Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিয়ের থিমে বলিউড

আজকেও বিয়ের দিন। বর-কনেই নন। থিম সাজে সাজছেন আত্মীয়-বন্ধুরাও। লিখছেন পরমা দাশগুপ্ত ফ্রেন্ডলিস্টের অর্ধেক লোক বিয়ে করছে আর বাকি অর্ধেক ফেসবুকে সেই ছবি লাইক করছে! বর-বৌ তো বটেই, বন্ধুদেরও সেই এক পোজ, এক সাজ, এক হাসি, এক গ্রুপফি! কী বোরিং! এই, এ রকম বলিস না প্লিজ। ডিসেম্বরে আমার বিয়ে না? তোরাও তো তখন এমনই সব ছবি তুলে ফেসবুকে দিবি বাবা!

মেহেন্দি বা সঙ্গীতে রং ছড়াক দীপিকার ঘাঘরা-চোলি বা রণবীরের শেরওয়ানি

মেহেন্দি বা সঙ্গীতে রং ছড়াক দীপিকার ঘাঘরা-চোলি বা রণবীরের শেরওয়ানি

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ০০:৩২
Share: Save:

উফ্‌ফ্‌ফ্!

ফ্রেন্ডলিস্টের অর্ধেক লোক বিয়ে করছে আর বাকি অর্ধেক ফেসবুকে সেই ছবি লাইক করছে! বর-বৌ তো বটেই, বন্ধুদেরও সেই এক পোজ, এক সাজ, এক হাসি, এক গ্রুপফি! কী বোরিং! এই, এ রকম বলিস না প্লিজ। ডিসেম্বরে আমার বিয়ে না? তোরাও তো তখন এমনই সব ছবি তুলে ফেসবুকে দিবি বাবা!

রাইট, তোর বিয়ে। আচ্ছা, তোর বিয়েতে আমরা সবাই থিমে সাজব, দেখবি ছবিগুলো কেমন অন্য রকম হয়! প্ল্যানটা থেমে গিয়েছিল আড্ডাতেই। শেষমেশ ‘থিম বন্ধুর বিয়ে’ হয়েছে কি না, খবর মেলেনি তারও। তবে বিয়েবাড়িতে থিম ব্যাপারটা যে জম্পেশ হবে, তা নিয়ে কারও সন্দেহ ছিল না একটুও। এমনকী, থিম ‘সেভেন্টিজ’ হলে কারা অমিতাভ-জয়া, কারাই বা ধর্মেন্দ্র-হেমা মালিনী হবে— বিস্তর হাসাহাসিও হয়েছিল তা নিয়ে।

মেরে ইয়ার কি শাদি হ্যায়

বিয়েবাড়ি মানে লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে বর-কনে। মানে সেটা আর নতুন কি! তবে বন্ধুবান্ধবদের মাইনাস করে দিলে তো বিয়েবাড়িই ফ্লপ! মালাবদলের সময়ে কনের স্কুলমেট বরের কলিগকে আড়চোখে ঝারি, বাসরে গান গাইতে গাইতে বরের বন্ধুর ভাই আলতো ছুঁয়ে যাবে কনের সুন্দরী বেস্টফ্রেন্ডের হাত, তবে না জমবে মজা! তিন দিন এলোমেলো আড্ডা, ইয়ার্কি-খুনসুটি। আর তার পর? হতেই পারে ফুরফুরে এক প্রেমের জন্মদিন! বিয়েবাড়ি মানেই তাই বন্ধুমহলে হইহই— সাজগোজ, শাড়ি, গয়না, পাঞ্জাবি, শেরওয়ানি মিলেমিশে তুমুল প্ল্যানিং এক্কেবারে মাস্ট। আর তাতেই এ বার থিম। পুজো থেকে পার্টি কাঁপিয়ে দেওয়া সেই থিমই না হয় ঢুকে পড়ল বন্ধুর বিয়েতে? ব্যস! ফেসবুক থেকে ফ্যামিলি আড্ডা, সবেতেই বেশ ক’দিনের ট্রেন্ডিং টপিক!

ফুলেই ‘কুল’

‘‘সাজে থিম? বেশ তো। বিয়ে বা রিসেপশনের দিনেই হোক না, ক্ষতি কী?’’ বলছিলেন ডিজাইনার চন্দ্রাণী সিংহ ফ্লোরা। আত্মীয়-স্বজনেরাও করতে পারেন, তবে বন্ধুর বিয়েতে গোটা দলটা একটা থিম মেনে সাজলে বেশ অন্য রকম একটা ব্যাপার হতেই পারে। অবাঙালি বিয়েতে তো কিছুটা হয়ও। বাঙালি বিয়েতে এখনও তেমন চল না থাকলেও হলেই বা মন্দ কী? বলতে বলতেই চন্দ্রাণীর আইডিয়াও রেডি। ধরা যাক, থিমে থাকল ফুল। বর-কনের সাজে তো বটেই। দু’তরফের বন্ধুরাও সাজল সেই ফ্লোরাল থিমে। মানে, শাড়ির গায়ে আঁকিবুঁকিতে, দোপাট্টার এমব্রয়ডারি জুড়ে, কারও গয়নায়, কারও কাঁধঝোলার কাজে, কারও হাতখোঁপার কোণে, কারও বা এলোচুলে থাকল নানা রঙের ফুল। ছেলেরাই বা কম যাবে কেন? তাদেরও নানা রঙের পাঞ্জাবিতে থাক না ফ্লোরাল মোটিফ, অথবা স্যুটের পকেট থেকে উঁকি দিক তরতাজা গোলাপের কুঁড়ি। ব্যস! ফুল খিলে হ্যায় গুলশন গুলশন। থিম বন্ধুর বিয়ে সুপারহিট! আর প্লাস পয়েন্ট? ফুলের সাজ বাছাই করা তেমন ঝক্কির হবে না নিশ্চয়ই।

অথবা বেছে নেওয়া যায় রাশিচক্রও। বর আর কনের রাশির বৈশিষ্ট্য অনুযায়ী তাদের শুভ রঙে, পছন্দের ফুলে, অলঙ্কারেই না হয় সাজল বন্ধুরা। তবে এই ফাঁকেই একটা কথা মনে করিয়ে দিচ্ছেন চন্দ্রাণী, ‘‘থিম সাজে বিয়েবাড়ি মাতিয়ে দিতে হলে দরকার বেশ আগে থেকেই প্ল্যানিং। অন্তত মাসখানেক হাতে না থাকলে গোটা গ্রুপের সাজ ঠিকঠাক ম্যাচ করা মুশকিল। আর সেটা না হলে কিন্তু থিমটাই মাটি!’’

দেবদাস এবং...

ডিজাইনার অভিষেক দত্ত অবশ্য বিয়ে বা বৌভাতের দিনে থিম সাজের বিরোধী। তাঁর কথায়, ‘‘ভাইবোন হোক বা বন্ধুবান্ধব, বিয়েবাড়িতে তাদের ঘাড়েই অনেক দায়িত্ব। প্ল্যান করে সেজেগুজেও যদি বা পৌঁছনো যায়, ঝক্কি সামলাতে সামলাতেই থিম-টিম সব জলে! তা ছাড়া, বাড়ির বড়রা হঠাৎ থিমে সেজে আসা বন্ধুদের দেখে কতটা ঘাবড়ে যেতে পারেন, সেটাও তো ভাবতে হবে!’’

অভিষেকের টিপ্‌স বলছে, এমন সাজের জন্য পারফেক্ট হবে বিয়ের আগে-পরের কিছু অনুষ্ঠান। আর থিমের জোগান দিতে বলিউড তো আছেই। বাঙালির নিজস্ব আশীর্বাদ বা বাসর রাতের মতো উপলক্ষে বন্ধুরা বেছে নিতে পারে থিম ‘দেবদাস’। ঘর জুড়ে দেবদাস, পারো, চন্দ্রমুখী, চুনীলালদের ঝলমলে উপস্থিতি। আসর জমতে কতক্ষণ?

অবাঙালি সংস্কৃতির হাত ধরে মেহেন্দি, সঙ্গীতের মতো অনুষ্ঠান কিংবা পশ্চিমি ধাঁচে ব্যাচেলর্স পার্টি সবই এখন গুটি গুটি ঢুকে পড়েছে বাঙালি বাড়ির অন্দরে। মেহেন্দি বা সঙ্গীতে রং ছড়াতেই পারে ‘বাজিরাও মস্তানি’র দীপিকা পাড়ুকোনের লহেঙ্গা। বা শেরওয়ানিতে ঝলমল করে উঠতেই পারেন রণবীর কপূরের মতো। তাক লাগবেই।

বন্ধু চল..

বাকি রইল ব্যাচেলর্স পার্টি। অভিষেক বলছেন, সিঙ্গল থেকে মিঙ্গলড হওয়ার আগে উদ্‌যাপনের এই দিনটার জন্য তোলা থাক পশ্চিমি সাজ। সাড়া জাগানো সিরিয়াল ‘ফ্রেন্ডস’-এর চরিত্র হয়ে ওঠা যায় কিংবা থিম হতে পারে ভেগাস বা মেক্সিকানও। পার্টি জমে ক্ষীর! স্বাদ বদল তো বটেই, ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। আর সঙ্গে? মনে রাখার মতো ফ্রেমও।

তা হলে?

নেক্সট কার বিয়ে?

‘থিম বন্ধুত্ব’ হয়ে যাক?

দুলহেঁ কে সালিয়োঁ ভার্সাস দুলহন কে দেবর!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE