Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অপর্ণা বাগ হত্যা মামলায় তৃণমূল নেতা-সহ ১১ জনকে ফাঁসির সাজা

জমি দখলকে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণগঞ্জে গৃহবধূ খুনের মামলায় তৃণমূল নেতা-সহ ১১ জনকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (৩) পার্থসারথী মুখোপাধ্যায় এই রায় দিয়েছেন।

পুলিশি ঘেরাটোপে তৃণমূল নেতা লঙ্কেশর ঘোষ। ছবি: সুদীপ ভট্টাচার্য।

পুলিশি ঘেরাটোপে তৃণমূল নেতা লঙ্কেশর ঘোষ। ছবি: সুদীপ ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১২
Share: Save:

জমি দখলকে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণগঞ্জে গৃহবধূ খুনের মামলায় তৃণমূল নেতা-সহ ১১ জনকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (৩) পার্থসারথী মুখোপাধ্যায় এই রায় দিয়েছেন।

২০১৪ সালের ২৩ নভেম্বরের একটি ঘটনার প্রেক্ষিতে ১১ জনকে মৃত্যুদণ্ডের এই রায় দিয়েছে আদালত। কৃষ্ণগঞ্জের ঘুঘরোগাছি গ্রামে প্রায় ২২ বিঘা বিতর্কিত জমির দখল ঘিরে ঘটনাটি ঘটে। ঘুঘরোগাছির ৫৪ জন কৃষক জমিটি চাষ করতেন। তৃণমূল নেতা লঙ্কেশ্বর ঘোষ দলবল নিয়ে সেই জমি দখলের চেষ্টা করেন। ২০১৪ সালের ২৩ নভেম্বর ট্রাক্টর নিয়ে ওই বিতর্কিত জমিতে নেমে ফসল নষ্টের চেষ্টা করছিল লঙ্কেশ্বর ঘোষের বাহিনী। কৃষকরা বাধা দিতে এলে ব্যাপক বোমাবাজি শুরু হয়। লঙ্কেশ্বরের বাহিনী তাদের লক্ষ্য করে গুলিও চালায়। গুলি খেয়ে নিজের জমিতেই লুটিয়ে পড়েন অপর্ণা বাগ নামে কৃষক পরিবারের এক মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেপরোয়া গুলি-বোমায় জখম হন আরও দুই মহিলা ও এক ছাত্র।

আরও পড়ুন:

ক্লাব খয়রাতির ঠেলায় স্কুলের খেলায় কোপ

তৃণমূল নেতা লঙ্কেশ্বর ঘোষ-সহ ১২ জনের নামে অভিযোগ দায়ের হয়। ১১ জন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছিল। মানবেশ্বর বিশ্বাস নামে এক অভিযুক্ত পলাতক।

কৃষ্ণনগর আদালত বৃহস্পতিবার সব অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেছে। ১১ জনকেই ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এক সঙ্গে ১১ জনকে ফাঁসি দেওয়ার রায় ভারতে বিরল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE