Advertisement
২৭ এপ্রিল ২০২৪
অভিযুক্ত ব্লাড ব্যাঙ্ক

রক্ত নিতে লোক জোগাড় ভাড়ায়

রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ। রোগীদের চিকিৎসার জন্য রক্তের চাহিদা ক্রমবর্ধমান। কিন্তু জোগান সর্বদাই কম। এই পরিস্থিতিতে রক্তের সঙ্কট মেটাতে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের দোরগোড়ায় রবিবার রক্তদান শিবির করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০৩:২৭
Share: Save:

রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ। রোগীদের চিকিৎসার জন্য রক্তের চাহিদা ক্রমবর্ধমান। কিন্তু জোগান সর্বদাই কম। এই পরিস্থিতিতে রক্তের সঙ্কট মেটাতে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের দোরগোড়ায় রবিবার রক্তদান শিবির করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। অথচ রক্ত সংগ্রহের জন্য সেখানে কোনও প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারবে না বলে জানাল ওই সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক!

ডিওয়াইএফআইয়ের অভিযোগ, এ দিনের ওই শিবির করার কথা তারা চার মাস আগে, অর্থাৎ জুলাই মাসে হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে শনিবার ব্যাঙ্ক তাদের জানায়, রক্ত সংগ্রহের জন্য কোনও কর্মী তাদের হাতে নেই। ফলে শিবিরের কর্মসূচি আপাতত বাতিল করাই ভাল। কিন্তু ডিওয়াইএফআই তাতে রাজি হয় না। পরিকল্পনা মাফিক এ দিনই শিবিরটি করে তারা। শেষ পর্যন্ত বাঙুর হাসপাতালের তরফে রক্ত নিতে এক জনকে ওই শিবিরে পাঠানো হয়। তবে তিনি ওই ব্লাড ব্যাঙ্কের কর্মী নন। ডিওয়াইএফআইকে ব্লাড ব্যাঙ্ক জানিয়েছে, ওই ব্যক্তিকে বাইরে থেকে টাকা দিয়ে আনা হয়েছে। তার জন্য ওই যুব সংগঠনের কাছ থেকে ১০০০ টাকা নিয়েছে ব্লাড ব্যাঙ্ক। ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলা সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ এ দিন বলেন, ‘‘ব্লাড ব্যাঙ্ক বলছে, তাদের রক্ত নেওয়ার লোকই নেই! এ তো চরম অপদার্থতা! আর সরকারি ব্লাড ব্যাঙ্কের জন্য রক্তদান শিবির করলে ব্যাঙ্কের পক্ষ থেকে রক্তদাতা পিছু ২৫ টাকা করে টিফিনের খরচ দেওয়া হয়। আমাদের সেই টাকা তো দেওয়া হয়ইনি, উল্টে আমাদের থেকে টাকা নেওয়া হয়েছে!’’

বাঙুর হাসপাতালের সুপার তাপস ঘোষ অবশ্য বলেন, ‘‘অভিযোগ শুনেছি। এ রকম হওয়ার কথা নয়। কী হয়েছে, সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE