Advertisement
০২ মে ২০২৪

ফোনে আড়ি পাতা! মামলার পথে মুকুল

ফোনে আড়ি পাতার বিষয়টিকে চূড়ান্ত অগণতান্ত্রিক এবং ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলছেন মুকুল।

মুকুল রায়।

মুকুল রায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০২:৩০
Share: Save:

ঘনিষ্ঠ মহলে কিছু দিন ধরেই বলছিলেন। বিজেপি-তে যোগ দিয়ে এ বার প্রকাশ্যেই মুকুল রায় অভিযোগ তুললেন, তাঁর চারটি ফোনের সব ক’টিতেই আড়ি পাতছে রাজ্য সরকার। এ ব্যাপারে তদন্তের আর্জি জানাতে আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই পর্বেও আমার ফোনে আড়ি পাতা হয়নি।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় আজ জেরার মুখে ঋতব্রত

এ রাজ্যের মন্ত্রীদের জিজ্ঞাসা করুন। তাঁরা প্রকাশ্যে না বললেও আড়ালে স্বীকার করবেন, তাঁদের সকলেরই ফোনে আড়ি পাতে সরকার।’’ ফোনে আড়ি পাতার বিষয়টিকে চূড়ান্ত অগণতান্ত্রিক এবং ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলছেন মুকুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE