Advertisement
১১ মে ২০২৪

রাঙিয়ে দিয়ে যাও, দোলে মাতল গোটা রাজ্য

আজ দোল পূর্ণিমা। রঙে রঙে মেতে ওঠার দিন। পলাশ আর আবিরের আবেশ জড়ানো বসন্তোৎসবের দিন। সকাল থেকেই শান্তিনিকেতন থেকে মায়াপুর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ১৩:৫৯
Share: Save:
০১ ২৪
অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে...প্রায় এক মাস আগে থেকেই এই অনুষ্ঠানের জন্য শুরু হয়েছিল মহড়া।

অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে...প্রায় এক মাস আগে থেকেই এই অনুষ্ঠানের জন্য শুরু হয়েছিল মহড়া।

০২ ২৪
রঙিন... আবিরের ছোঁয়ায় শোভনদেব চট্টোপাধ্যায়।

রঙিন... আবিরের ছোঁয়ায় শোভনদেব চট্টোপাধ্যায়।

০৩ ২৪
নিউ মার্কেটের কাছে সদন স্ট্রিটে প্রতি বছরই বিদেশিরা রং খেলায় মেতে ওঠেন।

নিউ মার্কেটের কাছে সদন স্ট্রিটে প্রতি বছরই বিদেশিরা রং খেলায় মেতে ওঠেন।

০৪ ২৪
প্রতিবছরের মতো এ বারেও অন্য দেশ থেকে আসা অতিথিরা রং খেলায় মেেতে উঠেছিলেন।

প্রতিবছরের মতো এ বারেও অন্য দেশ থেকে আসা অতিথিরা রং খেলায় মেেতে উঠেছিলেন।

০৫ ২৪
নিউ মার্কেট চত্বরে বিদেশিদের রং খেলা দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ।

নিউ মার্কেট চত্বরে বিদেশিদের রং খেলা দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ।

০৬ ২৪
খেলব না রং... ডোনার সঙ্গে সৌরভ।

খেলব না রং... ডোনার সঙ্গে সৌরভ।

০৭ ২৪
নিজের বাড়িতে এ ভাবেই দোলের রঙে মেয়ের সঙ্গে সৌরভ।

নিজের বাড়িতে এ ভাবেই দোলের রঙে মেয়ের সঙ্গে সৌরভ।

০৮ ২৪
মেয়ে সানার সঙ্গে রঙের খেলায় মাতলেন সৌরভ।

মেয়ে সানার সঙ্গে রঙের খেলায় মাতলেন সৌরভ।

০৯ ২৪
বাগুইআটিতে বসন্তোৎসব।

বাগুইআটিতে বসন্তোৎসব।

১০ ২৪
আবির মাখানো... বারাসতে দোলের আনন্দে দুই খুদে।

আবির মাখানো... বারাসতে দোলের আনন্দে দুই খুদে।

১১ ২৪
খোল দ্বার খোল... গল্ফ গ্রিনে বসন্তোৎসব।

খোল দ্বার খোল... গল্ফ গ্রিনে বসন্তোৎসব।

১২ ২৪
রংচঙে আমরা ক’জন। মিল্ককলোনি রেন্টাল আবাসনে দোলের রঙে কচিকাঁচারা।

রংচঙে আমরা ক’জন। মিল্ককলোনি রেন্টাল আবাসনে দোলের রঙে কচিকাঁচারা।

১৩ ২৪
মন রাঙানোর খেলায়... প্রিন্সেপ ঘাটে ফ্রেমবন্দি যুগল।

মন রাঙানোর খেলায়... প্রিন্সেপ ঘাটে ফ্রেমবন্দি যুগল।

১৪ ২৪
আমরা ক’জন। সদর স্ট্রিটে রঙের খেলার মাতলেন বিদেশিরাও।

আমরা ক’জন। সদর স্ট্রিটে রঙের খেলার মাতলেন বিদেশিরাও।

১৫ ২৪
সদর স্ট্রিটে ঘোরাফেরার ফাঁকে ফ্রেমবন্দি পরিবার।

সদর স্ট্রিটে ঘোরাফেরার ফাঁকে ফ্রেমবন্দি পরিবার।

১৬ ২৪
রঙে-রসে। সদর স্ট্রিটে এক বিদেশিনী।

রঙে-রসে। সদর স্ট্রিটে এক বিদেশিনী।

১৭ ২৪
বসন্ত উৎসবে সামিল কচিকাঁচারা।

বসন্ত উৎসবে সামিল কচিকাঁচারা।

১৮ ২৪
রঙের খেলায়... শহরের কোণে চোখে পড়ল এ রকম ছবি।

রঙের খেলায়... শহরের কোণে চোখে পড়ল এ রকম ছবি।

১৯ ২৪
রং যেন মোর মর্মে লাগে...গল্ফগ্রিনে ধুমধাম করে পালিত হচ্ছে বসন্তোৎসব।

রং যেন মোর মর্মে লাগে...গল্ফগ্রিনে ধুমধাম করে পালিত হচ্ছে বসন্তোৎসব।

২০ ২৪
শান্তিনিকেতনের আদলে শহরের অনেক জায়গাতেই নাচ-গান-উৎসবে মেতে উঠেছিল মানুষ। বাদ ছিল না ছোটরাও।

শান্তিনিকেতনের আদলে শহরের অনেক জায়গাতেই নাচ-গান-উৎসবে মেতে উঠেছিল মানুষ। বাদ ছিল না ছোটরাও।

২১ ২৪
‘রংদস্যু’। দোলের দিন গাড়ির উপর দামালদের রং-পিচকিরি নিয়ে হামলা।

‘রংদস্যু’। দোলের দিন গাড়ির উপর দামালদের রং-পিচকিরি নিয়ে হামলা।

২২ ২৪
সেই ভাবে কোনও অপ্রীতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দুপুর ১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শান্তিতেই দোল উৎসব পালিত হচ্ছে।

সেই ভাবে কোনও অপ্রীতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দুপুর ১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শান্তিতেই দোল উৎসব পালিত হচ্ছে।

২৩ ২৪
রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই ব্যারাকপুরের মণিরামপুরেও পালিত হল বসন্তোৎসব।

রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই ব্যারাকপুরের মণিরামপুরেও পালিত হল বসন্তোৎসব।

২৪ ২৪
আজ সবার রঙে রং মেশাতে। মণিরামপুরে রং খেলায় মেতেছেন বাসিন্দারা।

আজ সবার রঙে রং মেশাতে। মণিরামপুরে রং খেলায় মেতেছেন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE