Advertisement
০৬ মে ২০২৪
West Bengal News

দিলীপ ঘোষই ক্যাপ্টেন, উপচে পড়া ভিড়ে ভেসে বললেন মুকুল রায়

কলকাতা বিমানবন্দরে মুকুল রায়কে ঘিরে তুমুল উন্মাদনা বিজেপি সমর্থকদের। রাজ্য বিজেপি দফতরে পৌঁছে মুকুল বললেন, ‘‘দিলীপ ঘোষই আমার ক্যাপ্টেন।’’

কলকাতা বিমানবন্দরে বিজেপি কর্মী-সমর্থকদের তুমুল উদ্দীপনা মুকুল রায়কে ঘিরে। ফাইল ছবি।

কলকাতা বিমানবন্দরে বিজেপি কর্মী-সমর্থকদের তুমুল উদ্দীপনা মুকুল রায়কে ঘিরে। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ১৬:০৮
Share: Save:

চমক দিলেন মুকুল রায়, চমক দিল রাজ্য বিজেপি। দিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন শুক্রবার। আজ কলকাতায় ফিরবেন, তাও জানাই ছিল। কিন্তু মুকুলকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে এত বড় জমায়েত হবে, তা অনেকেই আন্দাজ করেননি। বিজেপি কর্মী-সমর্থকরা তো বটেই, মুকুল রায়ের নিজস্ব অনুগামীরাও সোমবার ভিড় জমিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কম্যান্ডকে স্বাগত জানাতে। ফলে মুকুল রায় বিমানবন্দরের বাইরে পা রাখতেই তুমুল উন্মাদনা শুরু হয়ে যায় তাঁকে ঘিরে। দেহরক্ষীরা রীতিমতো হিমশিম খেয়ে যান তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে।

বিমানবন্দর থেকে মধ্য কলকাতার মুরলীধর সেন লেনের দলীয় দফতরে পৌঁছেও এ দিন একই রকম উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মুকুল রায়। রাজ্য বিজেপির সদর দফতর ঘিরে বড়সড় জমায়েত এ দিন মুকুল রায়ের অপেক্ষায় ছিল। মুকুল দলের দফতরে পৌঁছনোর পর রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তাঁকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। মুকুলকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘‘মুকুল রায়কে আমরা বিজেপিতে স্বাগত জানাচ্ছি।’’ দিলীপের কথায়, বাংলার বিজেপি কর্মী-সমর্থকরা বেশ কিছু দিন ধরেই মুকুল রায়ের অপেক্ষা করছিলেন। অবেশেষে মুকুল রায় বিজেপি দফতরে পৌঁছলেন।

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই চাঁদমারি সুভাষের

মুকুল রায় বললেন, তিনি বিজেপি-র অভ্যর্থনায় মুগ্ধ। তাঁর কথায়, ‘‘বিমানবন্দরে নামা থেকে পার্টি অফিসে পৌঁছনো পর্যন্ত যে ভাবে অভ্যর্থনা পেলাম, তাতে আমি আপ্লুত।’’ মুকুলের যোগদানে দিলীপ ঘোষের কর্তৃত্ব টালমাটাল হল বলে যে গুঞ্জন রাজ্য বিজেপিতে শোনা যাচ্ছিল গত কয়েক দিন ধরে, মুকুল রায় এ দিন তাও নস্যাৎ করার চেষ্টা করলেন। বললেন, ‘‘সর্বভারতীয় রাজনীতিতে আমার ক্যাপ্টেন অমিত শাহ। আর বাংলার রাজনীতিতে আমার ক্যাপ্টেন দিলীপ ঘোষ। দিলীপদা’র নেতৃত্বেই রাজ্যে আমি কাজ করব।’’ মুকুল এই মন্তব্য করতেই বিজেপি দফতরে ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’ স্লোগান ওঠে। দিলীপ ঘোষ বলেন, ‘‘মুকুল রায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক নতুন নয়। বিজেপি-তৃণমূল জোটের কারিগর ছিলেন মুকুলই। তাই মুকুল রায়ের কাছে বাড়িটা নতুন হতে পারে, পার্টিটা নতুন নয়।’’

আরও পড়ুন: দিল্লির নির্দেশে ৮ই একপাতে কংগ্রেস

মুকুল রায়ের বিজেপি-তে যোগদান বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি। এই ঘটনাকে ‘বাংলার রাজনীতিতে ভূমিকম্প’ বলে উল্লেখ করেছেন তিনি। আর মুকুল রায় বলেছেন, ‘‘বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। ... দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি অভীষ্ট লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আগামী দিনে লক্ষ্য পূরণ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE