Advertisement
E-Paper

বলিউডে নাকি ‘হ্যাপি ম্যারেজ’ বলে কিছু হয় না!

কিছু দিন আগে এই বোমা ফাটিয়েছিলেন কর্ণ জোহর। সত্যিই কি তাই? খোঁজ করল আনন্দ প্লাস সব নাকি মোটেও ভাল নেই অভিষেক বচ্চন আর ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে। কখনও অভিষেকের নিস্তরঙ্গ কেরিয়ার, কখনও জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার খটাখটির গল্প উঠে আসে। আরাধ্যা হওয়ার পর বেশ কয়েকটা বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন ঐশ্বর্যা।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০০:১২

অভিষেক-ঐশ্বর্যা

সব নাকি মোটেও ভাল নেই অভিষেক বচ্চন আর ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে। কখনও অভিষেকের নিস্তরঙ্গ কেরিয়ার, কখনও জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার খটাখটির গল্প উঠে আসে। আরাধ্যা হওয়ার পর বেশ কয়েকটা বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন ঐশ্বর্যা। ‘জজবা’ ছবি দিয়ে ফেরত আসেন। পরপর ছবির প্রস্তাব আসতে থাকে তাঁর। ও দিকে অভিষেকের কেরিয়ার এক জায়গায় থেমে। অন্য দিকে ঐশ্বর্যার বোল্ড দৃশ্য করা নিয়ে তো বরাবরই বচ্চন পরিবারের আপত্তি। আরাধ্যার অভিভাবকত্ব নিয়ে ঐশ্বর্যার সঙ্গে জয়ার নাকি নিত্য সমস্যা।

আরও পড়ুন: অক্ষয় না থাকলে শাবানাকে কি চিনত লোকে?

শ্বেতা নন্দার মেয়ে নভ্যা নভেলির কারণেও শাশুড়ি-বউয়ের মধ্যে সমস্যার কথা শোনা যায়। অশান্তির উপাদান অনেক। যদিও ঐশ্বর্যার বাবা মারা যাওয়ার পর গোটা বচ্চন পরিবারই তাঁর পাশে দাঁড়িয়েছে। সাজানো সংসারের বিজ্ঞাপনে কোনও ফাঁকি নেই।

অক্ষয়-টুইঙ্কল

আমির-কিরণ

এখনও পর্যন্ত আমির-কিরণের দাম্পত্যে কোনও ফাটলের খবর শোনা যায়নি। রিনা দত্তর সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবনে ছেদ টেনে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। িকরণের সঙ্গে তাঁর আলাপ ‘লগান’ ছবির সেটে। সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তানও রয়েছে। আজাদ। আমির-কিরণের সঙ্গে আগের দুই সন্তান জুনেইদ, ইরাও থাকে। তাদের সঙ্গে কিরণের নাকি দিব্যি বনিবনা। উৎসবে অনুষ্ঠানে রিনাও তাঁদের সঙ্গে এসে যোগ দেন। আমিরের প্রোডাকশনের সঙ্গেও কিরণ প্রত্যক্ষভাবে জড়িত। এখনও পর্যন্ত সুখী দম্পতির তাালিকায় আমির-কিরণকে
ফেলাই যায়।

শাহরুখ-গৌরী ও আমির-কিরণ

অক্ষয়-টুইঙ্কল

রবিনা টন্ডন, শিল্পা শেট্টির সঙ্গে রোম্যান্স পর্ব চুকিয়ে টুইঙ্কল খন্নাকে বিয়ে করেন অক্ষয়। কিন্তু তা বলে তাঁর প্রেমের গল্প থেমে গিয়েছে এমন নয়। প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে অক্ষয়ের অ্যাফেয়ারের কথা শোনা যেত। টুইঙ্কল খুব কড়া হাতেই সে বার অক্ষয়ের রাশ টানেন। ছেলে আরভ আর মেয়ে নিতারার সঙ্গে তাঁদের বেড়াতে যাওয়ার ছবি দেখলে সুখী দম্পতি বলেই মনে হয়। বলিউডের অন্দরের খবর, টুইঙ্কল-অক্ষয়ের দাম্পত্য এখন বেশ স্বাভাবিক। টুইঙ্কল নরম-গরম শাসনে রাখেন অক্ষয়কে। টুইঙ্কলের বই প্রকাশ অনুষ্ঠানে এসে অক্ষয় স্ত্রীর দেদার প্রশংসা করেছিলেন। সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’ শোয়ে এসেছিলেন দু’জনে। সেখানে তাঁদের আন্ডারস্ট্যান্ডিং দেখে সম্পর্ক বেশ মজবুত বলেই মনে হয়।

শাহরুখ-গৌরী

২৬ বছরের বিবাহিত জীবন তাঁদের। শাহরুখ খান বলিউডের বাদশা হওয়ার অনেক আগে থেকেই গৌরী তাঁর জীবনে। শাহরুখের মতে, গৌরী তাঁর জীবনে স্তম্ভের মতো। কিন্তু তাঁদের দীর্ঘদিনের প্রেম কি আজও অটুট? গৌরী এখন অধিকাংশ সময়ই দুবাইয়ে থাকেন। সেখানে তাঁর ইন্টিরিয়র ডিজাইনের ব্যবসা। বলতে গেলে, শাহরুখ একাই মুম্বইয়ে সন্তানদের দেখভাল করেন। নাইট রাই়ডার্সের ম্যাচ হোক কি ছবির শ্যুটিং, ছোট্ট আব্রাম সব সময় শাহরুখের সঙ্গী। তা হলে কি দু’জনের সম্পর্ক একেবারে দরকচা মেরে গিয়েছে? তাও নয়। যে যাঁর নিজের মতো থাকেন। গৌরী খান কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজেই একটা নাম। এখনও শাহরুখের সব ছবির প্রযোজক হিসেবে তাঁর নাম যায়। তাঁর প্রভাবেই প্রিয়ঙ্কা চোপড়া ইন্ডাস্ট্রিতে কোণঠাসা। শাহরুখের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্কের গুঞ্জন শোনার পরেই গৌরী কাণ্ডটি করেন। শাহরুখ-গৌরীর সম্পর্ক আগের মতো না থাকলেও সন্তানদের কথা ভেবে তাঁরা বিচ্ছেদের রাস্তায় যাননি বলে শাহরুখ ঘনিষ্ঠদের অভিমত। সন্তানদের ব্যাপারে যে-কোনও সিদ্ধান্তও তাঁরা দু’জনে মিলে নেন।

সেফ-করিনা ও অভিষেক-ঐশ্বর্যা

সেফ-করিনা

তাঁদের প্রেমের খবর ইন্ডাস্ট্রির সকলকে চমকে দিয়েছিল। সেফ আলি খান যখন অমৃতা সিংহকে বিয়ে করেন তখন করিনা কপূরের বয়স মোটে ১০ বছর! সুতরাং প্রেম এবং তার পর তাঁদের বিয়ের খবরে অনেকে অবাক হয়েছিলেন। এই বিয়ে বেশি দিন টিকবে না বলেও সন্দেহ প্রকাশ করেন অনেকে। নিন্দুকের মুখ বন্ধ করে পাঁচ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে দিয়েছেন সেফ-করিনা। সম্প্রতি তাঁদের সন্তান তৈমুর জন্মেছে। দু’জনের সম্পর্কে কোনও সমস্যার খবর অন্তত প্রকাশ্যে আসেনি। শোনা যায় সেফ-অমৃতার সন্তান সারা আর ইব্রাহিমের সঙ্গে করিনার ভাল সম্পর্ক। বিয়ের পর করিনার কাজ করতেও সমস্যা হয়নি। তৈমুরকে সেফের কাছে ছেড়ে করিনা দিব্যি হ্যাংআউটও করে থাকেন। এখনও পর্যন্ত সেফ-করিনার পিকচার পারফেক্ট ফ্রেম অটুট আছে।

Bollywood Akshay Kumar Shah Rukh Khan Aamir Khan আমির খান শাহরুখ খান অক্ষয় কুমার অভিষেক বচ্চন ঐশ্বর্য রাই
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy