Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কে ডি নিয়ে চুপ কেন, প্রশ্ন

নারদ-কাণ্ডের ফুটেজ নিয়ে বিরোধীদের হইচইয়ের মুখে এক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তদন্ত হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০৩:২০
Share: Save:

নারদ-কাণ্ডের ফুটেজ নিয়ে বিরোধীদের হইচইয়ের মুখে এক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তদন্ত হবে। দেখা যাবে, কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় কি না! এখন সেই কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের আদেশে হওয়ায় স্টিং অভিযানের তহবিলদারকে নিয়ে কেন নীরব মমতা, প্রশ্ন তুলল কংগ্রেস।

সিবিআইয়ের কাছে ম্যাথু স্যামুয়েলের দাবি, অভিযানের জন্য ৮০ লক্ষ টাকা তিনি পান তহলকার অন্যতম অংশীদার-মালিক কেডি সিংহের থেকে। আব্দুল মান্নান বুধবার বলেন, ‘‘কেডি সিংহের ব্যাপারে কেন কোনও বক্তব্য নেই মুখ্যমন্ত্রীর? তিনি কি ভয় পাচ্ছেন, কেডি-কে নিয়ে কিছু বললে আরও অনেক তথ্য ফাঁস হয়ে যেতে পারে?’’ কেডি-র দাবি, স্যামুয়েলের বক্তব্য ঠিক নয়। ম্যাথুর পাল্টা দাবি, কেডি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই চাপানউতোরের মধ্যে তৃণমূল তাদের রাজ্যসভা-সদস্যকে নিয়ে মুখ খোলেনি। দলের অন্দরে নেতাদের একাংশ তাঁর উপরে বেজায় ক্ষুব্ধ। বিরোধীরা চেষ্টা করছে, কেডি-প্রশ্নে তৃণমূলকে চেপে ধরতে। যেমন মান্নানের প্রশ্ন, ‘‘কেডি নিয়ে কেন ওঁরা একটা শব্দও উচ্চারণ করছেন না?’’

মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, জনগণের টাকায় সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পোড়ানোর পরেও মুখ্যমন্ত্রী কেন বলছেন দরজা খোলা আছে? তা হলে কি ওই দরজা দিয়ে বিজেপি-র সঙ্গে ফের ম্যাচ গড়াপেটার চেষ্টা করবেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

K D Singh Narada
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE