Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের ব্যাগ লোপাট করমণ্ডলে

চেন্নাইয়ে সদ্য জাতীয় চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে ব্যাগ খোয়া গেল হাওড়ার এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের। ওই ব্যাগে নগদ কয়েক হাজার টাকা ছিল বলে ওই কিশোরের দাবি। বুধবার ব্যাগ চুরির ঘটনাটি ঘটেছে কটক ও বালেশ্বর স্টেশনের মধ্যে। ট্রেনটি হাওড়ায় পৌঁছলে জিআরপি-র কাছে অভিযোগ করে ওই খেলোয়াড়।

হাওড়া স্টেশনে দিশান্ত দেবনাথ। ছবি: দীপঙ্কর মজুমদার।

হাওড়া স্টেশনে দিশান্ত দেবনাথ। ছবি: দীপঙ্কর মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৪ ০৩:০৮
Share: Save:

চেন্নাইয়ে সদ্য জাতীয় চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে ব্যাগ খোয়া গেল হাওড়ার এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের। ওই ব্যাগে নগদ কয়েক হাজার টাকা ছিল বলে ওই কিশোরের দাবি। বুধবার ব্যাগ চুরির ঘটনাটি ঘটেছে কটক ও বালেশ্বর স্টেশনের মধ্যে। ট্রেনটি হাওড়ায় পৌঁছলে জিআরপি-র কাছে অভিযোগ করে ওই খেলোয়াড়।

রেল পুলিশের খবর, চেন্নাইয়ে অনূর্ধ্ব ১৫ বছরের দলের হয়ে ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়নশিপে যোগ দিতে গিয়েছিল হাওড়ার চ্যাটার্জিহাটের বাসিন্দা দিশান্ত দেবনাথ। সেখানে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে মা-বাবার সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, এ দিন ভোরে কটক ও বালেশ্বর স্টেশনের মাঝখানে ট্রেনটি যখন দাঁড়িয়ে ছিল, সেই সময় এক সাফাইকর্মী দিশান্তদের এসি টু-টিয়ার কামরায় ওঠে। দিশান্তের মা সুস্মিতাদেবী বলেন, “আমি বাথরুমে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, আমাদের আসনের নীচে একটি ব্যাগ নেই। তখনই দিশান্ত আর ওর বাবাকে ঘুম থেকে ডেকে তুলি।”

দিশান্ত জানায়, ওই ব্যাগেই তার নগদ পুরস্কার মূল্যের ২১ হাজার টাকা এবং নিজের হাজার দুয়েক টাকা ছিল। ব্যাগ উধাও হওয়ার পরে ট্রেনে অভিযোগ জানানোর জন্য কোনও টিকিট পরীক্ষক কিংবা রেলরক্ষী বাহিনীর জওয়ানদের দেখা মেলেনি বলে দিশান্তের মায়ের অভিযোগ।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার জানান, ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সেটা খতিয়ে দেখা দরকার। কারণ, কটক স্টেশন পড়ে পূর্ব উপকূল রেলের এক্তিয়রে আর বালেশ্বর দক্ষিণ-পূর্ব রেলের অন্তর্গত। “চুরির এলাকাটি ঠিকঠাক জানা গেলে তদন্তে সুবিধা হতো। তবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে,” আশ্বাস দিয়েছেন ওই রেল আধিকারিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE