Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কলকাতা পুরভোটে মন্ত্রীরা প্রার্থী নন, সিদ্ধান্ত তৃণমূলে

রাজ্যের কোনও মন্ত্রী এ বার কলকাতা পুরভোটে প্রার্থী হবেন না। তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই তত্ত্বে এ বার রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শশী পাঁজা পুরভোটে দাঁড়াবেন না। বর্তমানে যাঁরা তৃণমূলের কাউন্সিলর তাঁদের প্রায় সিংহভাগই আবার প্রার্থী হচ্ছেন। যদিও জনা পাঁচেক বর্তমান কাউন্সিলরকে এ বার প্রার্থী করা হচ্ছে না বলে দলীয় সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০২:৩১
Share: Save:

রাজ্যের কোনও মন্ত্রী এ বার কলকাতা পুরভোটে প্রার্থী হবেন না। তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই তত্ত্বে এ বার রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শশী পাঁজা পুরভোটে দাঁড়াবেন না। বর্তমানে যাঁরা তৃণমূলের কাউন্সিলর তাঁদের প্রায় সিংহভাগই আবার প্রার্থী হচ্ছেন। যদিও জনা পাঁচেক বর্তমান কাউন্সিলরকে এ বার প্রার্থী করা হচ্ছে না বলে দলীয় সূত্রের খবর। তৃণমূলের এক নেতার কথায়, প্রার্থী পদ থেকে বাদ হওয়ার তালিকায় থাকতে পারেন অনিল মুখোপাধ্যায়, মালা মহলানবিশ, গুলজার জিয়া এবং ব্রজেন্দ্রকুমার বসুদের নাম। প্রার্থী করা হচ্ছে না গার্ডেনরিচ কাণ্ডে নাম জড়ানো ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ ইকবালকেও।

দলীয় সূত্রের খবর, মন্ত্রী ফিরহাদ হাকিমের স্ত্রীকে এ বার প্রার্থী করা হতে পারে। সে ক্ষেত্রে ফিরহাদের বর্তমান ওয়ার্ড ৮২ নম্বরের পরিবর্তে অন্য ওয়ার্ডে প্রার্থী হতে পারেন তাঁর স্ত্রী। ২৬ নম্বর ওয়ার্ডে শশী পাঁজার জায়গায় তৃণমূলের প্রার্থী হতে পারেন সদ্য অবসরপ্রাপ্ত পুরসভার এক অফিসার। গত বার তাঁর জেতা ওয়ার্ড ২৮ নম্বর থেকে ডেপুটি মেয়র ফরজানা আলমকে সরানো হতে পারে। আসন্ন পুরভোটে ফরজানা ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হতে পারেন। ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আরএসপি-র সুশীল শর্মা। এ বার ওই ওয়ার্ডটি মহিলা হিসেবে সংরক্ষিত হওয়ায় তিনিও দাঁড়াতে পারবেন না। রাজাবাজার এলাকায় ২৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। তৃণমূলের এক শীর্ষ নেতা জানান, এখনও পর্যন্ত ঠিক আছে আগামী রবিবার কলকাতা পুরভোটে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এ বার কলকাতা পুরভোটে মোট ওয়ার্ড ১৪৪টি। আগে ছিল ১৪১। জোকা ১ এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কলকাতা পুরসভার অধীনে আসায় আরও তিনটি ওয়ার্ড বেড়েছে। পুরসভা সূত্রের খবর, ২০১৫ সালে কলকাতা পুরভোটে ৪, ৩০, ৪৬, ৭৯, ৮৬, ১১৪, ১২৪ এবং ১৪৪ নম্বর ওয়ার্ড তপসিলির জন্য সংরক্ষিত হচ্ছে। এর মধ্যে ৩০, ৮৬ এবং ১৪৪ তফসিলি মহিলা। সাধারণ মহিলা সংরক্ষিত হচ্ছে ৪৪টি। সংরক্ষণের কোপে এ বার বর্তমান পুরবোর্ডের তিন মেয়র পারিষদের ওয়ার্ড তফসিল ও মহিলা সংরক্ষিত হয়েছে। এঁরা হলেন, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বস্তি দফতরের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, ৬৮ নম্বরের কাউন্সিলর মেয়র পারিষদ রাজীব দেব এবং ৯৭ নম্বরের কাউন্সিলর জঞ্জাল অপসারণ দফতরের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। রাজীববাবু অসুস্থ থাকায় তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর অতি পরিচিত এক মহিলাকে প্রার্থী করা হচ্ছে। স্বপনবাবুকে ৫৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হবে। ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শম্ভুনাথ কাউ এখন জেলবন্দি। দেবব্রতবাবুকে এ বার ৯৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হবে বলে দলীয় সূত্রের খবর। তাঁর বর্তমান ওয়ার্ডে প্রার্থী হতে পারেন ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, ৮৮ নম্বর ওয়ার্ডে এ বার কংগ্রেস প্রার্থী তথা দীর্ঘদিনের কাউন্সিলর মালা রায়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হতে পারেন রাজ্য বিধানসভায় সরকারি মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্রবধূ। ভবানীপুর এলাকায় আরও একটি ওয়ার্ডে প্রার্থী হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর ভাই। বুধবারই পুরভোটে দলের খসড়া প্রার্থী তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। তাঁর অনুমোদনের পরই সব কিছু চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE