Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ক্যাবিনেটে গুরুত্ব কমল গৌতম, ব্রাত্য, জাভেদ, অরূপের, প্রশংসিত বালু

সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, তাঁর ক্যাবিনেটে কে কোন দফতর পাচ্ছেন। বড় কোনও রদবদল নেই। তবে গৌতম দেব, ব্রাত্য বসু, জাভেদ খান এবং অরূপ রায়ের গুরুত্ব কমানো হল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে পর্যটনে পাঠিয়ে দেওয়া হল গৌতমকে। পর্যটন মন্ত্রী আগে ছিলেন ব্রাত্য বসু। এ বার তাঁকে দেওয়া হল তথ্য-প্রযুক্তি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ১৫:৫৫
Share: Save:

সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, তাঁর ক্যাবিনেটে কে কোন দফতর পাচ্ছেন। বড় কোনও রদবদল নেই। তবে গৌতম দেব, ব্রাত্য বসু, জাভেদ খান এবং অরূপ রায়ের গুরুত্ব কমানো হল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে পর্যটনে পাঠিয়ে দেওয়া হল গৌতমকে। পর্যটন মন্ত্রী আগে ছিলেন ব্রাত্য বসু। এ বার তাঁকে দেওয়া হল তথ্য-প্রযুক্তি। জাভেদ খানের হাত থেকে দমকল ও আপৎকালীন বিভাগ কেড়ে নিয়ে দেওয়া হল শোভন চট্টোপাধ্যায়কে। অরূপ রায় খুইয়েছেন তাঁর এত দিনের দফতর কৃষি বিপণন। তাঁকে দেওয়া হয়েছে সমবায় দফতর। মলয় ঘটকের গুরুত্ব বেড়েছে। শ্রম দফতরের পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে আইন দফতরও। খাদ্যমন্ত্রী হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিকের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।

• শ্যামল সাঁতারা- পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি (প্রতিমন্ত্রী)।

• বিনয়কৃষ্ণ বর্মন- বন।

• গিয়াসুদ্দিন মোল্লা- সংখ্যালঘু উন্নয়ন (প্রতিমন্ত্রী)।

• চন্দ্রনাথ সিংহ- মৎস্য।

• স্বপন দেবনাথ- ক্ষুদ্র শিল্প, ভূমি ও ভূমি সংস্কার (প্রতিমন্ত্রী)।

• শান্তিরাম মাহাতো- পশ্চিমাঞ্চল উন্নয়ন।

• তপন দাশগুপ্ত- কৃষি বিপণন।

• সন্ধ্যারানি টুডু- অনগ্রসর শ্রেণি কল্যাণ (প্রতিমন্ত্রী)।

• জাকির হোসেন- শ্রম (প্রতিমন্ত্রী)।

• জেমস কুজুর- আদিবাসী উন্নয়ন।

• আশিস বন্দ্যোপাধ্যায়- জৈব-প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিকল্পনা।

• অসীমা পাত্র- কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ।

• বাচ্চু হাঁসদা- উত্তরবঙ্গ উন্নয়ন (প্রতিমন্ত্রী)।

• রাজীব বন্দ্যোপাধ্যায়- সেচ।

• মন্টুরাম পাখিরা- সুন্দরবন উন্নয়ন।

• মলয় ঘটক- শ্রম।

• গুলাম রব্বানি- পর্যটন (প্রতিমন্ত্রী)।

• অরূপ রায়- সমবায়।

• সৌমেন মহাপাত্র- জলসম্পদ উন্নয়ন।

• সিদ্দিকুল্লা চৌধুরী- জনশিক্ষা প্রসার ও গ্রান্থাগার।

• পূর্ণেন্দু বসু- কৃষি।

• লক্ষ্মীরতন শুক্ল- ক্রীড়া (প্রতিমন্ত্রী)।

• ইন্দ্রনীল সেন- তথ্য ও সংস্কৃতি (প্রতিমন্ত্রী)।

• জাভেদ খান- অসামরিক প্রতিরক্ষা।

• ব্রাত্য বসু- তথ্য-প্রযুক্তি।

• শশী পাঁজা- শিশু, নারী ও সমাজকল্যাণ।

• রবীন্দ্রনাথ ঘোষ- উত্তরবঙ্গ উন্নয়ন।

• অবনী জোয়ারদার- কারা প্রশাসন, উদ্বাস্তু পুনর্বাসন।

• সাধন পাণ্ডে- ক্রেতাসুরক্ষা।

• রেজ্জাক মোল্লা- খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন।

• শুভেন্দু অধিকারী- পরিবহণ।

• জ্যোতিপ্রিয় মল্লিক- খাদ্য ও সরবরাহ

• শোভন চট্টোপাধ্যায়- দমকল, পরিবেশ, আবাসন।

• গৌতম দেব- পর্যটন।

• অরূপ বিশ্বাস- পূর্ত, ক্রীড়া, যুবকল্যাণ।

• ফিরহাদ হাকিম- পুর ও নগরোন্নয়ন।

• শোভনদেব চট্টোপাধ্যায়- বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি।

• সুব্রত মুখোপাধ্যায়- পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি।

• পার্থ চট্টোপাধ্যায়- শিক্ষা।

• অমিত মিত্র- অর্থ, শিল্প।

• মমতা বন্দ্যোপাধ্যায়- স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু উন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার, পার্বত্য বিষয়ক।

• কোন মন্ত্রী কোন দফতর পাচ্ছেন, ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• রাজ্যের সমস্ত মানুষের জন্য জীবনযাত্রার মানে উৎকর্ষ আনাই সরকারের লক্ষ্য।

• রাজ্যের সার্বিক উন্নয়নে জোর দেবে নতুন মন্ত্রিসভা, বিশেষ জোর পিছিয়ে থাকা ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নে, গ্রামোন্নয়নে। তফসিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘউ উন্নয়নে বিশেষ নজর থাকবে সরকারের।

• উন্নয়নের লক্ষ্যে এগোবে সরকার। স্বাস্থ্য, শিক্ষা, সংখ্যালঘু উন্নয়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE