Advertisement
০৫ মে ২০২৪

৫০০ সিসি ক্যামেরায়  নজরদারি সাগরমেলায়

সাগর মেলায় বাড়তি নজরদারির জন্য এ বার বসছে ৫০০ সিসি ক্যামেরা। বাবুঘাট থেকে শুরু করে যাত্রাপথের বিভিন্ন জায়গায় এবং মেলা চত্বরে বসবে ক্যামেরা। যার লিঙ্ক থাকবে নবান্ন পর্যন্ত। চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বসে নিজেও নজরদারি চালাতে পারবেন কন্ট্রোল রুম থেকে।

বসেছে সিসিটিভি। —নিজস্ব চিত্র।

বসেছে সিসিটিভি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ০২:২৯
Share: Save:

সাগর মেলায় বাড়তি নজরদারির জন্য এ বার বসছে ৫০০ সিসি ক্যামেরা। বাবুঘাট থেকে শুরু করে যাত্রাপথের বিভিন্ন জায়গায় এবং মেলা চত্বরে বসবে ক্যামেরা। যার লিঙ্ক থাকবে নবান্ন পর্যন্ত। চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বসে নিজেও নজরদারি চালাতে পারবেন কন্ট্রোল রুম থেকে।

মঙ্গল ও বুধবার সাগর মেলার প্রস্তুতির খুঁটিনাটি নিজের চোখে দেখে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর পরামর্শ মতোই বসানো হচ্ছে এতগুলি সিসি ক্যামেরা। প্রকল্পের নাম মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাখা হয়েছে ‘তীর্থসাথী’।

গত বছর কচুবেড়িয়ায় পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর অভিযোগ ওঠে। সেই ঘটনার কথা মাথায় রেখে এ বার নিরাপত্তা আরও জোরদার করতে বদ্ধপরিকর পুলিশ-প্রশাসন। মেলার সময়ে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যাতায়াত অনেক ক্ষেত্রে ঝুঁকির হয়ে ওঠে। সব দিকে নদর রাখতেই তথ্যপ্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা রাখছে জে‌লা প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই প্রকল্প। মেগা কন্ট্রোল রুম, লাইভ ভিডিও মনিটরিং হবে বাবুঘাট থেকে মেলা পর্যন্ত।’’

কী ভাবে চলবে এই বিশাল কর্মযজ্ঞ? জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ৪০টি বড় এলইডি স্ক্রিনে লাইভ ভিডিও সম্প্রচারিত হবে। প্রতিটি স্ক্রিনের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন একজন করে অফিসার এবং একজন তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোথাও দুর্ঘটনা ঘটলে, কেউ অসুস্থ হয়ে পড়লে, ফেরি আটকে পড়লে, ভিড় নিয়ন্ত্রণে কারও গাফিলতি থাকলে, অযথা যানজট হলে— সবটাই ধরা পড়বে স্ক্রিনে। দ্রুত পদক্ষেপ করতে সুবিধা হবে তাতে।

জাতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ছাড়াও বাইরের একটি সংস্থা এই ব্যবস্থা চালু রাখার পরিকাঠামো সরবরাহ করবে। অতি উচ্চক্ষমতা সম্পন্ন অপটিক ফাইবার কেব‌্ল লাগানো হয়েছে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE