Advertisement
১১ মে ২০২৪

‘শিলিগুড়ি মডেল’ নিয়ে প্রশ্ন ফ্রন্টে

শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদের নির্বাচনে পরপর দু’বার অশোক ভট্টাচার্যদের সাফল্যের পরেও ‘শিলিগুড়ি মডেল’ নিয়ে বামফ্রন্টের অন্দরে বিভ্রান্তি কাটছে না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ২১:৫৫
Share: Save:

শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদের নির্বাচনে পরপর দু’বার অশোক ভট্টাচার্যদের সাফল্যের পরেও ‘শিলিগুড়ি মডেল’ নিয়ে বামফ্রন্টের অন্দরে বিভ্রান্তি কাটছে না। কয়েক দিন আগেই আলিমুদ্দিনে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাম শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা নরেন চট্টোপাধ্যায়, হাফিজ আলম সৈরানিরা। বুদ্ধবাবুরা তাঁদের আশ্বস্ত করেন, কংগ্রেসের সঙ্গে বিধানসভা ভোটে বামেরা কোনও আসন সমঝোতায় যাবে না। তাঁরা শুধু সব দল নির্বিশেষ প্রতিরোধ চাইছেন। তার পরেও প্রশ্ন উঠছেই! শিলিগুড়ি মহকুমা পরিষদের ফলাফলের পরে ফ ব-র তরুণ বিধায়ক আলি ইমরান (ভিক্টর) রাম্‌জ বৃহস্পতিবার মন্তব্য করেছেন, ‘‘শিলিগুড়ি মডেল যেটা বলা হচ্ছে, তাতে বামপন্থীদের নীতির প্রশ্নে কতটা লাভ হচ্ছে জানি না! সিপিএম দলের হয়তো হচ্ছে। সিপিএম যদি এই মডেল নিয়েই ২০১৬-র ভোটে লড়তে চায়, তা হলে অশোক ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরে লড়াই হোক।’’ অশোকবাবু অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, তৃণমূলের মোকাবিলায় ভোটের দিন তাঁরা সব বিরোধী দলের সমর্থকদের একজোট করে প্রতিরোধ করেছিলেন শুধু। কংগ্রেস বা বিজেপি-র সঙ্গে আসন বা অন্য কোনও ভাবে নির্বাচনী সমঝোতা কখনওই করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE