Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বামেদের সম্প্রীতি মিছিল রামপুরহাটে

শনিবার সকালে প্রায় ৩৬ ডিগ্রি তাপমাত্রায় সেই মিছিলে সাত কিলোমিটার হাঁটলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ, রবিবার রামনবমীর মিছিলের আগে সেই স্মরণ এবং পদযাত্রা ঘিরে উন্মাদনা তৈরি হল রামপুরহাটে।

সাত কিলোমিটার হাঁটলেন বিমান বসু। রামপুরহাটে। নিজস্ব চিত্র

সাত কিলোমিটার হাঁটলেন বিমান বসু। রামপুরহাটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০২:৪২
Share: Save:

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, প্রয়াত সুহাস সরকারের স্মরণ অনুষ্ঠানে নলহাটি যাওয়ার আগে রামপুরহাটে মিছিল করল বামফ্রন্ট। শনিবার সকালে প্রায় ৩৬ ডিগ্রি তাপমাত্রায় সেই মিছিলে সাত কিলোমিটার হাঁটলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ, রবিবার রামনবমীর মিছিলের আগে সেই স্মরণ এবং পদযাত্রা ঘিরে উন্মাদনা তৈরি হল রামপুরহাটে।

জেলায় সাড়ম্বরে রামনবমী পালনের তোড়জোড় সেরে ফেলেছে তৃণমূল এবং বিজেপি। রামপুরহাট, সিউড়ি এবং বোলপুর তিন মহকুমাতেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। তার মধ্যেই রামপুরহাটে বাম মিছিল শহর পরিক্রমা করল। এর কি কোনও বিশেষ তাৎপর্য রয়েছে? বিমান বসু বলেন, ‘‘আমরা রাম রাজনীতির ধারে-কাছে নেই। আমরা ধর্ম যার যার, দেশটা সব্বার। এটা মানুষকে বোঝানোর জন্য সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতির মিছিল বের করেছি।’’ বিমান বসু ছাড়াও ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সম্প্রীতির মিছিলের পক্ষে বক্তব্য রাখেন। মিছিলে প্রায় হাজার চারেক কর্মী-সমর্থক যোগ দিয়েছেন বলে বাম নেতাদের দাবি। মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু বলেন, ‘‘রামনবমীর দিন বিজেপি এবং তৃণমূল শহরে শোভাযাত্রা বের করবে। সেই মিছিল ঘিরে কোনও অঘটন ঘটলে তার দায়দায়িত্ব ওই দুই দলকেই নিতে হবে।’’

সিপিএম সূত্রের খবর, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, প্রয়াত সুহাস সরকারের স্মরণে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এক স্মরণসভায় নলহাটিতে উপস্থিত থাকবেন। এটা জানা ছিল। কিন্তু, কাকতলীয় ভাবে সেই স্মরণসভা রামনবমীর আগের দিন স্থির হয়। বাম নেতৃত্ব এ নিয়ে কোনও বিতর্কে যেতে নারাজ। তাঁরা সাফ বলছেন, ‘‘এর পিছনে কোনও ধর্মের রাজনীতি নেই। বরং আমাদের এখন প্রয়োজন সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতির মিছিল বের করা। ঠিক সেটাই হয়েছে।’’ বিমানবাবুর কথায়, ‘‘এক বছর আগে বিজেপি অনেকগুলো সংগঠন ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে রামনবমী উৎসব পালন করে। আর আগে থেকে তৃণমূল সেই উৎসবের প্রস্তুতি নিতে পারেনি বলে হনুমানজয়ন্তী উৎসব করে। এ বছর তৃণমূল নিজেই রামনবমী পালন করছে।” যোগ করেন, ‘‘আমরা আগেই বলেছিলাম, বিজেপি আর তৃণমূল প্রতিযোগিতা মূলক সাম্প্রদায়িকতা করছে। অনেকে প্রমাণ চাইত। প্রমাণ তো এখন হাতের মুঠোয় চলে এসেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Rally Communal Harmony Rampurhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE