Advertisement
২৭ এপ্রিল ২০২৪
State news

মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর

তিন বন্ধু মিলে ছুটি কাটাতে গিয়েছিল মন্দারমণিতে। রবিবার সকালে সমুদ্রে স্নান করতে নেমে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে তলিয়ে যায় দুই বন্ধু। পুলিশ জানিয়েছে, মৃত দুই কিশোরই হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ১৭:৫৭
Share: Save:

তিন বন্ধু মিলে ছুটি কাটাতে গিয়েছিল মন্দারমণিতে। রবিবার সকালে সমুদ্রে স্নান করতে নেমে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে তলিয়ে যায় দুই বন্ধু। পুলিশ জানিয়েছে, মৃত দুই কিশোরই হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা। তাঁরা হলেন গোলাবাড়ির মাধবঘোষ রোডের বাসিন্দা মহেশ (১৯) এবং তাঁর বন্ধু ৩ নম্বর রামলাল মুখার্জি লেনের বাসিন্দা শ্রীভম অগ্রবাল। দু’জনেই দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশ ও শ্রীভম তাঁদের এক বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে রবিবার ভোর ৫টায় মন্দারমণিতে পৌঁছয়। সেখানকারই একটি হোটেলে উঠেছিল তারা। কয়েক ঘণ্টা হোটেলে বিশ্রাম নিয়ে সকাল সাড়ে ৮টা নাগাদ তারা সমুদ্রে স্নান করতে যায়। ওই তিন জনের সঙ্গে তাদের গাড়ির চালকও ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহেশ এবং শ্রীভম সমুদ্রে নামলেও চালক আর শ্রীভমদের অন্য বন্ধুটি সমুদ্রতটেই দাঁড়িয়েছিল। এ দিন সকাল থেকেই ঝড়ো হাওয়া বইছিল, সে কারণে সমুদ্র খুবই উত্তাল ছিল। তাই সমুদ্রে নামার সময় ওই দুই কিশোরকে স্থানীয়রা বারবার সতর্ক করেছিলেন জানিয়েছে পুলিশ। কিন্তু তাঁরা তাতে আমল না দিয়েই সমুদ্রে স্নান করতে নামেন। তার পরেই উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে তলিয়ে যায় দু’জনেই। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। প্রথমে উদ্ধার করা হয় মহেশকে। তার প্রায় তিন ঘণ্টা পরে শ্রীভমের দেহ উদ্ধার করে পুলিশ। দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘উচ্চবর্ণে’ বিয়ে করায় স্ত্রী-র সামনেই শ্বশুরের হাতে খুন জামাই!

পুলিশ অন্য বন্ধু এবং গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে। খবর দেওয়া হয়েছে মৃত দুই কিশোরের বাড়ির লোকেদেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mandarmani Death Drown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE