Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সিরিয়ায় আছি! তৃণমূলের বাধায় প্রতিবাদী বাবুল

ফের এক বার বাবুল বনাম তৃণমূল! কখনও রাস্তার উদ্বোধন অনুষ্ঠান ‘হাইজ্যাক’, কখনও মেলা আয়োজনে সমস্যা তৈরি— বাবুল সুপ্রিয়র নানা কর্মসূচিতে বাগড়া দেওয়ার অভিযোগ বারবারই উঠেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এ বার তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়েও তৃণমূলের বাধার মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল।

আসানসোলে বাবুল সুপ্রিয়র সাংসদ মেলায় সোমবার ২৫ হাজারেরও বেশি মানুষ এলেন। দু’দিনে খোলা হলো ৫,১০০টি জনধন অ্যাকাউন্ট। এই সাড়ায় খুশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। —নিজস্ব চিত্র

আসানসোলে বাবুল সুপ্রিয়র সাংসদ মেলায় সোমবার ২৫ হাজারেরও বেশি মানুষ এলেন। দু’দিনে খোলা হলো ৫,১০০টি জনধন অ্যাকাউন্ট। এই সাড়ায় খুশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০৩:৩৭
Share: Save:

ফের এক বার বাবুল বনাম তৃণমূল! কখনও রাস্তার উদ্বোধন অনুষ্ঠান ‘হাইজ্যাক’, কখনও মেলা আয়োজনে সমস্যা তৈরি— বাবুল সুপ্রিয়র নানা কর্মসূচিতে বাগড়া দেওয়ার অভিযোগ বারবারই উঠেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এ বার তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়েও তৃণমূলের বাধার মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল। দেখতে হল কালো পতাকা। শুনতে হল ‘গো-ব্যাক’।

সোমবার বিকেলে অন্ডালে তাপবিদ্যুৎ কেন্দ্রে ঢুকতে না পেরে ফিরে যান আসানসোলের বিজেপি সাংসদ বাবুল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে বলেও অভিযোগ। সিআইএসএফ বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার পরে ফিরে এসে পরিদর্শন করেন তিনি। সন্ধ্যায় বাবুল টুইট করেন, ‘‘আমি কি সিরিয়ায় আছি! সুনসান রাস্তার দু’পাশে শুধু সিআইএসএফ। লজ্জা!’’

বিকেল ৩টে নাগাদ অন্ডালে ২ নম্বর জাতীয় সড়কের পাশে ডিভিসি-র বিদ্যুৎকেন্দ্র, ‘দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন’ (ডিএসটিপিএস) পরিদর্শনের কথা ছিল বাবুলের। দুপুরে ওই এলাকায় কেন্দ্রের নানা সিদ্ধান্তের প্রতিবাদে সভা করছিল তৃণমূল। বাবুল পৌঁছনোর আগে বিদ্যুৎকেন্দ্রের সামনে রাস্তার এক দিকে কালো পতাকা হাতে দাঁড়িয়ে পড়েন তৃণমূলের কর্মীরা। বাবুলের জন্য অন্য দিকে অপেক্ষা করছিলেন বিজেপির লোকজন। বিকেল ৪টে নাগাদ বাবুল নিজে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছন। তৃণমূলের কর্মীরা গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। বিজেপি কর্মীরা প্রতিবাদ করতে এলে গোলমাল বাধে। পুলিশ দু’পক্ষকে সরিয়ে বাবুলের গাড়ি সোজা রাস্তা ধরে বের করে দেয়। সেই সময়ে পিছন থেকে গাড়ির দিকে ইট ছোড়া হয় বলে বাবুলের অভিযোগ। ইতিমধ্যে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানেরা কেন্দ্রের সামনের রাস্তা ফাঁকা করে দেন। তৃণমূলের লোকজনকে রাস্তার এক দিকে আটকে দেওয়া হয়। মিনিট কুড়ি পরে বাবুল ফিরে আসেন। তাঁর কনভয় সোজা ভিতরে যায়। ডিএসটিপিএস সূত্রে জানা গিয়েছে, সংস্থার একাধিক ইউনিট পরিদর্শন করেন মন্ত্রী। উৎপাদনের খোঁজ নেন, আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। ঘণ্টা দেড়েক পরে ফিরে যান তিনি।

এ দিন তৃণমূলের বিক্ষোভে নেতৃত্ব দেন দলের অন্ডাল ব্লক সভাপতি অলোক মণ্ডল। তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে শুধু কালো পতাকা দেখানো হয়েছে। তবে মন্ত্রীর কনভয়ে কেউ ইট-পাথর ছোড়েনি।’’ দলের দুর্গাপুর (শিল্পাঞ্চল) সভাপতি উত্তম মুখোপাধ্যায়ও দাবি করেন, ‘‘আমাদের কেউ ইট ছোড়ায় জড়িত নয়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ।’’

বাবুলের কথায়, ‘‘বারবার যা হচ্ছে, কিছু বলার নেই!’’ সিআইএসএফের সাহায্য চাওয়া হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে তাঁর অভিযোগ। যদিও আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (পূর্ব) বিমলকুমার মণ্ডল বলেন, ‘‘গোড়া থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babul Supriyo Syria TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE