্ত, “সন্দীপের যদি কোনও সমস্যা হয়, তা হলে কী করব জানি না।”

স্পোর্টিং ম্যাচে কোনওমতেই হারতে চাইছে না বাগান। তিন পয়েন্ট না হলেও অন্তত এক পয়েন্ট লক্ষ্য করিমের। উল্টো দিকে বইমা কারপে আর ওগবা কালু রয়েছেন ফর্মে। করিম বলে দিলেন, “কালু খেলাটা তৈরি করে। ওর উপর নজর রাখতে হবে।” ওডাফা ওকোলি সুস্থ হয়ে গোলে ফেরায় মোহন-কোচ কিছুটা হলেও স্বস্তিতে। ওডাফাও মনে হল ম্যাচ জিততে মরিয়া। ফোনে বললেন, “আমাদের সবাই জানে কী পরিস্থিতি। নিজেদের জন্যই জিততে হবে। গোলও করতে হবে।” করিমের সুবিধা চার বিদেশিকেই এই ম্যাচে পাচ্ছেন তিনি। ওডাফার সঙ্গে ক্রিস্টোফার শুরু করবেন। বাগানকে আশ্বস্ত করছে, শেষ চার ম্যাচে জেতেনি স্পোর্টিং। মাত্র দু’পয়েন্ট পেয়েছে দু’টো ড্র করে। ফলে মানসিক ভাবে বেশ চাপে কালুরা। স্পোর্টিং টিডি অ্যালেক্স আালভারেজ বলে দিয়েছেন, “গত চার ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি আমরা।”

রবিবারে আই লিগ ইস্টবেঙ্গল
• রাংদাজিদ (যুবভারতী ৩-০০)
• মোহনবাগান: স্পোর্টিং ক্লুব (মারগাও, ৫-০০)
• চার্চিল: পুণে (তিলক ময়দান), শিলং লাজং: বেঙ্গালুরু (শিলং)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

iLeague karim mohanbagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE