Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Indian Railway

২১ দফা দাবিতে বিক্ষোভ রেল কর্মীদের

রেলের বেসরকারিকরণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ তুলে গত ৮ মে থেকে শুরু হয়েছে ওই রিলে অনশন। অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন (এআইআরএফ) সূত্রে খবর, শুধু আদ্রা নয়, ২১ দফা দাবিতে দেশের প্রায় ১৬টি রেল জোনে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন রেল কর্মীরা।

গত ৮ মে থেকে রিলে অনশন শুরু করেছেন রেল কর্মীরা। নিজস্ব চিত্র।

গত ৮ মে থেকে রিলে অনশন শুরু করেছেন রেল কর্মীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মে ২০১৮ ১৮:১২
Share: Save:

সপ্তম বেতন কমিশনের সুপারিশ ও পেনশন নীতির পর্যালোচনার দাবিতে এ বার সরব হল দক্ষিণ-পূর্ব রেলওয়ে মেন্স ইউনিয়ন। একগুচ্ছ দাবি নিয়ে অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেছেন ওই দক্ষিণ-পূর্ব মেন্স ইউনিয়নের সাঁতরাগাছি ডিভিশনের কর্মী ও সদস্যেরা।

রেলের বেসরকারিকরণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ তুলে গত ৮ মে থেকে শুরু হয়েছে ওই রিলে অনশন। অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন (এআইআরএফ) সূত্রে খবর, শুধু আদ্রা নয়, ২১ দফা দাবিতে দেশের প্রায় ১৬টি রেল জোনে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন রেল কর্মীরা।

ওই রেলকর্মী সংগঠনের দাবি, সকল রেলকর্মীদের অবসরকালীন ভাতা বা পেনশন প্রক্রিয়া ফের চালু করতে হবে। এআইআরএফের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানিয়েছেন, রেলের ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করতে হবে। তা ছাড়া রেলের খালি পদে অবিলম্বে নিয়োগ ও পেনশন নীতিরও পর্যালোচনা করা দরকার বলে জানিয়েছেন তিনি। এআইআরএফ-এর যুব সদস্য আর্যবীর চক্রবর্তীর কথায়, ‘‘সারা দেশে প্রায় ১৪ লক্ষ রেলকর্মী রয়েছেন। যাঁদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কর্মী নতুন পেনশন স্কিমের আওতায় পড়েন। ওই কর্মীদের দাবি নিয়ে আগামী দিনে আরও বড় আন্দোলনে সামিল হব আমরা।’’

আরও পড়ুন:

১৪ মে পঞ্চায়েত ভোটে আর কোনও বাধা রইল না

এই গ্রামে প্রচারে নেই শাসক দল

এর আগেও একই রকম দাবিতে ধর্মঘটের ডাক দিয়েও রেলকর্তাদের আশ্বাসে তা তুলে নিয়েছিল এআইআরএফ। কিন্তু কাজ না হওয়ার ফের আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। রেল মন্ত্রকের পক্ষ থেকে কোনও পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত রেলকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE