Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নবান্ন অভিযান ঘিরে সংঘর্ষ

বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে নবান্ন-অভিযানের বিক্ষোভ কর্মসূচি আগেই পুলিশকে জানিয়েছিলেন বিক্ষোভকারীরা। এ জন্য নবান্নের ২০০ মিটার আগে যে এলাকা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকে, সেই এলাকা পর্যন্ত বিক্ষোভকারীরদের ঢোকার অনুমতিও দিয়েছিল পুলিশ। তা সত্ত্বেও কেন বিক্ষোভকারীরা হঠাৎ মারমুখী হয়ে উঠলেন, তা বোঝা গেল না। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি থেকে ইট বৃষ্টি, পুলিশের লাঠি সবই চলল। মাথাও ফাটল এক বিক্ষোভকারীর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ০৩:০০
Share: Save:

বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে নবান্ন-অভিযানের বিক্ষোভ কর্মসূচি আগেই পুলিশকে জানিয়েছিলেন বিক্ষোভকারীরা। এ জন্য নবান্নের ২০০ মিটার আগে যে এলাকা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকে, সেই এলাকা পর্যন্ত বিক্ষোভকারীরদের ঢোকার অনুমতিও দিয়েছিল পুলিশ। তা সত্ত্বেও কেন বিক্ষোভকারীরা হঠাৎ মারমুখী হয়ে উঠলেন, তা বোঝা গেল না। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি থেকে ইট বৃষ্টি, পুলিশের লাঠি সবই চলল। মাথাও ফাটল এক বিক্ষোভকারীর।

রাজ্যে বিদ্যুতের মাসুল ক্রমাগত বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্যুৎ মাসুল কমানোর প্রতিশ্রুতি কার্যকর করার দাবিতে সোমবার বেলা তিনটেয় নবান্ন-অভিযানের ডাক দেয় ‘অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনসিউমার্স অ্যাসোসিয়েশন’ বা অ্যাবেকা। এ জন্য সকাল থেকে নবান্নের সামনে বিশাল পুলিশবাহিনী রাখা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেলা ১টায় বাসে চেপে নবান্নের কাছে কয়েক হাজার বিক্ষোভকারী হাজির হন। এর পরে তাঁরা মিছিল করে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করলে ১৪৪ ধারা এলাকার আগে মন্দিরতলার কাছে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা ওই সময়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু হয়। পুলিশও পাল্টা লাঠি চালায়। সঞ্জয় ঘটম নামে এক বিক্ষোভকারীর মাথা ফেটে যায়। বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হলে বিক্ষোভকারীদের মধ্যে থেকে পাঁচ জনের একটি প্রতিনিধিদল নবান্নে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

অ্যাবেকা-র অফিস সম্পাদক অরুণ দে বলেন, “বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভের উপরে পুলিশ লাঠি চালিয়েছে। ৩৬ জন জখম। এক জনের মাথা ফেটেছে।” হাওড়া সিটি পুলিশের কমিশনার অজেয় রানাডে বলেন, “পুলিশ লাঠি চালায়নি। ওই ব্যক্তি পড়ে গিয়ে চোট পেয়েছেন। এ দিন পুলিশকে লক্ষ করে ইট ছোড়া হয়। তাতে কয়েক জন পুলিশ অফিসার ও কর্মী আহতও হন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE