Advertisement
০১ মে ২০২৪

বাতিল পরীক্ষা, ভোগান্তি স্কুলে এসে

সকাল সকাল রসায়নের সূত্রগুলি ঝালিয়ে নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্রীটি। কিন্তু এসে দেখেন, গেট আগলে পুলিশ। ক্যামেরা তাক করে রয়েছেন চিত্র-সাংবাদিকেরা। হতভম্ব ছাত্রীটি কিছু বুঝে ওঠার আগেই স্কুলের এক কর্মী এসে বললেন, ‘‘বাড়ি চলে যাও। ভোট চলছে, আজ পরীক্ষা হবে না।’’ বিধাননগর গভর্নমেন্ট বা বিডি স্কুলে।

সল্টলেকের স্কুল রাতারাতি বদলে গিয়েছে ভোটকেন্দ্রে। তাই ফের বাড়ির পথেই পড়ুয়ারা। শুক্রবার বিশ্বনাথ বণিকের তোলা ছবি।

সল্টলেকের স্কুল রাতারাতি বদলে গিয়েছে ভোটকেন্দ্রে। তাই ফের বাড়ির পথেই পড়ুয়ারা। শুক্রবার বিশ্বনাথ বণিকের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০৩:৩৪
Share: Save:

সকাল সকাল রসায়নের সূত্রগুলি ঝালিয়ে নিয়ে স্কুলের দিকে রওনা দিয়েছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্রীটি। কিন্তু এসে দেখেন, গেট আগলে পুলিশ। ক্যামেরা তাক করে রয়েছেন চিত্র-সাংবাদিকেরা। হতভম্ব ছাত্রীটি কিছু বুঝে ওঠার আগেই স্কুলের এক কর্মী এসে বললেন, ‘‘বাড়ি চলে যাও। ভোট চলছে, আজ পরীক্ষা হবে না।’’ বিধাননগর গভর্নমেন্ট বা বিডি স্কুলে।

সল্টলেকের পুনর্নির্বাচনে ৩৪ ও ৪১ নম্বর ওয়ার্ডের চারটি স্কুলকে রাতারাতি বুথে পরিণত করা হল শুক্রবার। যার জেরে সমস্যায় পড়লেন বহু ছাত্র-ছাত্রী। বৃহস্পতিবার বিকেলের পরে এই চারটি স্কুলে যখন নির্বাচন কমিশনের নির্দেশ আসে তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছে সেই খবর পৌঁছে দেওয়া যায়নি। সেই তালিকায় বিডি ছাড়াও সল্টলেক প্রাইমারি স্কুল, সেন্ট জোয়ানস স্কুল এবং লেডি কুইন অব দ্য মিশন স্কুল ছিল।

এই চার স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক বৃহস্পতিবার রাতে টিভিতে খবর দেখে জানতে পারেন। কেউ জানতে পারেন শুক্রবার সকালে খবরের কাগজ পড়ে। তাঁদের মধ্যে অনেকেই স্কুলে ফোন করে বা কোনও শিক্ষক-শিক্ষিকাকে ফোন করে জানতে পেরে যান যে স্কুল বন্ধ। কিন্তু, কোনও খবর না পেয়ে এ দিন সকালে স্কুলের সামনে হাজির হওয়া ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের সংখ্যাটা নেহাত কম ছিল না। লেডি কুইনের ক্লাস থ্রি-র অঙ্গনা গুহ তার মায়ের সঙ্গে স্কুটিতে চেপে স্কুলে পৌঁছে দেখে নোটিস।

একা অঙ্গনা নয়, তার মতো অনেকেই স্কুলে এসে ফিরে গিয়েছে। সেন্ট জোয়ানসেও একই ছবি। কেউ গাড়ি, কেউ বাইকে করে ছেলেমেয়েদের নামাতে এসে নোটিস দেখে ফিরে গিয়েছেন। বেশির ভাগই জানিয়েছেন, স্কুল যে এ দিন বন্ধ থাকবে তা তাঁদের জানানো হয়নি।

বিডি স্কুলে এ দিন বাতিল হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা। স্কুল সূত্রের খবর, শুক্রবার বেলা সাড়ে এগারোটা থেকে দশম শ্রেণির ভৌতবিজ্ঞান ও বারো ক্লাসের রসায়ন পরীক্ষা ছিল। সেই হিসেবেই পড়ুয়ারা হাজির হয়েছিল। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যখন কমিশনের চিঠি আসে স্কুলের কর্তারা প্রায় কেউই ছিলেন না। এক স্কুলকর্মী চিঠি নিয়ে প্রধানশিক্ষককে জানান। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় সে ভাবে পরীক্ষার্থীদের জানানো যায়নি। যদিও এ দিন এক পড়ুয়া বলেছে, ‘‘আমার বাড়ির ফোন নম্বর তো স্কুলে দেওয়া রয়েছে। কেউ একটু জানালেই পারতেন!’’ স্কুলের একটি সূত্র বলছে, কিছু কিছু ছাত্রছাত্রীকে ফোন করে জানানো হয়েছিল। কিন্তু সকলকে জানানো যায়নি। পরীক্ষা বাতিল হলেও এ দিন স্কুলের প্রধান শিক্ষক বা কর্তৃপক্ষের তরফে কেউ হাজির ছিলেন না। পড়ুয়াদের যাবতীয় উত্তর দিতে হয়েছে এক চতুর্থ শ্রেণির কর্মীকে। এক অভিভাবক বলেন, ‘‘পরীক্ষা বাতিল হওয়ায় পরিবর্তিত পরীক্ষাসূচি নিয়ে আমরা চিন্তিত। কবে এই পরীক্ষা নেওয়া হবে, তা জানানোর জন্য শিক্ষকরা থাকলে ভাল হতো।’’ স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ভোট থাকায় শিক্ষকদের থাকার ক্ষেত্রে প্রশাসনিক সমস্যা রয়েছে। চতুর্থ শ্রেণির ওই কর্মী ছাড়া আরও এক জন কর্মী এ দিন স্কুলে হাজির ছিলেন। কার্যত ঘর বন্ধ করে তিনি রবিবার ‘টেট’ পরীক্ষার প্রস্তুতির কাজ সেরেছেন।

প্রশ্ন উঠেছে, ভোটের সঙ্গে এ ভাবে পরীক্ষাসূচি মিলে গেল কেন? স্কুল সূত্রের জবাব, পুজোর আগেই টেস্ট পরীক্ষা নিতে হবে। তাই হাতে আর সময় ছিল না বললেই চলে। তার সঙ্গে স্কুলে পঠনপাঠনের দিনও মাথায় রাখতে হয়েছে। এই পরীক্ষাসূচি বহু দিন আগেই ঠিক হয়ে গিয়েছিল বলে স্কুল সূত্রের খবর। তার মধ্যে ভোট চলে আসায় সামান্য অদলবদল করে ভোটের দিনগুলি ছাড়া় বাকি সব দিনেই পরীক্ষা রাখা হয়েছিল। কিন্তু এ ভাবে যে পুনর্নির্বাচনের খাঁড়া সেই সূচির উপরে পড়বে তা ভাবতে পারেননি তাঁরা।

বিধাননগর গভর্নমেন্ট স্কুল জানিয়েছে, আজ, শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে। এ দিনের বাতিল হওয়া পরীক্ষার দিনক্ষণও জানিয়ে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE