Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বেস হোক বেস্ট

আইশ্যাডো, লিপস্টিক যেমনই হোক না কেন, মেকআপের বেস ভাল না হলে দেখতে ভাল লাগে না। তাই বেস মেকআপ করুন যত্ন নিয়ে আইশ্যাডো, লিপস্টিক যেমনই হোক না কেন, মেকআপের বেস ভাল না হলে দেখতে ভাল লাগে না। তাই বেস মেকআপ করুন যত্ন নিয়ে 

নবনীতা দত্ত
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০০:০৩
Share: Save:

অনুষ্ঠান হোক বা গেট টুগেদার, সাজগোজ তো মাস্ট। কিন্তু যে কোনও জিনিসেরই ভিতটা আসল। তাই মেকআপের বেস সুন্দর হলে মেকআপও সুন্দর দেখাবে। জেনে নিন বেস মেকআপের খুঁটিনাটি।

• প্রথমে নিজের ত্বক পরিষ্কার করতে হবে। ত্বকের রোমকূপে যদি ময়লা থাকে, তা হলে মেকআপ ভাল বসবে না। কালচে ছোপও স্পষ্ট হবে। তাই মেকআপ করার আগে ভাল করে সাবান দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। তার পর টোনার লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

• এ বার শুরু হবে বেস মেকআপ। প্রথমেই প্রাইমার লাগাতে হবে মুখে। এতে ত্বক অনেক মসৃণ হয়ে যায়। ফলে তার উপর মেকআপ বসে ভাল। তা ছাড়া গরমে ঘাম হলে প্রাইমার তো মাস্ট।

• এর পর ফাউন্ডেশনের পালা। নিজের স্কিনটোন অনুযায়ী বাছতে হবে ফাউন্ডেশনের শেড। প্রথমে জ’লাইন, গলা, কপাল, নাক ও দুই গালে অল্প অল্প করে ফাউন্ডেশন লাগাতে হবে। তার পর ব্রাশ দিয়ে ভাল করে ব্লেন্ড করতে হবে। মুখের কোনও জায়গায় বেশি দাগছোপ থাকলে সেখানে ফাউন্ডেশনের দ্বিতীয় পরত লাগাতে হবে।

• এর পর মুখে কনটুরিংয়ের পালা। মেকআপে হাল্কা ও গাঢ় শেডের কনটুর ক্রিম দিয়ে মুখের ম্যাপ আঁকতে হবে। মুখের উত্তল অংশ অর্থাৎ চিকবোন, কপাল, নাক ও থুতনির উপর হাল্কা রঙের এবং অবতল অংশে অর্থাৎ নাকের দু’পাশে, গালের ভাঁজে (ঠোঁটটা এগিয়ে গাল ভিতরের দিকে টেনে ধরলে যেখানে ভাঁজ পড়ে) গাঢ় রঙের ফাউন্ডেশন দিয়ে কনটুর আঁকতে হয়।

• এ বার কনসিলার। মুখের দাগছোপ ঢাকতেই কনসিলার কাজে লাগে। তাই ফাউন্ডেশন লাগানোর পরেও মুখের যে সব দাগ ফুটে উঠবে, তার উপর কয়েক পরত কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিন। চোখের নীচে কালি থাকলে, সেখানেও চাই কনসিলার। লিকুইড কনসিলারই সবচেয়ে সহজে ব্যবহার করা যায়।

• সবশেষে কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিতে হবে মুখে। এতে পুরো মেকআপটা মুখে ভাল করে বসে যাবে। সহজে উঠবে না।

• ঠোঁটও কিন্তু বেস মেকআপের ভাগীদার। তাই ঠোঁট বাদ দিয়ে মুখে মেকআপ করবেন না। ঠোঁটেও ফাউন্ডেশন লাগাবেন। এতে লিপস্টিকের রংও ভাল ফুটে উঠবে।

বেস মেকআপ হয়ে গেলেই আসল কাজ শেষ। এ বার পোশাকের সঙ্গে মানানসই রঙের আইশ্যাডো, লিপস্টিক লাগিয়ে নিন।

টুকিটাকি

• মেকআপ করার আগে ভাল করে হাত ধুয়ে নিতে হবে। না হলে হাতের ময়লা মুখে বসে যাবে।

• মেকআপ করার পরেই মেকআপ ব্রাশ ও স্পঞ্জ ধুয়ে রাখতে হবে। না হলে ব্রাশ ও স্পঞ্জে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। পরে তার থেকে ত্বকে ইনফেকশন হতে পারে।

• গায়ের কমপ্লেকশন একটু উজ্জ্বল করার মতো করে মেকআপ করুন। অতিরিক্ত মেকআপের প্রয়োগে কিন্তু মুখ ফ্যাকাশে দেখাবে।

• ভাল মেকআপ মানে ভাল ব্লেন্ডিং। মেকআপ ভাল করে মুখে ছড়িয়ে দিতে পারলে তবেই সুন্দর দেখায়।


মডেল: রিয়া, হিয়া

মেকআপ: উজ্জ্বল দত্ত
ছবি: অমিত দাস
পোশাক: ইমেজ অ্যান্ড স্টাইল, গড়িয়াহাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Make Up Base
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE