Advertisement
১৯ মে ২০২৪

শেষ পর্যন্ত মিশরেই গেলেন মোগা

বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হলেও সম্ভবত রিজার্ভ বেঞ্চে দাঁড়িয়ে তা সেলিব্রেশন করতে পারবেন না কোচ অ্যাসলে ওয়েস্টউড। গ্যালারিতে বসেই সে ক্ষেত্রে দলের সাফল্য দেখতে হবে তাকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০৩:৪৫
Share: Save:

বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হলেও সম্ভবত রিজার্ভ বেঞ্চে দাঁড়িয়ে তা সেলিব্রেশন করতে পারবেন না কোচ অ্যাসলে ওয়েস্টউড। গ্যালারিতে বসেই সে ক্ষেত্রে দলের সাফল্য দেখতে হবে তাকে।

রবিবার মোহনবাগানের সঙ্গে খেলার সময় রেফারির সঙ্গে তর্কাতর্কি, লালকার্ড এবং যুবভারতীতে ভাঙচুরের জেরে বড় রকমের শাস্তি পেতে চলেছেন বেঙ্গালুরুর ব্রিটিশ কোচ। ওয়েস্টউডের যা অপরাধ, শোনা যাচ্ছে চার ম্যাচ সাসপেন্ড এবং বড় রকমের জরিমানা হতে পারে। আই লিগে দু’টি ম্যাচ বাকি বেঙ্গালুরুর। চ্যাম্পিয়ন হতে হলে ডেম্পো এবং স্পোর্টিং ক্লুব দ্য গোয়া দুটি ম্যাচ-ই জিততে হবে বেঙ্গালুরুকে। লিগ টেবিলের যা অবস্থা তাতে পয়েন্ট নষ্ট করলে খেতাব ছিনিয়ে নিতে পারে সালগাওকর বা ইস্টবেঙ্গল।

বুধবার ম্যাচ কমিশনারের রিপোর্ট পাওয়ার পর বেঙ্গালুরু কোচ ওয়েস্টউডকে শো-কজ করেছে ফেডারেশন। শনিবারের মধ্যে সুনীল ছেত্রীদের কোচকে উত্তর দিতে হবে। পুরো বিষয়টি পাঠানো হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। রাজ্য ক্রীড়া দফতরের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে দিল্লির ফুটবল হাউসে। ক্ষতিপূরণ চেয়ে। লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজার কাঁচ ভেঙেছিলেন বেঙ্গালুরু কোচ। তার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে চিঠিতে। আই লিগের সিইও সুনন্দ ধর বললেন, “শৃঙ্খলারক্ষা কমিটি চাইলে সাসপেন্ড ও জরিমানা দু’টোই করা হবে বেঙ্গালুরু কোচকে।”

বেঙ্গালুরুর কোচ সমস্যায় পড়ার দিনেই টোটকা-চিকিৎসা করানোর জন্য জেমস মোগাকে মিশরে যাওয়ার অনুমতি দিল ইস্টবেঙ্গল। শনিবারের পুণে ম্যাচে তো বটেই বাকি চারটে ম্যাচের ক’টিতে তাকে পাওয়া যাবে তা নিয়ে অবশ্য ধোঁয়াশা তৈরি হয়েছে লাল-হলুদে।

বুধবার রাতেই মিশর উড়ে গেলেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার। ফিরবেন সামনের সপ্তাহে ১৫ বা ১৬ এপ্রিল। যাওয়ার আগে বলে গেলেন, “ওখানে আমার চেনা ডাক্তার আছে। আশা করছি ওকে দেখিয়ে তিন-চার দিনের মধ্যে পুরো সুস্থ হয়ে উঠব।” চোটের জন্য বহু দিন মাঠের বাইরে দক্ষিণ সুদানের এই স্ট্রাইকার। চোট এখনও সারেনি বলে মিশরে গিয়ে চিকিৎসার জন্য ছুটি চেয়েছিলেন মঙ্গলবারই। কোচ আর্মান্দো কোলাসোর সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “মোগার যা চোটের অবস্থা তাতে ওকে পুণে ম্যাচে পাওয়া যাবে না। ও চাইছে বাইরে গিয়ে চিকিৎসা করে সুস্থ হবে। তাই কোচের সঙ্গে কথা বলে ওকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”

লিগ টেবিলের যা অবস্থা তাতে খেতাবের লড়াইয়ে থাকতে হলে পরের চারটি ম্যাচ জিততেই হবে চিডি-সুয়োকাদের। শনিবার পুণের সঙ্গে খেলা ইস্টবেঙ্গলের। মোগা নেই, চিডিও কতটা সুস্থ তা আজ বৃহস্পতিবার অনুশীলনে দেখে বোঝার চেষ্টা করবেন আর্মান্দো কোলাসো। এ দিন লাল-হলুদের গোয়ান কোচ বললেন, “চিডির চোটের কী অবস্থা তা দেখে সিদ্ধান্ত নিতে হবে। ও না খেলতে পারলে অন্যরা খেলবে। সমস্যা কোথায়? পরিবারের কেউ যদি অসুস্থ হয় তা হলে কি খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়? খেতাবের লড়াইতে থাকতে হলে পুণে ম্যাচটা জিততে হবে। সেটা মাথায় রেখেই খেলতে নামবে দল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

moga mohun bagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE