Advertisement
০৮ মে ২০২৪

সাবস্টেশন কম, মানছেন মন্ত্রী

বিদ্যুৎ দফতরের অভিযোগ, জমির সমস্যায় অনেক ক্ষেত্রে সাবস্টেশন নির্মাণের কাজ পিছিয়ে যাচ্ছে। কোথাও বা বাসিন্দাদের আপত্তিতে টাওয়ার বসানো যাচ্ছে না। ফলে অনেক জেলায় লো-ভোল্টেজ সমস্যা দ্রুত মেটানো যাচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১১:৪০
Share: Save:

বিদ্যুৎ পৌঁছেছে। কিন্তু অনেক এলাকাতেই আলো জ্বলছে টিমটিম করে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ আছে। বুধবার প্রসঙ্গটি উঠল বিধানসভায়। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেনে নিলেন, লো ভোল্টেজের জন্যই আলো টিমটিমে এবং পর্যাপ্ত সাবস্টেশনের অভাবই লো ভোল্টেজের অন্যতম কারণ।

কংগ্রেস বিধায়ক অসিত মিত্র এ দিন বিধানসভায় জানতে চান, লো ভোল্টেজের কারণ কি শুধুই সাবস্টেশন?

শোভনদেববাবু বলেন, ‘‘অনেক কারণ আছে। তবে সাবস্টেশন একটা বড় কারণ। তারের দূরত্ব যত কমবে, ততই কমবে লো ভোল্টেজের সমস্যা।’’ মন্ত্রী জানান, লো ভোল্টেজ বন্ধ করতে গত এক বছরে ২৫টি ৩৩/১১ কেভি এবং সাতটি নতুন উচ্চ ক্ষমতার সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। আগামী দু’বছরে আরও ২১৫টি ৩৩/১১ কেভি এবং ১২টি সাবস্টেশন তৈরি করা হবে।

বিদ্যুৎ দফতরের অভিযোগ, জমির সমস্যায় অনেক ক্ষেত্রে সাবস্টেশন নির্মাণের কাজ পিছিয়ে যাচ্ছে। কোথাও বা বাসিন্দাদের আপত্তিতে টাওয়ার বসানো যাচ্ছে না। ফলে অনেক জেলায় লো-ভোল্টেজ সমস্যা দ্রুত মেটানো যাচ্ছে না। বিদ্যুৎমন্ত্রী এ দিন বিধানসভায় জানান, সোনাখালিতে সাবস্টেশন নির্মাণের কাজ হচ্ছে। কিন্তু কোথাও কোথাও টাওয়ারের জন্য ভীষণ সমস্যা হচ্ছে। তবে রাজ্য সরকার কোনও রকম বলপ্রয়োগ করবে না। আইন মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE