Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আহতের মৃত্যুতে শোক পাহাড়ে

নির্বিরোধী নর্দেন তাঁর প্রতিবেশীদেরও প্রিয় ছিলেন। তাঁকে দেখতে তাঁর এক পড়শি ৩৫ কিলোমিটার হেঁটে ১০ ঘণ্টা পাড়ি দিয়ে শিলিগুড়িতে চলে এসেছিলেন। বন্‌ধ চলতে থাকায় গত সপ্তাহে তিনি প্রথমে শিলিগুড়িতে আসার উপায় খুঁজে পাননি। তাই শুরুতে হেঁটে পশুপতি বাজারে যান।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৪:৫৭
Share: Save:

বন্‌ধে জেরবার হয়ে রাতের অন্ধকারে আনাজ আনতে গিয়েছিলেন এক বৃদ্ধ। কিন্তু তাঁকে দেখেই প্রশ্ন উঠে যায়, কেন তিনি মোর্চার মিছিলে যোগ দেন না? কেউ একজন তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাতও করেন। গুরুতর আহত নর্দেন লেপচা (৭৬) নামে ওই বৃদ্ধকে শিলিগুড়িতে নামিয়ে এনে চিকিৎসাও করানো হয়। লাডেন লা রোডের বাসিন্দা নর্দেনের মৃত্যু হয়েছে শনিবার রাতে।

নির্বিরোধী নর্দেন তাঁর প্রতিবেশীদেরও প্রিয় ছিলেন। তাঁকে দেখতে তাঁর এক পড়শি ৩৫ কিলোমিটার হেঁটে ১০ ঘণ্টা পাড়ি দিয়ে শিলিগুড়িতে চলে এসেছিলেন। বন্‌ধ চলতে থাকায় গত সপ্তাহে তিনি প্রথমে শিলিগুড়িতে আসার উপায় খুঁজে পাননি। তাই শুরুতে হেঁটে পশুপতি বাজারে যান। সেখান থেকে বাস আর ট্রেকার ধরে শিলিগুড়ির নার্সিংহোমে গিয়ে বৃদ্ধের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করেন। এ দিন তিনি বলেন, ‘‘নর্দেন নিরীহ মানুষ ছিলেন। মিছিলে যেতেন না বলে কারও রাগ থাকতে পারে। তা বলে রড দিয়ে মাথায় মারবে?’’

মোর্চা অবশ্য দাবি করেছে, তাঁদের কোনও কর্মী এই ঘটনায় জড়িত নন। তবে তৃণমূলের নেতাদের বক্তব্য, ‘‘মোর্চা কতটা মরিয়া গিয়েছে, এই ঘটনাই তার প্রমাণ। তাদের জোরজুলুম মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে।’’

গত ১৫ জুলাই নর্দেনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। টানা এক সপ্তাহ চিকিৎসার পরে গত শনিবার তাঁর মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ সহ আরও অনেকটা তৈরি জটিলতা হয়েছিল বলে নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তের পরে খুনের মামলাও করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

নর্দেনের প্রতিবেশীরা জানিয়েছেন, টানা বন্‌ধে পাহাড়ের মানুষের হেঁশেলে টান বাড়ছে। সে কারণেই বাধ্য হয়ে নর্দেনের মতো অনেককে বৃদ্ধ বয়সেও রাতের অন্ধকারে বৃষ্টির পাহাড় পেরিয়ে আনাজের সন্ধানে যেতে হয়। বেশিরভাগ পরিবারের বাড়িতেই চাল-মশলা-আনাজ ফুরিয়ে গিয়েছে। কখনও গভীর রাতে, কোনও দিন ভোরে আনাজের গাড়ি ঢুকেছে বলে খবর এলেই যুবক থেকে প্রবীণ সকলেই গিয়ে লাইন দিচ্ছেন। নর্দেনও বাঁধাকপির গাড়ি এসেছে শুনে ম্যালে গিয়েছিলেন। তার আগে কয়েক দিন তিনি মোর্চার মিছিলে যাননি। সে কারণেই তখন তাঁর উপরে হামলা হয় বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE