Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

প্রতারণার অভিযোগে গ্রেফতার হল এক প্রবাসী দম্পতি। বুধবার তাদের বেঙ্গালুরু থেকে ধরা হয়। ধৃতদের নাম সুরজিৎ ও সোমালি চক্রবর্তী। তারা জয়ন্ত ও মৌসুমী সাহা পরিচয়ে বেঙ্গালুরুতে থাকত। বেহালাতেও তাদের ফ্ল্যাট আছে। তাদের শহরে আনতে কর্ণাটক পুলিশের কাছে ট্রানজিট রিমান্ডের আবেদন করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানায়, এ রাজ্যের ছাত্রদের ভিন্ রাজ্যে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দিতে লেক প্লেসে অফিস খোলে ওই দম্পতি।

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৪ ০৩:৩৬
Share: Save:

‘প্রতারণা’, গ্রেফতার দম্পতি

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

প্রতারণার অভিযোগে গ্রেফতার হল এক প্রবাসী দম্পতি। বুধবার তাদের বেঙ্গালুরু থেকে ধরা হয়। ধৃতদের নাম সুরজিৎ ও সোমালি চক্রবর্তী। তারা জয়ন্ত ও মৌসুমী সাহা পরিচয়ে বেঙ্গালুরুতে থাকত। বেহালাতেও তাদের ফ্ল্যাট আছে। তাদের শহরে আনতে কর্ণাটক পুলিশের কাছে ট্রানজিট রিমান্ডের আবেদন করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানায়, এ রাজ্যের ছাত্রদের ভিন্ রাজ্যে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দিতে লেক প্লেসে অফিস খোলে ওই দম্পতি। পুলিশ জেনেছে, মধ্যপ্রদেশের ইনদওরে এক কলেজে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে ১১ জন ছাত্রের কাছ থেকে একুশ লক্ষ করে মোট দু’কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা নেন তারা। ছাত্রদের ইনদওরে এক হোটেলে রেখে ভর্তির কাগজ দিয়ে উধাও হয়ে যায় ওই দম্পতি। পরে ছাত্রেরা জানতে পারেন কাগজ নকল। পুলিশ জানায়, ধৃতদের থেকে ৮১ লক্ষ টাকা মিলেছে।

বাসের নতুন ভাড়া

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বাসের নতুন ভাড়া কার্যকর হবে আগামী সোমবার, ১ সেপ্টেম্বর থেকে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানাল পরিবহণ দফতর। গত সোমবার বাসমালিকদের সঙ্গে ভাড়াবৃদ্ধি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পরেই সরকারি, বেসরকারি বাস এবং মিনিবাসে প্রতি ধাপে এক টাকা করে ভাড়াবৃদ্ধির কথা ঘোষণা করে সরকার। সেই মতোই এ দিনের বিজ্ঞপ্তিতে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে রাজ্য পরিবহণ দফতর।

বিজয় দিবসে পড়ুয়ারাও আমন্ত্রিত

এত দিন বিজয় দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হতো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া বাংলাদেশি সেনা অফিসারদের। এই প্রথম ওই দেশের চার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানিয়ে কলকাতায় নিয়ে এল ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর। তারা বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল ‘প্রয়াস’-এর পড়ুয়া। ভারতীয় সেনা সূত্রের খবর, কলকাতাতেও সেনাবাহিনীর কর্মী-অফিসারদের প্রতিবন্ধী সন্তানদের জন্য আছে বিশেষ স্কুল ‘আশা’। বাংলাদেশের ওই চার জনকে নিয়ে বুধবার আশা-র পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বাংলাদেশের সেনা অফিসারেরা। সেপ্টেম্বরে আশা-র চার ছাত্রছাত্রী যাবে বাংলাদেশে।

সূর্যের চিঠি

গত দু’ বছরে যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের অনুমোদন পেয়েছে, তারা শিক্ষা সংক্রান্ত নিয়ম মানছে কি না, সে ব্যাপারে নজর রাখার আর্জি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। চিঠিতে সূর্যবাবু লিখেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলিতে ইউজিসি, এআইসিটিই, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন লাগে। কিন্তু ওই তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমোদন নেই বলে অভিযোগ উঠছে। ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। এ ব্যাপারে রাজ্যের হস্তক্ষেপ প্রয়োজন।

প্রয়াত নেতা

সংগঠনের প্রতিষ্ঠা দিবসেই প্রয়াত হলেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য শ্যামল ভট্টাচার্য(৮০)। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। পরবর্তী কালে তিনি সভাপতিও হয়েছিলেন ছাত্র পরিষদের। প্রিয়রঞ্জন দাশমুন্সি-সুব্রত মুখোপাধ্যায় ছাত্র পরিষদের হাল ধরার আগে শ্যামলবাবুই নেতৃত্বে ছিলেন। ইতিহাসের শিক্ষক শ্যামলবাবু এআইসিসি-রও সদস্য হন। তাঁর মৃত্যুতে দল এক জন নিষ্ঠাবান কর্মীকে হারাল বলে শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “শ্যামলদা সভাপতি থাকাকালীনই আমি ছাত্র পরিষদে কাজ শুরু করেছিলাম।”

বিজয় দিবসে আমন্ত্রিত প্রতিবন্ধী পড়ুয়ারাও

এত দিন বিজয় দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হতো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া বাংলাদেশি সেনা অফিসারদের। এই প্রথম ওই দেশের চার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানিয়ে কলকাতায় নিয়ে এল ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর। তারা বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল ‘প্রয়াস’-এর পড়ুয়া। ভারতীয় সেনা সূত্রের খবর, কলকাতাতেও সেনাবাহিনীর কর্মী-অফিসারদের প্রতিবন্ধী সন্তানদের জন্য আছে বিশেষ স্কুল ‘আশা’। বাংলাদেশের ওই চার জনকে নিয়ে বুধবার আশা-র পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বাংলাদেশের সেনা অফিসারেরা। সেপ্টেম্বরে আশা-র চার ছাত্রছাত্রী যাবে বাংলাদেশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE