Advertisement
০৪ জুন ২০২৪

বিজেপি-র প্রার্থী শুনে মঞ্জুর গলায় ‘দিদিই মা’

দুই কেন্দ্রের মধ্যে নোয়াপাড়া ঘিরেই নাটক তুঙ্গে! তৃণমূলে অধুনা ‘উপেক্ষিত’ ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে বিজেপি-র প্রার্থী করার জন্য তৎপর হয়েছিলেন মুকুল রায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০৩:১২
Share: Save:

একটি উপনির্বাচনের প্রার্থী ঘোষণা ঘিরে টানটান নাটক! যার জেরে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ফুরনোর ৭২ ঘণ্টা আগেও স্পষ্ট করে জানা যাচ্ছে না নোয়াপাড়া ও উলুবে়ড়িয়ায় বিজেপি-র প্রার্থী কারা!

দুই কেন্দ্রের মধ্যে নোয়াপাড়া ঘিরেই নাটক তুঙ্গে! তৃণমূলে অধুনা ‘উপেক্ষিত’ ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে বিজেপি-র প্রার্থী করার জন্য তৎপর হয়েছিলেন মুকুল রায়। দলের মধ্যে টানাপড়েনের নানা রাউন্ড শেষে রবিবার বিকালে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির সম্পাদক জগৎপ্রকাশ নাড্ডার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াপাড়ায় পদ্ম প্রতীকে প্রার্থী হচ্ছেন মঞ্জুই। কিন্তু সন্ধ্যায় কাঁপা গলায় মঞ্জুর মন্তব্য, ‘‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমার মা! তিনি যা বলবেন, তা-ই হবে!’’

স্থানীয় সূত্রের খবর, এক দিকে মুকুলের অনুগামীরা মঞ্জুর অপেক্ষায় ছিলেন। অন্য দিকে তাঁকে লাগাতার ফোন করে গিয়েছেন তৃণমূলের জেলা নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষেরা। আর আশেপাশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সশস্ত্র বাহিনীকে। নোয়াপাড়াতেই ২০০১-এর বিধানসভা ভোটের আগে খুন হয়েছিলেন মঞ্জুর স্বামী, যুব নেতা বিকাশ বসু। তৃণমূল সে সময়ে সিপিএমের দিকে আঙুল তুললেও হত্যাকাণ্ডের পিছনে কাদের হাত ছিল, সেই চর্চা এলাকায় আজও বহাল। এত বছর পরে আবার এমন চাপের মুখে অসুস্থ হয়ে পড়েছেন মঞ্জু। যেতে হয়েছে চিকিৎসকের কাছে।

মঞ্জু যখন জানিয়েছেন তৃণমূল নেত্রীর উপরে তাঁর আস্থা আছে, তখনই বিপদ টের পেয়েছেন বিজেপি নেতৃত্ব। এখন তাঁরা চেষ্টা চালাচ্ছেন প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্তকে প্রার্থী করার। খোদ মুকুলও মঞ্জুর ‘নিরাপত্তা’র কথা ভেবে স্বপনবাবুর জন্য দলে তৎপরতা শুরু করেছেন। বিজেপি নেতা সায়ন্তন বসুর বক্তব্য, ‘‘মঞ্জুদেবীর বাড়িরা তৃণমূলের দুষ্কৃতীরা ঘিরে রেখেছে, এই তথ্য সময়মতো দিল্লিতে জানানো যায়নি বলেই আগে ঘোষণা হয়ে গিয়েছে।’’ আর জ্যোতিপ্রিয়ের পাল্টা দাবি, ‘‘মুকুল রায়ের ভাঁওতা আবার ধরা পড়ে গেল!’’ সম্ভবত মঞ্জুর মান ভাঙাতে এ বার তাঁকে কোনও পদ দেওয়া হবে।

এতটা উত্তেজক পরিস্থিতি না হলেও উলুবে়ড়িয়ায় বিজেপি আটকে আছে দলীয় টানাপড়েনের জেরেই। বিজেপি-র রাজ্য নেতৃত্ব উলুবেড়িয়ার জন্য দলের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অনুপম মল্লিকের নাম দিল্লির কাছে পাঠিয়েছেন। কিন্তু দলের অন্য অংশ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে প্রার্থী করে চমক দিতে চায়! এখন অমিত শাহের দফতর কী সিদ্ধান্ত নেয়, তার জন্য অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE