Advertisement
১১ মে ২০২৪

জল্পনা উস্কে তৃণমূলের বাড়তি ভোট কংগ্রেসকে

দূরত্ব কমানোর চেষ্টা কি শুরু হয়ে গেল? কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের জেতানোর পর বাড়তি ভোট কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠককে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৫ ০৩:৪৪
Share: Save:

দূরত্ব কমানোর চেষ্টা কি শুরু হয়ে গেল?

কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের জেতানোর পর বাড়তি ভোট কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠককে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। মঙ্গলবার পুরসভায় দলীয় কাউন্সিলরদের এক বৈঠকে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ওই নির্বাচন হবে। মোট আসন ৭টি। আর প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। এর মধ্যে তৃণমূলের ৫, বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেসের এক জন করে প্রার্থী। ভোট হবে রাজ্যসভা ভোটের নিয়ম মেনে। তার আগে তৃণমূল কাউন্সিলররা কাকে ভোট দেবেন, দ্বিতীয় পছন্দের ভোট দিতে হবে কি না, তা বিস্তারিত ভাবে জানাতেই মেয়র তৃণমূল কাউন্সিলরদের বৈঠক ডেকেছিলেন।

কেন্দ্রে বিজেপি-বিরোধী জোট এবং রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কংগ্রেসের সঙ্গে দূরত্ব কমানোর তৎপরতা তৃণমূলের তরফে শুরু হয়েছে। বিহারে নীতীশকুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়-রাহুল গাঁধীর সৌজন্য সাক্ষাতের পরে নানা জল্পনা গতি পেয়েছিল। সামনে রাজ্যের বিধানসভা ভোট। পুরসভায় সন্তোষকে বাড়তি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিধানসভা ভোটের আগে কংগ্রেসকে বার্তা দিতে চেয়েছে তৃণমূল, এমনই মনে করছেন রাজনৈতিক শিবিরের অনেকে। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিষয়টিকে কোনও গুরুত্ব না দিয়ে এ দিন বলেন, ‘‘নিয়ম রক্ষায় আমরা প্রার্থী দিয়েছি। এর বেশি কিছু নয়।’’

এত কাল ওই কমিটির চেয়ারম্যানের পদ বিরোধীদের হাতে ছেড়ে দেওয়াই রেওয়াজ ছিল। ভোট হত না। তৃণমূলেরই এক কাউন্সিলর জানান, নয়ের দশকের শেষ দিকে এক বার অবশ্য ভোট হয়েছিল। তার পর থেকে প্রত্যেক বারই বিরোধী দলের কাউকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এ বার অবশ্য পুরভোটে আসন কম পাওয়ায় মেয়র বামফ্রন্টকে বিরোধী দলের মর্যাদা দেননি। তাই এ বার কমিটি নিয়ে ভোটও এড়ানো যাচ্ছে না। তবে চেয়ারম্যান পদটি শাসক দলই পেতে চলেছে বলে তৃণমূল অন্দরের খবর। পুরসভা সূত্রের খবর, তৃণমূলের পাঁচজনকে জেতানোর পরেও যে বাড়তি ভোট থাকবে, তা কংগ্রেস প্রার্থী সন্তোষকে দেওয়ার জন্যে দলীয় কাউন্সিলরদের এ দিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন মেয়র।

পুরসভার এক আধিকারিক জানান, তৃণমূলের ৫ প্রার্থী এবং বামফ্রন্ট প্রার্থীর জয় নিশ্চিত। লড়াই ৭ নম্বর সদস্যের জন্য। সেখানে রয়েছেন বিজেপির অসীম বসু এবং কংগ্রেসের সন্তোষবাবু। তৃণমূলের এক মেয়র পারিষদ বলেন, ‘‘বিজেপিকে তো ভোট দেওয়ার প্রশ্নই নেই। কংগ্রেসকেই জেতাব।’’ মেয়র বৈঠকে জানিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে ভোট চেয়ে অনুরোধ পাঠানো হয়েছে। তৃণমূলের কাছে ভোট চাওয়ার অনুরোধ জানানো প্রসঙ্গে পুরসভায় কংগ্রেস দলনেতা প্রকাশ উপাধ্যায়ের বক্তব্য, ‘‘প্রার্থী হলে তো ভোট চাইতেই হয়। শুধু তৃণমূল তো নয়, আমাদের প্রার্থীকে জেতাতে বামফ্রন্টের কাউন্সিলরদের কাছেও ভোট চাওয়া হচ্ছে।’’ তবে বিজেপির কাছে তাঁরা হাত পাতছেন না বলে জানান প্রকাশবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE