Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নন্দীগ্রামে সভার জন্যও আইনি পথে কংগ্রেস

বহরমপুরের পরে নন্দীগ্রামেও কংগ্রেসের সভার অনুমতি দিল না পুলিশ। আগামী ২৮ নভেম্বর, শনিবার নন্দীগ্রামে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে সভা হওয়ার কথা ছিল। প্রথমে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড-সহ চারটি জায়গার মধ্যে যে কোনও একটিতে সভার অনুমতি চেয়েছিল কংগ্রেস। কিন্তু অনুমতি না পেয়ে নন্দীগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতির ব্যক্তিগত জমিতেই সভার প্রস্তুতি নিচ্ছিল তারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৫ ২১:৪২
Share: Save:

বহরমপুরের পরে নন্দীগ্রামেও কংগ্রেসের সভার অনুমতি দিল না পুলিশ। আগামী ২৮ নভেম্বর, শনিবার নন্দীগ্রামে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে সভা হওয়ার কথা ছিল। প্রথমে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড-সহ চারটি জায়গার মধ্যে যে কোনও একটিতে সভার অনুমতি চেয়েছিল কংগ্রেস। কিন্তু অনুমতি না পেয়ে নন্দীগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতির ব্যক্তিগত জমিতেই সভার প্রস্তুতি নিচ্ছিল তারা। কিন্তু ব্লক সভাপতি-সহ ওই জমির ৩৬ শরিকের মধ্যে ৩৫ জনই সভার অনুমোদন দিয়েছিলেন। কেবলমাত্র এক জনের আপত্তিকে ‘অস্ত্র’ করে স্থানীয় প্রশাসন ওই জমিতে তাদের সভার অনুমতি দিচ্ছে না বলে কংগ্রেস‌ের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘যে জমিতে সভা হওয়ার কথা ছিল, সেই জমি নিয়ে একজন থানায় ডায়েরি করেছেন। যে জমি নিয়ে বিতর্ক থাকে, সেখানে সভা করার অনুমতি দেওয়া হয় না।’’

তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের বক্তব্য, ‘‘অনুমতি না পাওয়া আমাদের কাছে আত্মতৃপ্তির বিষয়! নন্দীগ্রামে তৃণমূল ছাড়া আর কোনও দলের অস্তিত্ব নেই বলে তো শাসক দলই দাবি করে! তা হলে কংগ্রেস একটা সভা করতে চাইছে দেখে ওরা এত ভয় পাচ্ছে কেন?’’ প্রস্তাবিত সভার আগে আর বিশেষ সময় নেই। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগলে সভা কয়েক দিন পিছোতে পারে। অধীরের কথায়, ‘‘দিন পাল্টাতে হলেও নন্দীগ্রামে কংগ্রেস যাবেই! নন্দীগ্রামকে দেওয়া প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী যে পালন করেননি, সে কথাই আমরা বলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

congress nandigram adhir chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE