Advertisement
১৯ মে ২০২৪

ডিফেন্ডারকে কামড়ে দেশের কাপ-স্বপ্নে দাঁত বসালেন সুয়ারেজ

দাঁতের আমি, দাঁতের তুমি, কামড় দিয়ে যায় চেনা! কয়েক দিন আগের কথা। ইংল্যান্ডকে একা বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার পর ব্যঙ্গ করে ব্রিটিশ দৈনিকে লুই সুয়ারেজের যে ছবি ছাপা হয়েছিল, তাতে তাঁর দাঁতের দৈর্ঘ্য অনেক বেশি, ড্রাকুলা-সম, তা থেকে আবার চুঁইয়ে-চুঁইয়ে রক্ত পড়ছে। বিশ্বকাপ থেকে ব্রিটিশ-বিদায়ের জ্বলুনি আর লিভারপুল স্ট্রাইকারের অতীতকে মনে করিয়ে দেওয়ার যে অপচেষ্টা, বোঝা গিয়েছিল তখন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০৩:১৮
Share: Save:

দাঁতের আমি, দাঁতের তুমি, কামড় দিয়ে যায় চেনা!

কয়েক দিন আগের কথা। ইংল্যান্ডকে একা বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার পর ব্যঙ্গ করে ব্রিটিশ দৈনিকে লুই সুয়ারেজের যে ছবি ছাপা হয়েছিল, তাতে তাঁর দাঁতের দৈর্ঘ্য অনেক বেশি, ড্রাকুলা-সম, তা থেকে আবার চুঁইয়ে-চুঁইয়ে রক্ত পড়ছে। বিশ্বকাপ থেকে ব্রিটিশ-বিদায়ের জ্বলুনি আর লিভারপুল স্ট্রাইকারের অতীতকে মনে করিয়ে দেওয়ার যে অপচেষ্টা, বোঝা গিয়েছিল তখন।

কে জানত, সপ্তাহ ঘুরবে না এবং লুই সুয়ারেজ স্বমূর্তি ধরবেন! গোল নয়, ডিফেন্ডারকে আবার কুখ্যাত কামড় দিয়ে!

মঙ্গলবার ইতালির চিয়েলিনিকে বলতে গেলে কিছুই সহ্য করতে হয়নি। তাঁর ঘাড়ে যেটা পড়েছে, উরুগুয়ে স্ট্রাইকারের অতীত ধরলে সেটা ‘দুগ্ধপোষ্য’। বছর চারেক আগে পিএস আইন্দোভেনের এক ডিফেন্ডারের গলায় কামড়ে মাংস প্রায় তুলে দিয়েছিলেন। পরিণতিন’ম্যাচের নির্বাসন। তার পর ইপিএলে এলেন এবং কামড়ালেন চেসলির ইভানোভিচকে। পরিণতি দশ ম্যাচ নির্বাসন। বিশ্বকাপের আগে সুয়ারেজ ঘোষণা করেছিলেন যে, আগের উন্মত্ত ব্যাপারটা তাঁর মধ্যে এখন আর নেই। কাউকে আর কামড়-টামড় দেবেন না, বরং রোল মডেল হবেন!

বিশ্বকাপ শুরু বারো দিনের মাথায় দেখা গেল, ‘ক্যানিবল অব আয়াখস’ এতটুকু পাল্টাননি।

ইতালি বনাম উরুগুয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধ চলছে। আচমকাই দেখা যায় নিজেদের বক্সে ইতালির ডিফেন্ডার চিয়েলিনি কাঁধ চেপে শুয়ে পড়েছেন। সুয়ারেজও তাঁর পাশে বসে পড়ে দাঁত চেপে ধরেছেন! কিন্তু রেফারি কোনও কার্ড না দেখানোয় চিয়েলিনিকে দেখা যায় জার্সি সরিয়ে দেখানোর চেষ্টা করছেন সুয়ারেজের কুকীর্তি। দেখা যায়, ইতালি ডিফেন্ডারের কাঁধের কাছটা লাল হয়ে আছে। তাতে স্পষ্ট দাঁতের ছাপ।

সুয়ারেজের দাঁতের ছাপ।

যা নিয়ে ম্যাচের পর তীব্র বিতর্ক বেঁধে যায়। প্রথমত প্রশ্ন তোলা হয়, সুয়ারেজ কী ভাবে এমন মারাত্মক অপরাধ করেও মাঠে ছাড়া পেয়ে গেলেন? দ্বিতীয় প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। ফিফা এ বার কী করবে? এর আগে সুয়ারেজ যে ক’বার দাঁত নিয়ে কুকার্য করেছেন, সবই ক্লাব ফুটবলে। কিন্তু এটা বিশ্বকাপের মঞ্চ। এখানে দণ্ডমুণ্ডের কর্তা তো ফিফা। ব্রিটিশ দৈনিকগুলো একযোগে লাফিয়ে পড়ে মঙ্গলবার রাতের দিকে। বলতে থাকে, কী করে এমন একটা ঘৃণ্য লোক একই কাণ্ড বারবার ঘটিয়ে খেলে যেতে পারে? বলতে থাকে, সুয়ারেজ আর কবে মানুষ হতে শিখবে! ফিফার উচিত, কালবিলম্ব না করে উরুগুয়ে স্ট্রাইকারকে চরমতম শাস্তি দেওয়া।

সেটা দেওয়ার কথাই নাকি ভাবছে ফিফা। ইতিমধ্যেই তারা ঘোষণা করেছে, ব্যাপারটা তদন্ত করে দেখবে। সিদ্ধান্ত নেওয়া হবে, ক’টা ম্যাচ নির্বাসন দেওয়া হবে সুয়ারেজকে। উরুগুয়ে ফুটবল ফেডারেশনও তাঁকে নির্বাসনে পাঠাতে পারে। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে বড় শাস্তির মুখে পড়তে চলেছেন সুয়ারেজ। কারও কারও মনে হচ্ছে, বিশ্বকাপটাই এমন ন্যক্কারজনক কাণ্ডের ফলে তাঁর শেষ হয়ে গেল। কেউ আবার বলছেন, আজীবন নির্বাসনে এ বার পড়তে হচ্ছে ‘এল পিস্তেলরো’-কে। আর বাঁচার উপায় নেই।

উরুগুয়ে শিবির থেকে এ নিয়ে মুখ খোলা হয়নি। কিন্তু ইতালি চুপ করে নেই। চিয়েলিনি পরিষ্কার বলে দিয়েছেন, “সুয়ারেজ ভাল করে জানে ও কী করেছে। জানে যেটা করেছে, সেটা ঠিক নয়। অবাক লাগছে কী করে ও লাল কার্ড দেখল না।”

এমনিতেই ইতালি বনাম উরুগুয়ে ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক তুঙ্গে। কিন্তু সে সব সত্ত্বেও গ্রুপের শেষ দু’টো ম্যাচ থেকে জয় তুলে নিয়ে নক আউটে ঢুকে পড়ল উরুগুয়ে। যে দৌড়টা শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে সুয়ারেজের জোড়া গোলে। কিন্তু সেই সুয়ারেজই আবার বিশ্বকাপে উরুগুয়ের ভবিষ্যতকে চরম অন্ধকারে ছুড়ে ফেলে গেলেন।

দু’পাটি দাঁত আর একটা কামড়ে!

কী শাস্তি হতে পারে

• বিশ্বকাপ থেকে সাসপেন্ড।

• দল থেকে নির্বাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup defender bite suyarez
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE