Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

যত দিন যাচ্ছে, তত বিস্তার বাড়ছে বর্ধমানের খাগড়াগড়-কাণ্ডের তদন্তের। তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দারা বুঝতে পারছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, জঙ্গি-জাল একাধিক জেলা, রাজ্য, এমনকী, দেশের সীমা ছাড়িয়ে বিস্তৃত। সেই মামলার তদন্তে আজ, শুক্রবার সকালে রাজ্যে আসার কথা খোদ এনআইএ-র ডিজি শরদ কুমারের।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৪ ০২:৫২
Share: Save:

এনআইএ-র ডিজি আজ আসছেন রাজ্যে

নিজস্ব প্রতিবেদন

যত দিন যাচ্ছে, তত বিস্তার বাড়ছে বর্ধমানের খাগড়াগড়-কাণ্ডের তদন্তের। তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দারা বুঝতে পারছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, জঙ্গি-জাল একাধিক জেলা, রাজ্য, এমনকী, দেশের সীমা ছাড়িয়ে বিস্তৃত। সেই মামলার তদন্তে আজ, শুক্রবার সকালে রাজ্যে আসার কথা খোদ এনআইএ-র ডিজি শরদ কুমারের। এনআইএ সূত্রের খবর, ডিজি-র সঙ্গে আসছেন জনা দশেক গোয়েন্দা। দমদম বিমানবন্দর থেকে তাঁদের যাওয়ার কথা খাগড়াগড়ের ঘটনাস্থলে। সেখান থেকে মঙ্গলকোটের শিমুলিয়াতেও যেতে পারে দলটি। তাদের পরের গন্তব্য হতে পারে মুর্শিদাবাদ। সেখান থেকে বিকেলে দলটি কলকাতায় ফেরত আসবে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন শরদ কুমার। ১০ অক্টোবর মামলার দায়িত্ব পেয়েছিল এনআইএ। ১১ অক্টোবর তদন্তে নামার পরেখাগড়াগড়ের বাড়িটি অস্ত্র গবেষণার ও পরীক্ষাগার ছিল, শিমুলিয়ার মাদ্রাসাটিতে জঙ্গি-প্রশিক্ষণ হতোএমন তথ্য প্রকাশ্যে এসেছে তাদের তদন্তে। সন্দেহজনক কার্যকলাপের জন্য গোয়েন্দাদের রেডারে এসেছে মুর্শিদাবাদের লালগোলার মকিমনগর, ডোমকলের ঘোড়ামারা গ্রামের মাদ্রাসাও। সেই প্রেক্ষিতে নিছক তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে এনআইএ-র ডিজি রাজ্যে আসছেন এমনটা মানতে নারাজ গোয়েন্দারা। এক গোয়েন্দা-কর্তার কথায়, “বিস্ফোরণটা এক সঙ্গে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে। শরদ কুমার নিশ্চয়ই তদন্তের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেবেন। তবে শুধু সেই খোঁজ নিতেই তিনি আসবেন, এটা ভাবা ঠিক হবে না।”

সুরঞ্জনের সম্মান

ইংল্যান্ডে ইউনিভার্সিটি অব এক্সেটরে সাম্মানিক অধ্যাপক হিসেবে বক্তৃতা দেওয়ার সম্মান পেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তিন বছরের জন্য এই সম্মান পেয়েছেন তিনি। বৃহস্পতিবার সুরঞ্জনবাবু জানান, সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক অধ্যাপক হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ এসেছে তাঁর কাছে। তিনি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে জানিয়েছেন, গরম ও পুজোর ছুটিতে সেখানে গিয়ে বক্তৃতা দেবেন তিনি। ভারতের ইতিহাস, সমাজ, রাজনীতি নিয়ে বক্তৃতা দেওয়ার কথা সুরঞ্জনবাবুর।

মামলা খারিজ

ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে রাজ্য সরকারের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ২৫ সেপ্টেম্বর রাজ্য জানায়, এ রাজ্য থেকে ১১০০ মেট্রিক টনের বেশি আলু ভিন রাজ্যে পাঠানো যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন হিমাংশুকুমার দাস নামে এক ব্যক্তি। আদালত জানায়, জনস্বার্থে এই মামলা করার এক্তিয়ার নেই আবেদনকারীর। কারণ তিনি কৃষক নন। মামলা খারিজ হয়ে যায়।

বন্ধ বণ্টন

ওয়েবেলের স্টেট ডেটা সেন্টারে শর্ট সার্কিটের জেরে বুধবার দিনভর বিভিন্ন সরকারি দফতরের অর্থ বরাদ্দ বন্ধ রাখতে হল। বুধবার সকালে মণিকাঞ্চনের ডেটা সেন্টারে বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ে। তার পরেই ই-বণ্টন সার্ভারটি বন্ধ করে দিতে হয়।

ভ্রম সংশোধন

মনোজ মালব্য বর্তমানে এডিজি (অর্গানাইজেশন) পদে রয়েছেন। বুধবার, ‘ফের ঘাতক বিদ্যুতের তার, তড়িদাহত হয়ে মৃত্যু দু’টি হাতির’, সংবাদে বন দফতর সূত্রে পাওয়া তথ্য অনুসারে তাঁকে আইজি (ফরেস্ট প্রোটেকশন) বলে উল্লেখ করা হয়েছে। ওই পদটি বর্তমানে শূন্য। এই ভুল তথ্য পরিবেশনের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE