Advertisement
২৬ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

তন্ত্রের দর্শন চিত্রপ্রতিমায়

অর্ঘ্যদীপ্ত করের একক প্রদর্শনীটির শিরোনাম ছিল ‘রিভিলেশনস’। শিল্পীর গবেষণার বিষয় তন্ত্রের দর্শন। তত্ত্ব এবং দৃশ্যরূপ – দুদিক থেকেই তিনি এই বিষয়টিকে উদ্ঘাটিত করতে চান।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ০০:০১
Share: Save:

অর্ঘ্যদীপ্ত করের একক প্রদর্শনীটির শিরোনাম ছিল ‘রিভিলেশনস’। শিল্পীর গবেষণার বিষয় তন্ত্রের দর্শন। তত্ত্ব এবং দৃশ্যরূপ – দুদিক থেকেই তিনি এই বিষয়টিকে উদ্ঘাটিত করতে চান। প্রদর্শিত ছবিতে মহাশক্তির নানা রূপ তন্ত্রভিত্তিক প্রতীকে ও অলঙ্করণে সফলভাবে পরিস্ফুট করেছেন। ‘আদিজননী’, ‘ভুবনেশ্বরী’, ‘নিগমভাষিনী’ ইত্যাদি নানা অভিব্যক্তিতে তিনি শক্তিরূপিণী মহাদেবীর চিত্রপ্রতিমা রচনা করেছেন।

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • স্পেকটার্ম আর্টিস্ট সার্কেল ৫ পর্যন্ত।

অ্যান্টিভাইরাস আজ শেষ।

বিড়লা অ্যাকাডেমি: • থার্ড আই ৬ ডিসেম্বর পর্যন্ত।

উমা, দেবিকা, কুসুমিতা ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত।

অখিলেশ, অনসূয়া প্রমুখ ২০ ডিসেম্বর পর্যন্ত।

ক্যালিডোস্কোপ ৩০ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • ইন্দ্রপ্রমিত রায় ১৫ ডিসেম্বর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE