Advertisement
১১ মে ২০২৪

তৃণমূল কর্মীর নলিকাটা দেহ উদ্ধার স্বরূপনগরে

শাসক দলের অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা কমিটির সদস্য তথা স্বরূপনগরের বাসিন্দা হামালউদ্দিন আহমেদ

আমিরুল মোল্লা

আমিরুল মোল্লা

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৬:২৯
Share: Save:

ভোটের প্রচার সেরে রাতে বাড়ি ফেরার পথে তাঁকে শেষবার ফোনে কথা বলতে শোনা গিয়েছিল। তখন বেশ উত্তেজিত ছিলেন। রাতে বাড়ি ফেরেননি। সোমবার সকালে বাড়ির কাছেই রাস্তার পাশ থেকে নলি কাটা দেহ উদ্ধার হয়েছে আমিরুল মোল্লার (২৭)। ঘটনাটি স্বরূপনগরের নিত্যানন্দকাটি গ্রামের মাঝেরপাড়ার। আমিরুল এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তাঁকে কুপিয়ে খুন করে গলার নলি কাটা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। দেহ ময়না-তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তৃণমূলের জেলা যুব সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘‘পরিকল্পনা করে দুষ্কৃতী লাগিয়ে ওঁকে খুন করিয়েছে সিপিএম।’’ সোমবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বক্তব্য, ‘‘বিরোধীরা বলছে তৃণমূল সন্ত্রাস করছে। তা হলে রাজ্য জুড়ে আমাদের কর্মীরা খুন হচ্ছেন কেন?’’

শাসক দলের অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা কমিটির সদস্য তথা স্বরূপনগরের বাসিন্দা হামালউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমিরুলের নেতৃত্বে তৃণমূলের লোক বাড়ি বাড়ি চড়াও হয়ে সিপিএম প্রার্থীদের মারধর করে গ্রাম ছাড়া করেছে। আমাদের কেউ ওই এলাকায় মনোনয়নই জমা দিতে পারেনি। এই পরিস্থিতিতে ওখানে সিপিএমের শক্তি কতটুকু?’’ তাঁর কথায়, ‘‘এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগই নেই। পাচার নিয়ে সীমান্তে দুষ্কৃতীদের নিজেদের মধ্যে রেষারেষি চলে। ওই যুবকও পাচারে জড়িত। তার জেরে খুন হয়েছেন।’’ পরিবার এবং তৃণমূল দাবি করেছে, আমিরুল পাচারে জড়িত ছিলেন না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত ভোটে নিত্যানন্দ কাটি পঞ্চায়েতে সিপিএম প্রার্থীরা জয়ী হন। পরে তাঁদের বেশির ভাগই তৃণমূলে যোগ দেন। ওই এলাকায় মনোনয়ন জমা নিয়ে অশান্তি চলছেই।

আমিরুলের সম্পর্কিত ভাই রুস্তম মল্লিক জানান, রবিবার রাতে দলীয় কার্যালয়ে ছিলেন আমিরুল। সেখান থেকে আলমগির সর্দার এবং জাহাঙ্গির মিস্ত্রিকে নিয়ে ভোট প্রচারে বেরোন। রাত আড়াইটে নাগাদ একা বাড়ি ফিরছিলেন। ভোরে বাড়ির কাছেই দেহ মেলে। আমিরুলের দাদা আরিজুল বলেন, ‘‘সিপিএমের স্থানীয় এক প্রার্থী দুপুরে হুমকি দেয় ভাইকে। আমাদের বিশ্বাস, ওই ব্যক্তিই খুন করিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Elections 2018 TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE