Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অনেক যত্নে বই-নির্মাণ

দেড়শো বছর ধরে অ্যালিস, আজব দেশে আজব কাণ্ডকারখানা করে বেড়াচ্ছে। ছোটদের মনে তো অ্যালিস আছেই, বড়দের মনেও সেই আজব দেশ গড়ে দিতে পেরেছেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড-এর সৃষ্টিকর্তা লিউইস ক্যারল।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০০:০০
Share: Save:

আজব দেশে অ্যালিস / লিউইস ক্যারল

অনুবাদক-টীকাকার: রাজশ্রী মুখোপাধ্যায় ও সুমিতা সামন্ত

মূল্য: ৩৫০.০০

প্রকাশক: বৈ-চিত্র

দেড়শো বছর ধরে অ্যালিস, আজব দেশে আজব কাণ্ডকারখানা করে বেড়াচ্ছে। ছোটদের মনে তো অ্যালিস আছেই, বড়দের মনেও সেই আজব দেশ গড়ে দিতে পেরেছেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড-এর সৃষ্টিকর্তা লিউইস ক্যারল। সবার মন মাতোয়ারা করার ১৫০ বছর পেরনোকে মনে রেখে বৈ-চিত্র প্রকাশনী থেকে বাংলা অনুবাদে ‘বিশেষ প্রকাশ’ পেয়েছে আজব দেশে অ্যালিস। বড় বড় হরফে ছাপা মূল বইটা পড়তে ভারী আরাম। সঙ্গে রয়েছে ইংরেজি মূল সংস্করণের জন টেনিয়েলের সেই সব ছবি। বইয়ের প্রচ্ছদও মূল সংস্করণের আদলে। কেবল মূল বইটি ছিল মরক্কো চামড়ায় বাঁধানো, কিন্তু নীতিগত কারণে এই বইটি বাঁধাতে কাগজই ব্যবহার করা হয়েছে। আদি সংস্করণের ছবি দেখতে দেখতে বইটি পড়ার সময় আসল অ্যালিস-এর সময়টার স্বাদ পাওয়া যায়। বইটির আদি ধাঁচ একই রকম রাখার জন্য প্রয়োজনীয় তথ্য ও নানা রকম বিশ্লেষণ নিয়ে একটি পৃথক সংযোজনী দেওয়া রয়েছে, অ্যালিসের খুঁটিনাটি জানার জন্য যা খুবই জরুরি। সিনেমা, অ্যানিমেশন-এর খবর তো রয়েইছে, হেমেন্দ্রকুমার রায় যে বাংলায় প্রথম অ্যালিস অনুবাদ করে নাম দিয়েছিলেন আজব দেশে অমলা (১৯৩৪), সে কথা এই প্রজন্ম জানতে পারল। এত রকম তথ্য একসঙ্গে একটি বইয়ে সাজিয়ে দেওয়ার জন্য রাজশ্রী মুখোপাধ্যায় ও সুমিতা সামন্তের সাধুবাদ প্রাপ্য। আফশোস কেবল একটাই। বইটির ভাষা যদি আর একটু প্রাঞ্জল হত, তা হলে পড়তে আরও ভাল লাগত। হয়তো অনুবাদের প্রতি বিশ্বস্ত থাকতে গিয়েই, গল্পের চনমনে, আজব ভাবটা কোথাও কোথাও কমে গিয়েছে। যেমন, ‘আপনি এই নান্দনিক অঙ্গুষ্ঠানটি গ্রহণ করে আমাদের বাধিত করুন’ কিংবা ‘ও-পারে হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ মানুষদের মধ্যে গিয়ে পড়লে কী মজাটাই না হবে! এরা বিরুদ্ধবাদী বোধ হয়’— এই বাক্যগুলি অনুবাদের ব্যাকরণে শুদ্ধ হতে পারে, কিন্তু পাঠককে যেন ঠিক লেখায় মজে যেতে দেয় না। তবু আজব দেশে অ্যালিস এত পুঙ্খানুপুঙ্খ ভাবে এবং যত্ন করে প্রকাশ করায় অ্যালিসকে নিয়ে বাংলায় একটা অত্যন্ত জরুরি ডকুমেনটেশন হয়ে থাকল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alice in Wonderland
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE