Advertisement
০৭ মে ২০২৪

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কলকাতায় অনুষ্ঠান করবেন গুলাম আলি

শিবসেনার হুমকিতে পাকিস্তানের জনপ্রিয় গজল গয়ক গুলাম আলির মুম্বই এবং পুণের দু’টি অনুষ্ঠান বাতিল হওয়ায় তাঁকে কলকাতায় এসে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ১০:১৬
Share: Save:

শিবসেনার হুমকিতে পাকিস্তানের জনপ্রিয় গজল গয়ক গুলাম আলির মুম্বই এবং পুণের দু’টি অনুষ্ঠান বাতিল হওয়ায় তাঁকে কলকাতায় এসে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই আমন্ত্রণে আপ্লুত গায়ক জানালেন, কলকাতায় অবশ্যই অনুষ্ঠান করবেন তিনি। তাঁর কথায়, “আমি এখানে শুধুমাত্র ভালবাসার জন্যই এসেছিলাম। ওনার আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। অবশ্যই কলকাতায় অনুষ্ঠান করব।”

সেনা-হুমকিতে গায়কের অনুষ্ঠান বাতিল হওয়ার পর বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘‘সঙ্গীতের কোনও সীমান্ত হয় না। গুলাম আলিজির অনুষ্ঠান কলকাতাতেও হতে পারে। আমরা সব ব্যবস্থা করব।’’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও একই আমন্ত্রণ জানিয়েছিলেন গায়ককে। দিল্লির পর্যটনমন্ত্রী বলেছিলেন, ‘‘সঙ্গীতের কোনও সীমানা হয় না। গুলাম আলি দিল্লিতে অনুষ্ঠান করুন। রাজ্য সরকার পাশে থাকবে।’’ তিনি কলকাতায় অনুষ্ঠান করতে চান কি না গায়ককে জীজ্ঞাসা করায় তিনি জানিয়েছিলেন, সুযোগ পেলে অবশ্যই কলকাতায় অনুষ্ঠান করবেন তিনি। এ বিষয়ে পুরনো এক ঘটনার কথা জানিয়ে গায়ক বলেন, “বছর ১৫ আগে মুম্বইতেই আমার একটি অনুষ্ঠান বাতিল হয়েছিল। সম্ভবত পাস বিলির ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল। সেই ঘটনার কিছু দিন পরেই কলকাতায় গিয়ে অনুষ্ঠান করেছিলাম।” মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ প্রসঙ্গে গায়কের বক্তব্য, “মমতাজির আমন্ত্রণ আমি মনে রাখব। এ বারে পাকিস্তানে ফিরে গেলেও কলকাতায় ফিরে এসে অনুষ্ঠান করবই।” পাশাপাশি দিল্লি সরকারের আমন্ত্রণও গ্রহণ করেছেন শিল্পী। সেখানেও একটি অনুষ্ঠান করার কথা জানিয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরও খবর
মুখ পুড়ছে বুঝে শিবসেনার নিন্দায় বিজেপিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE