Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নানুরে এক মঞ্চে কেষ্ট, সাহনেওয়াজ

শনিবার নানুরে শতাধিক ঢাক-ঢোল নিয়ে সভা করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ দিনের সভায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অভিজিৎ সিংহের পাশাপাশি উল্লেখযোগ্য উপস্থিতি ছিল তৃণমূলের প্রাক্তন বিদ্রোহী যুব নেতা কাজল শেখের দাদা কেতুগ্রামের বিধায়ক শেখ সাহনেওয়াজের।

অনুব্রত মণ্ডল। ছবি: সংগৃহীত

অনুব্রত মণ্ডল। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
নানুর শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ০১:৩৪
Share: Save:

জেলায় এ বার এক মঞ্চে দেখা গেল অনুব্রত-সাহনেওয়াজকে।

শনিবার নানুরে শতাধিক ঢাক-ঢোল নিয়ে সভা করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ দিনের সভায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অভিজিৎ সিংহের পাশাপাশি উল্লেখযোগ্য উপস্থিতি ছিল তৃণমূলের প্রাক্তন বিদ্রোহী যুব নেতা কাজল শেখের দাদা কেতুগ্রামের বিধায়ক শেখ সাহনেওয়াজের।

এর আগে নানুরে দলের বহু কর্মসূচিতে সাহনেওয়াজকে দেখা যায়নি। তৃণমূলেরই একটি অংশের বিশ্বাস, কাজলের সঙ্গে বর্তমান জেলা যুব সভাপতি গদাধর হাজরার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এ বার নানুর বিধানসভা কেন্দ্রে হারতে হয়েছে দলকে। আগামী পঞ্চায়েত নির্বাচনে তার ছায়া যাতে না পড়ে তার জন্যই সাহনেওয়াজকে এ দিনের সভায় সামিল করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। দলের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। সাহনেওয়াজ বলেন, ‘‘আমি শুরু থেকেই দলের অনুগত সৈনিক। হয়তো অন্যত্র কর্মসূচি থাকায় কিছু সভায় আমি হাজির থাকতে পারিনি। এর মধ্যে কোনও অন্য ব্যাপার নেই।’’

শাসকদলের দাবি, এ দিন লোক হয়েছিল হাজার চল্লিশেক। যদিও বিরোধীদের দাবি, মেরেকেটে লোক হয়েছিল হাজার সাতেক। পুলিশেরও অনুমান, সংখ্যাটা ১০ হাজার। এ দিনের সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজেপি-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অর্জুন সাহার অবশ্য অভিযোগ, ‘‘তৃণমূল এখন আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভির গোষ্ঠীর মহিলাদের হুইপ দিয়ে সভা ভরাচ্ছে।’’ অভিযোগ অস্বীকার করে সুব্রতবাবু জানান, সভায় সকলেই স্বেচ্ছায় এসেছিলেন। সভা থেকে অনুব্রত বিজেপি-র সমালোচনা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE