Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুলিশ ও প্রশাসনের অপসারিত ৩০ জনকে ফেরালেন মমতা

ভোট চলার সময়েই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, ফিরিয়ে আনবেন।আর শপথ নেওয়ার আগেই প্রমাণ করে দিলেন, নির্বাচন কমিশনের ফতোয়া শুধুই ভোটের সময়ের জন্য। সাময়িক। বাকি সময়টা তাঁর। তাঁর কথাতেই সব কিছু চলে। চলবে। অন্য কারও কথায় রেয়াত করার বান্দা নন মমতা বন্দ্যোপাধ্যায়।দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই ভোটের সময় যে যে পুলিশ অফিসার আর প্রশাসনিক কর্তাদের অপসারণ করা হয়েছিল, কালক্ষেপ না করেই তাঁদের ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ২০:২৭
Share: Save:

ভোট চলার সময়েই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, ফিরিয়ে আনবেন।

আর শপথ নেওয়ার আগেই প্রমাণ করে দিলেন, নির্বাচন কমিশনের ফতোয়া শুধুই ভোটের সময়ের জন্য। সাময়িক। বাকি সময়টা তাঁর। তাঁর কথাতেই সব কিছু চলে। চলবে। অন্য কারও কথায় রেয়াত করার বান্দা নন মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই ভোটের সময় যে যে পুলিশ অফিসার আর প্রশাসনিক কর্তাদের অপসারণ করা হয়েছিল, কালক্ষেপ না করেই তাঁদের ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের সময় যাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, সেই রাজীব কুমারকে আগেই কলকাতার পুলিশ কমিশনার পদে ফিরিয়ে আনা হয়েছিল। আর আজ, বুধবার অপসারিত ১৬ জন পুলিশ অফিসার আর ১৪ জন আমলাকে একই সঙ্গে পুনর্বহাল করলেন মমতা। আজই তাঁদের পুনর্বহালের সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্য প্রশাসনের সদর দফতর ‘নবান্ন’ থেকে।

আরও পড়ুন- অশোক রুদ্র অপসারিত, টিএমসিপি’র নতুন সভানেত্রী জয়া দত্ত

ভোটের সময় অপসারিত পুলিশ অফিসারদের মধ্যে আজ যে ১৬ জনকে পুনর্বহাল করা হল, তাঁদের মধ্যে রয়েছেন ভারতী ঘোষ, অর্ণব ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কুণাল অগ্রবালের মতো পুলিশ কর্তারা। রাজ্য পুলিশের সিআইডি-র এসএস কুণাল অগ্রবালকে পুনর্বহাল করা হল বর্ধমানের পুলিশ সুপার পদে। রাজ্য পুলিশের সিআইডি-র আরেক এসএস ভারতী ঘোষ পুনর্বহাল হলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে, আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় হলেন মালদহের পুলিশ সুপার, অর্ণব ঘোষ ফিরলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার পদে। কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) হলেন ভাস্কর মুখোপাধ্যায়, পুলিশ সুপার হিসেবে রাজ্য পুলিশে গেলেন আইপিএস ধ্রুবজ্যোতি দে ও রশিদ মুনির খান। রাজ্য পুলিশের সিআইডি-র এসএস হলেন সৈয়দ ওয়াকার রেজা ও সব্যসাচী রমন মিশ্র। বীরভূম ও উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার পদে ফিরলেন যথাক্রমে মুকেশ ও তন্ময় রায়চৌধুরী। শিলিগুড়ির এসআরপি হলেন আন্নাপ্পা ই। কলকাতা পুলিশের এসএসডি (যাদবপুর ডিভিশন)-র ডিসি হলেন বদনা বরুণ চন্দ্র শেখর। দুই আইপিএস সন্তোষ পাণ্ডে ও সুমনজিৎ রায় হলেন রাজ্য পুলিশের পুলিশ সুপার। কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডিসি হলেন গৌরব শর্মা।

পুনর্বহাল করা হল আইএএস সঞ্জীব চোপড়া, অজিত রঞ্জন বর্ধন, বরুণ কুমার রায়, রবি ইন্দর সিংহ, সুরেন্দ্র গুপ্তা, এনএস নিগম, মনমিত কৌর নন্দা, পি বি সেলিম, অবনীন্দ্র সিংহ, শেখর দত্ত, দিব্যেন্দু সরকার, স্মিতা পাণ্ডে, অন্তরা আচার্য ও রেশমী কমল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sacked IPS, IAS's Reinstated in WB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE