Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘সলমনের ছত্রচ্ছায়ায় কে না আসতে চায়’

হিন্দি ছবির দর্শকের কাছে অন্যতম অপছন্দের চরিত্র ‘পিঙ্ক’-এর ‘রাজবীর’। সেই চরিত্রে অভিনয় করেই নজরে এসেছিলেন অঙ্গদ বেদী। সলমন খানের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’তে ভারতীয় এজেন্টের চরিত্রে রয়েছেন অঙ্গদ।

অঙ্গদ বেদী

অঙ্গদ বেদী

শ্রাবন্তী চক্রবর্তী
মুম্বই শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০০:১১
Share: Save:

হিন্দি ছবির দর্শকের কাছে অন্যতম অপছন্দের চরিত্র ‘পিঙ্ক’-এর ‘রাজবীর’। সেই চরিত্রে অভিনয় করেই নজরে এসেছিলেন অঙ্গদ বেদী। সলমন খানের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’তে ভারতীয় এজেন্টের চরিত্রে রয়েছেন অঙ্গদ। সলমনের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কি ভয় পেয়েছেন? ‘‘সলমনের মতো স্টার থাকলে ছবির ওপেনিং বিশাল হয়। আর সলমনের ছত্রচ্ছায়ায় কে না থাকতে চায়? আমিও চাই,’’ হাসতে হাসতে বললেন বিষেণ সিংহ বেদীর পুত্র। সলমনের কাছে কী শিখলেন? ‘‘অনেক কিছু। তবে সলমন সব সময় বলেন, নিজেকে ভালবাসো। বাবাকে ভালবাসো, যা আমিও মানি। শ্যুটিংয়ের সময়ে বলতেন, দৃশ্য এমন ভাবে শ্যুট করবে, যেন তোমার সহ-অভিনেতার সঙ্গে দৃশ্যটি খুব ভাল হয়। তোমার সঙ্গে তাঁরও চাহিদা মিটবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন যে, সেটে এসে কোনও দিন অভিযোগ করবে না। সব রকম পরিস্থিতিতে একজন অভিনেতাকে মানিয়ে চলতে হয়।’’

এই বছর বলিউডে রমরমিয়ে ব্যবসা করেছে সিক্যুয়েল। সেই বিষয়ে অঙ্গদের কী মত? ‘‘রিস্ক তো সব ছবিতে‌ই থাকে। ‘এক থা টাইগার’ বড় হিট ছিল। তাই দর্শকের অনেক চাহিদা এই ছবির কাছে। এই ছবির অ্যাকশন খুব রিয়্যালিস্টিক। হলিউডের টেকনিক ব্যবহার করা হয়েছে।’’ নির্দেশক আলি আব্বাস জাফর সম্পর্কে অঙ্গদ জানালেন, ‘‘খুব ট্যালেন্টেড নির্দেশক। আলি শুধু পরিচালনাই করেননি, ছবির গল্পও লিখেছেন। আলি জানেন, কী ভাবে তাঁর অভিনেতাদের ব্যবহার করতে হয়। সেটা খুব ভাইটাল়।’’

আরও পড়ুন: ‘নাটক করে আত্মবিশ্বাস বাড়ল’

চরিত্র নির্বাচনের ক্ষেত্রে অঙ্গদ বেশি বাছবিচার করেন না। তবে এমন চরিত্র করবেন যাতে নজর কাড়ে। ‘পিঙ্ক’-এর জন্য কলকাতা থেকে যে ভালবাসা পেয়েছিলেন, তা অঙ্গদকে ভাল কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করাও তাঁর কাছে সৌভাগ্য।

হকি লেজেন্ড সন্দীপ সিংহের বায়োপিক ‘সুরমা’-র শ্যুটিংয়ে এখন ব্যস্ত অঙ্গদ। এই ছবিতে তিনি সন্দীপের ভাইয়ের চরিত্রে রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE