Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মনোনয়ন সুষ্ঠু করতে বলল কোর্ট

রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:৪৮
Share: Save:

পঞ্চায়েত ভোটে সব পক্ষের প্রার্থীরা যাতে মনোনয়নপত্র পেশ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য সব জেলার পুলিশ সুপারদের শুক্রবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অধীরবাবুর অভিযোগের ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা পেশ করতে বলা হয়েছে।

অধীরবাবু এ দিন নিজেই সওয়াল করেন। তিনি জানান, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাজ্যের সর্বত্র বিরোধীদের মনোনয়ন পেশ করতে বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। গণতন্ত্রের শ্বাসরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পর্যাপ্ত পুলিশ না-থাকায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে কি না, সংশয় প্রকাশ করেন তিনি। তাঁর আবেদন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এবং স্পর্শকাতর ব্লকে ভোট পর্ব জুড়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক রাখা হোক।

আরও পড়ুন: তিন জেলায় তিন পদস্থ পুলিশকর্তা

জমা পড়া মনোনয়নপত্রের তালিকা দেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। বিচারপতি ভট্টাচার্য তালিকা দেখে অধীরবাবুকে বলেন, জেলা পরিষদে তৃণমূলের ৬১ এবং বিজেপির ৮৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তা হলে অভিযোগ কেন? জবাব দেননি অধীরবাবু। এই মামলায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরকেও যুক্ত করা হয়েছে। ওই দফতরের তরফে আইজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা আদালতে দাবি করেন, পুলিশ তার কাজ করছে। মামলার পরবর্তী শুনানি ২০ এপ্রিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE