Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দলে আসছেন মুকুল? জানে না রাজ্য বিজেপি

শনিবার দুপুরে আরএসএসের দু’দিনের কার্যকর্তার বৈঠক শেষ হওয়ার পরে শিলিগুড়ির সেবক রোডের ভবনে পদ্ম-রাজনীতির ‘ভিভিআইপি’দের ভিড়। রাহুলবাবু এবং বর্তমান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পৃথক ভাবে সাংবাদিক বৈঠক করলেন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৩:২৭
Share: Save:

ছ’মাসের ব্যবধান। মুকুল রায় দলে আসতে চেয়ে যোগাযোগ করলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন বলে গত এপ্রিলে দাবি করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। শনিবার দুপুরে রাহুলবাবুর মন্তব্য, ‘‘মুকুল রায় দলে যোগ দিলে খারাপ নয়, ভালই হবে।’’ যদিও দিনের শেষে মুকুলবাবুর পদ্মফুলের ঝান্ডা ধরা কতটা সময়ের অপেক্ষা, আর শুধুই জল্পনা, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।

শনিবার দুপুরে আরএসএসের দু’দিনের কার্যকর্তার বৈঠক শেষ হওয়ার পরে শিলিগুড়ির সেবক রোডের ভবনে পদ্ম-রাজনীতির ‘ভিভিআইপি’দের ভিড়। রাহুলবাবু এবং বর্তমান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পৃথক ভাবে সাংবাদিক বৈঠক করলেন। বিজেপির একগুচ্ছ রাজ্য নেতা উপস্থিত ভবন চত্বরে। তাঁদের ঘিরে নানা জটলা। আর সব জটলাতেই ঘুরেফিরে চর্চা সেই মুকুল রায়কে ঘিরে।

এই চর্চার পিছনে ইন্ধন জুগিয়েছে মুকুলের নামে ফ্লেক্স। বিভিন্ন শহরে রাতারাতি এমন ফ্লেক্সে ভরে গিয়েছে রাস্তা। কিন্তু যাঁরা ফ্লেক্স লাগিয়েছেন, তাঁদের কাউকেই দেখা যায়নি। বিজেপির নেতা-কর্মীদের প্রশ্ন, মুকুলবাবু দলে যোগ দিলে ফ্লেক্স লাগানো ‘চলমান অশরীরী’রা কি সামনে আসবেন?

গত শুক্রবার শিলিগুড়িতে এসে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছিলেন, মুকুলবাবু দলে যোগ দেবে কি না, তা স্থির করবেন রাজ্য নেতৃত্বই। যদিও রাজ্য নেতৃত্ব এখনও এ বিষয়ে পুরোপুরি অন্ধকারে। শনিবারেও দলের রাজ্য সভাপতি দিলীপবাবু বলেন, ‘‘মুকুলবাবু দলে আসবেন কিনা, সেটাই তো আগে আমাদের জানাতে হবে। আমরা এখনও এ বিষয়ে কিছু জানি না।’’ মুকুল-অনুগামীদের দাবি, শনিবারই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে মুকুল রায়ের বৈঠক হয়েছে। মুকুলবাবু কবে বিজেপিতে যোগ দেবেন, তা আজ রবিবারের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এ দিন রাহুলবাবুও বলেন, ‘‘মুকুলকে দলে নেওয়া হবে কিনা, তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বও মতামত জানাবেন। একটা প্রক্রিয়ার পরেই এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’’

বিজেপির প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য থেকে বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুরা এ দিন সেবক রোডের ভবনে উপস্থিত ছিলেন। তাঁদের অনেকেই মুকুল প্রসঙ্গে মুখ খুলতে চাননি। তবে দলের এক রাজ্য নেতার কথায়, ‘‘দীর্ঘদিন ধরে যাঁরা দলটা (বিজেপি) করছেন, তাঁদের অনেকেরই মুকুলকে অপছন্দ। এই বিষয়টি দিল্লির নেতারা জানেন, আগামীতে কী হবে তা-ও দিল্লিই জানে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE