Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দোলের দিন ঝকঝকে স্কিন

দোল খেলবেন, রংও মাখবেন, কিন্তু ত্বক হবে না বিরক্ত! আবার রাতের অনুষ্ঠানেই বা কীরকম সাজবেন? রইল পত্রিকার টিপ্‌স দোল খেলবেন, রংও মাখবেন, কিন্তু ত্বক হবে না বিরক্ত! আবার রাতের অনুষ্ঠানেই বা কীরকম সাজবেন? রইল পত্রিকার টিপ্‌স

মডেল: মৃত্তিকা , মেকআপ: নবীন দাস ও সায়ন্ত ঢালি , বাথরোব: লা লজারি , স্টাইলিং: অনুপম রায় ,ছবি: সোমনাথ রায় ও অমিত দাস লোকেশন: ভার্দে ভিস্তা

মডেল: মৃত্তিকা , মেকআপ: নবীন দাস ও সায়ন্ত ঢালি , বাথরোব: লা লজারি , স্টাইলিং: অনুপম রায় ,ছবি: সোমনাথ রায় ও অমিত দাস লোকেশন: ভার্দে ভিস্তা

পারমিতা সাহা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৯
Share: Save:

বাঙালির কাছে দোল মানে আবিরের হুল্লোড়। দোল মানে রবীন্দ্রনাথ, পলাশ আর বাঁধনছাড়া আবেগের উদযাপন। ফাল্গুনী পূর্ণিমায় রঙের এই খেলা কারও কাছে হোলি তো কারও মনে বসন্ত উৎসব। তবে যে নামেই সে পরিচিত হোক, তার আবেদন চিরকালীন। অমলিন রঙের পার্বণ! তাই মনে যখন ফাগুন লেগেছে, তখন ‘বালম’ পিচকারি হাতে হাজির হলে, ত্বক-চুলের কথা কারই বা মনে থাকে!

আর আমরা সেটা বলছিও না। হলুদ, লাল, বেগুনি, সবুজ আবিরে মাখামাখি হয়ে জমিয়ে খেলুন রং। শুধু খেলার আগে আর খেলা শেষে বাড়ি গিয়ে আমাদের কয়েকটা টিপস ফলো করুন। ব্যস, আপনার ত্বকের জেল্লা, চুলের চাকচিক্যে থাবা বসায় কোন শত্তুর!

রং খেলতে যাওয়ার আগে

•ত্বকে রঙের পোচ পড়লে সে তো বিদ্রোহ করবেই। তাই ত্বকের বর্ম হয়ে দাঁড়াক সানস্ক্রিন লোশন। বেরোনোর আগে মুখে-গলায়-হাতে-পায়ে পুরু করে সানস্ক্রিনের সঙ্গে ময়শ্চরাইজার মিশিয়ে মাখুন। বিশেষ করে, কানের লতি এবং পিছনের অংশে। মনে রাখবেন, ত্বক যত স্লিপারি হবে, আবির বা রং তত সহজে উঠে যাবে।

•রং যাতে ত্বকে বসে না যায়, তার জন্য নারকেল তেল, ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল হালকা গরম করে চুলে লাগিয়ে নিন। চুলে খুসকি থাকলে, তেলের মধ্যে আট থেকে দশ ফোঁটা লেবুর রস ফেলে মাথায় মাসাজ করুন। আর চুল খুলে নয়, চুল বেঁধে দোল খেলুন। ব্যাপারটা সিলভার স্ক্রিনে দেখতে যতটা ভাল লাগে, বাস্তবে ততটাই ক্ষতিকর। খেলা শুরুর আধঘণ্টা আগে হাতে-পায়ে-কনুইয়েও ভাল করে তেল মাখুন।

•রং খেলতে বেরনোর আগে নখে যেন থাকে নেলপলিশের পরত। লেন্স বা চশমা জোড়া বাড়িতে খুলে রেখে যেতে চেষ্টা করুন। একান্তই সম্ভব না হলে চশমা পরুন। আর ঠোঁটে থাকবে লিপবামের সুরক্ষা।

•সুতির ফুল স্লিভ পোশাক পরে রং খেলুন। স্কিন যত ঢাকা থাকবে, তার ক্ষতি হবে তত কম।

•রং খেলার অন্তত তিন-চারদিন আগে থেকে ওয়াক্সিং, থ্রেডিং, ফেশিয়াল বা অন্য কোনও স্কিন ট্রিটমেন্ট করবেন না।

রং খেলার পর

•ক্ষার বেশি আছে এমন সাবান দিয়ে ঘষে-ঘষে মুখের রং তোলার চেষ্টা করবেন না। মুখ থেকে রং তোলার জন্য দু’চামচ ময়দা, একচিমটে হলুদ, এক চা-চামচ মধু এবং দুধ বা দই মিশিয়ে ত্বকে ময়শ্চারাইজ় করুন।

মুলতানি মাটি ও চন্দন গুঁড়ো মিশিয়েও মুখে মাখতে পারেন। মুখ ধুয়ে মধু ও শিয়া বাটার যুক্ত ময়শ্চারাইজ়ার লাগান।

•রং খেলার পর ত্বকের যত্ন প্রসঙ্গে ড. সুজাতা সেনগুপ্তর মত, ‘‘যাঁদের ত্বকে অ্যালার্জি বা ইনফেকশন আছে, তাঁদের রং খেলা উচিত নয়। ফুলের রং বা ভেজিটেবলস কালার দিয়ে খেলুন। খেলার পর তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলুন। বেশি স্ক্রাবিং করবেন না। হেয়ার কালার করা থাকলে, ব্লিচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই টুপি পরে নিন। চোখে রং লাগলে, জলের ঝাপটা দিন ও ডাক্তার দেখান। ত্বকের ক্ষেত্রে ইমিডিয়েট এলার্জি হতে পারে, চুলকে লাল হয়ে যেতে পারে। আবার ৪৮ ঘণ্টা পরও অ্যালার্জি হতে পারে। রোদ লাগলে, সমস্যা আরও বাড়ে। এসব ক্ষেত্রে ত্বকে ডেটল, স্যাভলন না লাগিয়ে ক্যালামাইন জাতীয় সুদিং লোশন লাগাতে পারেন। বেশি সমস্যা হলে অ্যান্টি-অ্যালার্জিক ট্যাবলেট খান। তবে ডাক্তার না দেখিয়ে তার চেয়ে বেশি কিছু করবেন না।’’

আরও পড়ুন: অন্য রকম বসন্তোৎসবে প্রস্তুত শাল-পিয়াল বন

মেকআপ টিপস

সারা সকাল দোল খেলার পর সন্ধেয় অনুষ্ঠান, আড্ডা, জমিয়ে খাওয়াদাওয়া। তাই এদিন চুড়িদার, শাড়ি কিংবা কুর্তি বেছে নিন। সঙ্গে একজোড়া সুন্দর দুল, হাতে একগোছা চুড়ি। উৎসবের সঙ্গে সাযুজ্য ও থাকে, আবার রং লেগে থাকলে, তা আড়াল করা যায়।

এবার বলি, কীভাবে মেকআপ করবেন। রং তোলার পর স্কিন ড্রাই হয়ে যায়। তাই সবচেয়ে ভাল হয় মেকআপ প্রাইমার লাগালে। এতে ত্বক মোলায়েম দেখায়। এদিন ফাউন্ডেশন লাগিয়ে প্রপার মেকআপ করবেন না। স্কিনটোন অনুযায়ী কমপ্যাক্ট লাগান প্রাইমারের পর। সামান্য আই মেকআপ, আইশ্যাডো হালকা করে লাগিয়ে, মাসকারার পরত, তারপর যেভাবে চান থাকুক আইলাইনারের টান। পোশাক অনুযায়ী নুড বা গাঢ় রঙা লিপস্টিকে আপনাকে আরও উজ্জ্বল দেখাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Holi Skin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE