Advertisement
১১ মে ২০২৪

অন্তর্ঘাত কি না, তদন্তে সিআইডি

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আগুন লাগার ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ নবান্ন। তাই স্বাস্থ্য দফতরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হলেও এই ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না — তা খতিয়ে দেখার ভার দেওয়া হয়েছে সিআইডি-কে।

আতঙ্কের হাসপাতাল। তাড়াহুড়োতে নামাতে গিয়ে স্ট্রেচার থেকে পড়ে গেলেন রোগী। ছবি: গৌতম প্রামাণিক।

আতঙ্কের হাসপাতাল। তাড়াহুড়োতে নামাতে গিয়ে স্ট্রেচার থেকে পড়ে গেলেন রোগী। ছবি: গৌতম প্রামাণিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০৩:৩২
Share: Save:

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আগুন লাগার ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ নবান্ন। তাই স্বাস্থ্য দফতরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হলেও এই ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না — তা খতিয়ে দেখার ভার দেওয়া হয়েছে সিআইডি-কে।

শনিবার দুপুরে আগুন লাগার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ঘাতের ইঙ্গিত দিয়ে বলেন, ‘‘উচ্চ পর্যায়ের তদন্ত হবে। এটি নিছক দুর্ঘটনা না অন্য কিছু— তা দেখা হবে।’’ বিকেলে স্বরাষ্ট্রসচিব মলয় দে বলেন, ‘‘স্বাস্থ্যসচিবকে মাথায় রেখে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়া হয়েছে। যারা আগুন লাগার কারণ খতিয়ে দেখে প্রতিরোধের বন্দোবস্ত সুপারিশ করবে। আর সিআইডি দেখবে অন্তর্ঘাতের সম্ভাবনা’’

নবান্নের খবর, সিআইডি এবং স্বাস্থ্য দফতরকে চার দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর অর্থ, বুধবারের মধ্যেই দু’টি রিপোর্ট জমা পড়ে যাওয়ার কথা। স্বাস্থ্য দফতরের মন্ত্রী যে হেতু মুখ্যমন্ত্রীই, তাই উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট জমা পড়বে তাঁর কাছে। আর সিআইডি রিপোর্ট দেবে স্বরাষ্ট্রসচিব মলয় দে-কে।

স্বাস্থ্য-কমিটিতে স্বাস্থ্যসচিব রাজেন্দ্র শুক্লর সঙ্গে থাকবেন কয়েকটি দফতরের সচিব। ওই হাসপাতালে অগ্নিবিধি কতটা মানা হতো, অগ্নিকাণ্ড প্রতিরোধে যথাযথ ব্যবস্থা ছিল কি না, খতিয়ে দেখবে এই কমিটি। দোতলার যে ভিআইপি কেবিনের এসি থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে তার রক্ষণাবেক্ষণ, রোগীদের সরিয়ে নেওয়ার সময় ধাক্কাধাক্কি ও অব্যবস্থা কেন হল, কমিটির তদন্তে তা-ও উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CID internal conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE