Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ভাড়া বৃদ্ধি-সহ অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আশ্বাস দু’মাসেও রাজ্য সরকার কার্যকর না করায় আগামী ৮ ডিসেম্বর ট্যাক্সি ধর্মঘট ডাকল সিটু। করা হবে নবান্ন অভিযানও। শুক্রবার সিটু নেতা অনাদি সাহু বলেন, “ওই দিন কলকাতা-সহ পাশ্ববর্তী জেলার ট্যাক্সি চালকরা গাড়ি বন্ধ রেখে হাওড়া স্টেশনের সামনে জমায়েত হবেন। তার পরে হবে নবান্ন অভিযান।”

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০৩:১৭
Share: Save:

৮ তারিখ সিটুর টাক্সি ধর্মঘট, নবান্ন অভিযান

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ভাড়া বৃদ্ধি-সহ অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আশ্বাস দু’মাসেও রাজ্য সরকার কার্যকর না করায় আগামী ৮ ডিসেম্বর ট্যাক্সি ধর্মঘট ডাকল সিটু। করা হবে নবান্ন অভিযানও। শুক্রবার সিটু নেতা অনাদি সাহু বলেন, “ওই দিন কলকাতা-সহ পাশ্ববর্তী জেলার ট্যাক্সি চালকরা গাড়ি বন্ধ রেখে হাওড়া স্টেশনের সামনে জমায়েত হবেন। তার পরে হবে নবান্ন অভিযান।” পুজোর আগে একটানা ১৭ দিন ধর্মঘটের পরে রাজ্যপালের হস্তক্ষেপে তা প্রত্যাহার করেছিল ট্যাক্সি চালকদের সংগঠনগুলি। সেই সময়ে সিটুর পাশাপাশি কংগ্রেসের আইএনটিইউসি, সিপিআই-এর এআইটিইউসি অনুমোদিত সংগঠনগুলিও ধর্মঘটে সামিল হয়েছিল। শুক্রবার যে ভাবে সিটু একতরফা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তাতে অন্য সংগঠনগুলি শেষ পর্যন্ত যোগ দেবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সে ক্ষেত্রে ট্যাক্সি ধর্মঘট আগের মতো সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এআইটিইউসি অনুমোদিত দুটি ট্যাক্সি চালক সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তব বলেন, “আমরা আগেই ২২ ডিসেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছি। সিটুর পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। প্রস্তাব পেলে ভেবে দেখব।” কলকাতা-সহ পাশ্ববর্তী জেলায় গড়ে ৩৫ হাজার ট্যাক্সি চলে। তার প্রায় ১২ হাজার চালক এই সংগঠনের সঙ্গে যুক্ত। তবে, আইএনটিইউসি-র রাজ্য সভাপতি রমেন পান্ডে জানিয়েছেন, ট্যাক্সি চালকদের উপরে পুলিশি জুলুম বন্ধ করতে তাঁরা ৮ ডিসেম্বরের আন্দোলন সমর্থন করবেন। অনাদিবাবু এ দিন বলেন, “পরিবহন মন্ত্রী মদন মিত্র আমাদের যে আশ্বাস দিয়েছিলেন, তার কিছুই তিনি পালন করেননি। তিনি অসুস্থ। তাই আলোচনাও হচ্ছে না। আমরা মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিতে চাই।” পুলিশ আটকে দিলে কী হবে? অনাদিবাবুর জবাব, “অবস্থা বুঝে ব্যবস্থা।” ট্যাক্সি ধর্মঘট হলে কলকাতা ছাড়াও হাওড়া, শিয়ালদহ দু’জায়গাতেই সমস্যায় পড়বেন যাত্রীরা। সমস্যা হতে পারে বিমানযাত্রীদেরও।

দেখা হবে অডিটরদের ভূমিকাও

সারদার হিসাব পরীক্ষার ব্যাপারে অডিটরদের ভূমিকা কী ছিল, তা তদন্তকারী সংস্থাগুলির কাছে জানতে চেয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই)। শুক্রবার কলকাতায় এই কথা জানান আইসিএআইয়ের সভাপতি কে রঘু। রঘু বলেন, “এ ব্যাপারে তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে যোগযোগ রাখা হচ্ছে। অভিযোগ পেলেই তা খতিয়ে দেখার কাজ শুরু করব।”

বিস্ফোরণে মৃত ২

বিহার-বাংলা সীমান্তে, পিরখোর এলাকায় বোমা ফেটে বৃহস্পতিবার রাতে দু’জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত পাঁচ। পুলিশের সন্দেহ এরা স্থানীয় দুষ্কৃতী। ডাকাতির জন্য জড়ো হয়েছিল। ঘটনাস্থল থেকে ২০টি বোমা উদ্ধার হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডি-লিট দেওয়া হল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।
শুক্রবার আচার্য-রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাষ্ট্রপতির হাতে ডি-লিটের শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসও (ডান দিকে)। প্রণববাবু জানান, নিজের বিশ্ববিদ্যালয়ের
এই ‘ভালবাসার দান’ পেয়ে তিনি উচ্ছ্বসিত। স্যার আশুতোষ মুখার্জি স্মারক মেডেলও দেওয়া হয় প্রণববাবুকে। ৪৬০ জনকে পিএইচডি
দেওয়ার পাশাপাশি আট জনকে বিশিষ্ট শিক্ষক পুরস্কারও দেওয়া হয় এ দিন। তাঁদের মধ্যে আছেন
ইতিহাসের জয়ন্তকুমার রায়, রাষ্ট্রবিজ্ঞানের দীপককুমার দাস, পদার্থবিদ্যার অমিতোষ চক্রবর্তী প্রমুখ। ছবি: দেবাশিস রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE