Advertisement
১০ মে ২০২৪

বিশ্বভারতীর সমস্যা মিটে যেতে পারে

মানবসম্পদ মন্ত্রকের কর্তাদের সঙ্গে আজ বৈঠক করে গত ১৬ মাসের আর্থিক খতিয়ান জমা দেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিভিন্ন আর্থিক বিষয়ে কেন্দ্রীয় ছাড়পত্র দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০৫:১০
Share: Save:

প্রায় দেড় বছর পরে বিশ্বভারতীর আয়-ব্যয়ের হিসেব জমা পড়ল কেন্দ্রের কাছে। এর ফলে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন দেওয়া যাবে বলে জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ ছাড়া, গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানের কর্মীদের যে পদোন্নতি আটকে রয়েছে, সেগুলি দ্রুত সেরে ফেলা যাবে বলে তাঁদের মত।

সুশান্ত দত্তগুপ্ত সরে যাওয়ার পর থেকেই স্থায়ী উপাচার্যের অভাবে ভুগছে বিশ্বভারতী। উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তিনটি নাম দিলেও, তা খারিজ করে দেন রাষ্ট্রপতি। তৈরি হয় নতুন সার্চ কমিটি। ওই কমিটির মাধ্যমে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী উপাচার্য হিসাবে সবুজকলি সেনকেই কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। দায়িত্ব নেওয়ার পর একাধিক আর্থিক বিষয় নিয়ে মানবসম্পদ মন্ত্রক ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে বৈঠক করতে দিল্লি আসেন সবুজকলি।

মানবসম্পদ মন্ত্রকের কর্তাদের সঙ্গে আজ বৈঠক করে গত ১৬ মাসের আর্থিক খতিয়ান জমা দেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিভিন্ন আর্থিক বিষয়ে কেন্দ্রীয় ছাড়পত্র দেওয়ার বিষয়েও আলোচনা হয়। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এর ফলে জমে থাকা পদোন্নতির কাজ দ্রুত শুরু হবে। কর্মী স্থায়ীকরণের কাজেও হাত দেবেন কর্তৃপক্ষ।

বিশ্বভারতীর আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী। যদিও গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠান হয়নি। বিশ্বভারতীর সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন মিশ্রের সঙ্গে আজ বৈঠক করেন সবুজকলি। সমাবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। বৈঠকে কেন্দ্রকে এ-ও জানানো হয়েছে, বিশ্বভারতীর কোর্ট কমিটিতে লোকসভার ৩ জন, রাজ্যসভার ২ জন সদস্য এবং আচার্য তথা প্রধানমন্ত্রীর এক জন প্রতিনিধি অনুপস্থিত দীর্ঘ দিন। দ্রুত পদগুলি পূরণের আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viswa-Bhararti administrative problems
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE