Advertisement
০৮ মে ২০২৪
হালকা শীতের ত্বক পরিচর্যায় রান্নাঘরের চেনা আনাজপাতিতে

সবজিতে সেক্সি

লিখছেন শর্মিলা সিংহ ফ্লোরাশীতকাল। চারিদিকে পার্টি আর রঙের মেলা। এরই মাঝে শুধু আমিই কেমন কালো, রুক্ষ। কেমন যেন ম্যাড়মেড়ে। তাই গালে হাত দিয়ে ভাবতে বসবেন না।

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

শীতকাল। চারিদিকে পার্টি আর রঙের মেলা। এরই মাঝে শুধু আমিই কেমন কালো, রুক্ষ। কেমন যেন ম্যাড়মেড়ে। তাই গালে হাত দিয়ে ভাবতে বসবেন না। এই বিউটি টিপসগুলো ফলো করুন আর রঙের সঙ্গে রং মিলিয়ে হয়ে উঠুন উজ্জ্বল ও রঙিন। আর রঙিন হয়ে উঠুক আপনার পার্টিও। ব্যাপারটা চাইলে নিজের কিচেনে চলে যান। সব সরঞ্জামই তৈরি, শুধু খুঁজে নিন যেটুকু দরকার।

মুলো

যাদের ত্বক খুব অয়েলি, তাদের জন্যই বলি আগে। মুলোর মধ্যে থাকে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স ও জিংক। ফলে এর রসের সঙ্গে মধু দিয়ে মুখে ম্যাসাজ করলে মুখের টক্সিন মুক্ত হয় ও ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যদি ত্বক হয় রুক্ষ বা শুষ্ক, তা হলে দুধের মাঠায় মুলোর রস মিশিয়ে যদি ম্যাসাজ করা যায়, তা হলে ত্বক হয় টানটান ও উজ্জ্বল।

লাউ

কোরানো লাউ আর তার সঙ্গে বেসন ও চালবাটা বা মুসলি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। এটি একটি খুব ভাল স্ক্রাব। এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। মরা কোষ তুলে ফেলতে আর ত্বক উজ্জ্বল করতে এর জুড়ি মেলা ভার।

টম্যাটো

টম্যাটোর মধ্যে ভিটামিন সি থাকে। ফলে ত্বক উজ্জ্বল এবং লোমকূপের মুখ সংকুচিত হয়। টম্যাটোর রস, লেবুর রস ও চন্দনগুঁড়ো মিশিয়ে মুখে লাগালে অয়েলি ত্বক উজ্জ্বল হয় ও লোমকূপ সংকুচিত হয়। অন্য দিকে টম্যাটোর সঙ্গে দুধ মিশিয়ে মাখলে রুক্ষ ত্বকও মসৃণ এবং ফর্সা হয়।

গাজর

গাজরের মধ্যে ভিটামিন এ, বি, সি রয়েছে। যদি অয়েলি ত্বকে গাজরের রস ও মধু দিয়ে ম্যাসাজ করা যায়, তা হলে মুখ থেকে তেল পরিষ্কার হয় এবং কালচে ভাব উঠে যায়। ফলে ত্বক উজ্জ্বল হয়। আবার শুকনো ত্বক হলে যদি সাদা মাখনের সঙ্গে গাজরের পেস্ট মিলিয়ে ম্যাসাজ করেন, তা হলে পিগমেন্টেশন চলে যায়, ত্বক হয়ে ওঠে যৌবনের লাবণ্যে ভরপুর।

বাঁধাকপি

বাঁধাকপিতে ভিটামিন বি-১, বি-২, এ, সি, পটাসিয়াম ক্যালসিয়াম থাকে। এর ফলে ত্বকের জন্য এটি খুব উপকারী। বাঁধাকপির পেস্টের সঙ্গে মধু মিশিয়ে ব্রণযুক্ত ত্বকে লাগালে ত্বক নরম হবে ও ব্রণ চলে যাবে। যাঁদের ত্বক শুকনো, তাঁরা বাঁধাকপির পেস্টের সঙ্গে পাউডার মিল্কের গুঁড়ো এবং ডিমের সাদা অংশটি মিশিয়ে লাগালে ত্বক একেবারে টানটান ও উজ্জ্বল হবে।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল একটু গরম জলে ফুটিয়ে ফ্রিজে রাখার পর দুধের সঙ্গে মিশিয়ে লাগালে এটি একটি চমৎকার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে। অয়েলি স্কিন হলেও এই জেল দিয়ে ম্যাসাজ করলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।

কমলালেবু

কমলালেবুতে আছে প্রচুর ভিটামিন-সি। এটি একটি অ্যান্টি-অক্সিড্যান্ট বলেই এর সঙ্গে মধু ও ওটস মিশিয়ে লাগালে অয়েলি ত্বক সম্পূর্ণ উজ্জ্বল হয় ও সংক্রমণ থেকেও তা পুরোপুরি মুক্তি পায়। যাঁদের শুকনো ত্বক, তাঁরা আদা, কমলালেবুর রস ও মধু মিশিয়ে ম্যাসাজ করলে ত্বক যে শুধু উজ্জ্বল ও আকর্ষণীয় হয় তা-ই নয়, মুখের সব রকম বলিরেখা থেকেও মুক্ত হয়।

ঠোঁট

রাতে শোওয়ার আগে অলিভ অয়েল, অ্যালোভেরা মিশিয়ে লাগালে ঠোঁট নরম হয় ও ঠোঁটের কালো ভাব চলে গিয়ে স্বাভাবিক রং ফিরে আসে।

গোড়ালি

কমলালেবুর খোসার গুঁড়ো ও অলিভ অয়েল মিশিয়ে লাগালে পা ফাটার সমস্যা দূর হয়।

কনুই ও হাঁটু

চিনির গুঁড়োর সঙ্গে লেবু ও শশার রস মিশিয়ে ঘষে ঘষে স্নান করলে কনুই ও হাঁটু কখনও কালো তো হবেই না, বরং বরাবরই নরম থাকবে।

স্নানের সময়

সরষের তেল ও গ্লিসারিন দিয়ে ভাল করে ম্যাসাজ করার পর দুধ দিয়ে স্নান করলে ত্বক হয় শিশুর মতো নরম। শীতের শুরু থেকে পরিচর্যা করলে সিজন জুড়েই ত্বক থাকবে উজ্জ্বল, মসৃন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE