Advertisement
০৭ মে ২০২৪

বাড়তি ছাত্র নিলেই ব্যবস্থা

কলেজে আসন ঠিক কত, তা না-জানালে পরিদর্শকদল পাঠাবে কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সিন্ডিকেটে এই সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন কলেজে অতিরিক্ত ছাত্র ভর্তি চলতে থাকায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ।

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০৩:১০
Share: Save:

কলেজে আসন ঠিক কত, তা না-জানালে পরিদর্শকদল পাঠাবে কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সিন্ডিকেটে এই সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন কলেজে অতিরিক্ত ছাত্র ভর্তি চলতে থাকায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয় এটা বন্ধ না-করলে উচ্চশিক্ষা দফতরই ব্যবস্থা নেবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। এই পরিপ্রেক্ষিতেই তৎপর হয়েছে বিশ্ববিদ্যালয়। এ দিকে, বিশ্ববিদ্যালয়ে তছরুপের ঘটনায় বরখাস্ত ফিনান্স অফিসার হরিসাধন ঘোষের বিরুদ্ধে যে-আধিকারিক সাক্ষী দিয়েছিলেন, বেশ কয়েক জনকে টপকে সিন্ডিকেট তাঁর পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ। উপাচার্য আশুতোষ ঘোষ এই বিষয়ে মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE