Advertisement
২৬ এপ্রিল ২০২৪
লিখছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল

বড়দিনের ফ্যাশন

সামনেই বড়়দিন। ডিমনিটাইজেশনের ধাক্কায় মানুষের টাকার টানাটানি। কিন্তু তা বলে ক্রিসমাস পার্টি তো আর বাদ দেওয়া চলে না! শীতে উষ্ণতার জাদু তো লুকিয়ে পার্টিতে! হই-হুল্লোড়, খাওয়াদাওয়া, নাচ-গান। পকেটে টান থাকলেও ছোট করে আয়োজন করে ফেলুন। বাইরে না গিয়ে পার্টির আয়োজন হোক বাড়িতে। বন্ধু-বান্ধবদের তাক লাগাতে কী ভাবে সাজবেন, তাই ভাবছেন তো? গতবারের মতো সাজলে তো চার্মটাই মাটি। তাই পার্টি প্ল্যান করার আগে এ বারের উইন্টার পার্টির ফ্যাশনের ইন থিং-গুলোয় চোখ বুলিয়ে নিন।সামনেই বড়়দিন। ডিমনিটাইজেশনের ধাক্কায় মানুষের টাকার টানাটানি। কিন্তু তা বলে ক্রিসমাস পার্টি তো আর বাদ দেওয়া চলে না! শীতে উষ্ণতার জাদু তো লুকিয়ে পার্টিতে! হই-হুল্লোড়, খাওয়াদাওয়া, নাচ-গান। পকেটে টান থাকলেও ছোট করে আয়োজন করে ফেলুন।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

ফ্যাশনে ইন স্ট্রাইপস

স্ট্রাইপস একঘেয়ে হয়ে গেছে! এমনটা ভাবলে ভুল হবে। ফ্যাশনে স্ট্রাইপস ফিরে এসেছে নতুন ভাবে। চও়ড়া বা সরু স্ট্রাইপসের চল যেমন রয়েছে তার সঙ্গে জুড়েছে মাল্টিকালারড স্ট্রাইপস। নিজেকে স্মার্ট লুক দিতে বেছে নিতে পারেন স্ট্রাইপস।

সাদার ওপর নীল স্ট্রাইপস বা সেলর স্ট্রাইপস দিয়েও স্টাইল করতে পারেন।

তবে স্ট্রাইপসে যদি মন না ভরে তা হলে বাছুন ফ্লোরাল প্রিন্ট। ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফ্রুটি প্রিন্টও ফ্যাশনে ইন। রিভিলিং পোশাকের বেশ চল হয়েছে।

পোশাক হোক হলুদ

হলুদ হল সবচেয়ে ভাইব্র্যান্ট কালার। এখন বিভিন্ন শেডসের ইয়ালো পাওয়া যায়। আপনার ড্রেসকে চুবিয়ে নিন হলুদের যে কোনও শেডস-য়ে। কমপ্লেকশন যাই হোক না কেন বেশ উজ্জ্বল দেখাবে আপনাকে। উইন্টার পার্টির কালার হিসেবে হলুদ ভাল অপশন

তবে হলুদ-য়ে ভিজতে না চাইলে ফিরে যেতে পারেন খাঁকি বা স্কিন রঙের পোশাকে। গরমে এই রং অনেকেই পরতে চান না কিন্তু শীতকালে নিশ্চিন্তে বেছে নতে পারেন।

লেমন ইয়ালো, ট্যাঞ্জারিন, র‌্যাস্পবেরি কালার-ও এখন ফ্যাশনে ইন

পোশাকে থাকুক উষ্ণতা

গাউন বা স্কার্ট শুধু নয় শাড়ির সঙ্গে স্লিট ব্লাউজ পরতে পারেন। টপ-বা ফুল স্লিভস স্লিট ব্লাউজে হয়ে উঠতে পারেন পার্টি ট্রেন্ডি।

অফ শোল্ডার টপ-য়ে নজর কাড়তে পারেন পার্টিতে।

শোল্ডার কাট আউট-ও খুব চলছে। এক হাতে বা দু হাতে শোল্ডার কাট আউট ড্রেস এখন বেশ ইন

ক্রপ টপ বা স্লিভলেস টপ-য়ের ওপর জড়িয়ে নিতে পারেন শ্রাগ

সাদা শার্ট ড্রেস-য়ের ইদানীং বেশ চলছে

শীত-পার্টিতে নিজেকে সাজাতে পারেন হাই স্লিট গাউনে। অফ শোল্ডার বা কাট আউট শোল্ডারের সঙ্গে টিম আপ করুন হাই স্লিট স্কার্ট

হিপিদের মতো বা রকস্টারদের মতো গ্রাঞ্জ লুক ফ্যাশনে ইন

স্পোর্টি ওয়্যার এখন পার্টি ওয়্যার হয়ে উঠেছে। ট্রাক প্যান্ট বা জার্সি পরেও ঘুরে আসতে পারেন নাইট পার্টি চল হয়েছে কেপ-য়ের তবে শীতের কথা ভেবে মোটা ফ্র্যাবিক বাছুন

অ্যাকসেসারিজ

শুধু ফ্র্যাবিকে নজর দিলেই হবে না। সঠিক অ্যাকসেসারিজ জরুরি। না হলে আউটফিটের স্মার্টনেস হারিয়ে যাবে

গাউন পরলে মাথায় দিন মানটিকা (চলতি কথায় টিকলি)। অবশ্যই ওয়েস্টার্ন স্টাইলের।

হেয়ারব্যান্ড এখন আর সেকেলে নয়। দারুণ ভাবে ফ্যাশনে ইন। সিকোয়েন্স দেওয়া বা জারদৌসি প্যাটার্নের হেয়ারব্যান্ড বা ফ্লোরাল ব্যান্ড পরুন কানে পরুন ছোট দুল হাতে থাকুক ককটেল রিং মানটিকা পরতে মন না চাইলে গলায় পরুন স্টেটমেন্ট নেকলেস(বড় নেকলেস) হাতে থাকুক ককটেল রিং অথবা শোল্ডার ডাস্টার ইয়াররিং পরতে পারেন। হাতে ককটেল রিং দিয়ে ‘বন্দিশ’ করুন

‘পাতলি কোমর’

চোখ, চুল, ঠোঁটের মতো স্টাইল স্টেটমেন্ট এখন ‘পাতলি কোমর’। দীপিকা পাড়ুকোন বা প্রিয়ঙ্কা চোপড়়ার মতো কোমর হলে শো-অফ করতে ভুলবেন না। কিন্তু কী ভাবে?

স্রেফ একটা সিকোয়েন্স দেওয়া বেল্ট পরে নিন।

লং ড্রেস পরলে কোমরের কাছটায় ইলাস্টিক বসিয়ে নিতে পারেন।

গোটা সাজের সঙ্গে তাল রেখে পায়ের দিকে নজর দিতে ভুলবেন না। বুটস, প্ল্যাটফর্ম হিল বা হাই হিল পরতে পারেন। এক পায়ে নুপুর পরাটাও এখনও ট্রেন্ড। বুটস পরলে, পায়ের সঙ্গী হোক অ্যাঙ্কলেট।

পার্টি ড্রেস হোক স্রেফ শাড়ি

ওয়েস্টার্ন আউটফিটে স্বচ্ছন্দ না হলে স্রেফ শাড়ি আপনার স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠতে পারে। বদলে নিতে পারেন ড্রেপিংটা। ড্রেপিং-য়ের নানান স্টাইল ইন্টারনেট সার্চ করলেই পেয়ে যাবেন।

উইন্টার মানে শিফন বা জর্জেট তো আছেই। নৈশ পার্টিতে বেছে নিতে পারেন পশমিনা পোলো নেক সিঙ্গল কালার সোয়েটারের সঙ্গে পরে ফেলুন শাড়ি

যদি নর্মাল ব্লাউজ দিয়ে শাড়ি তা হলে স্টাইল করুন ওভারসাইজ লং কোট দিয়ে। শাড়ির ওপর জড়িয়ে নিতে পারেন জ্যাকেটও

অ্যাকসারিজে সনাতনী লুক রাখতে পারেন আবার চাইলে ওয়েস্টান স্টাইলেও ফ্যাশন করতে পারেন। গলায় কিছু না পরে হাতে ককটেল রিং আর কান-য়ে থাকুক লম্বা ঝোলা দুল।

শাড়ির লুক পাল্টে ফেলতে জেগিংস-য়ের ওপর পরতে পারেন। শাড়ি মানেই স্লিপার এই ধারণা ছেড়ে গলিয়ে নিন বুটস।

শাড়ি, গয়না, কানের দুল, বুটস সব দিকে নজর দিলেও ব্যাগ নেওয়ার সময় বাড়তি সতর্ক থাকতে ভুলবেন না।

পোশাক ইন্দো বা ওয়েস্টার্ন যাই হোক না কেন লম্বা ঝুলের ব্যাগ নিন। ঝোলা ব্যাগে নতুন লুক চাইলে বেছে নিন এমব্রয়ডারি বা সিকোয়েন্স দেওয়া ব্যাগ

আমার পরামর্শ পার্টি প্ল্যানিং-য়ের আগে কোন স্টাইলে নিজেকে সাজাবেন সেটা ঠিক করে ফেলুন। তবেই তো জমে উঠবে এক্সমাস...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE