Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রবি ও রথী

জ্যোতিষ্কপ্রতিম এক পিতার পুত্র হিসেবে রথীন্দ্রনাথ নিজেকে ঠিক কী ভাবে খুঁজে পেয়েছেন, তারই এক স্বল্প রূপরেখা ফুটে উঠল চৈতালী দাশগুপ্তের সংকলন

বারীন মজুমদার
শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০০:৫৮
Share: Save:

জ্যোতিষ্কপ্রতিম এক পিতার পুত্র হিসেবে রথীন্দ্রনাথ নিজেকে ঠিক কী ভাবে খুঁজে পেয়েছেন, তারই এক স্বল্প রূপরেখা ফুটে উঠল চৈতালী দাশগুপ্তের সংকলন

‘রবি ও রথী’তে। আইসিসিআর-এ অনুষ্ঠিত এই সংকলনে রয়েছে রথীন্দ্রনাথ রচিত পিতৃস্মৃতি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ডায়েরি, রথীন্দ্রনাথের দত্তক কন্যা নন্দিনীর স্মৃতিকথা ও এই দুই প্রজন্ম সম্পর্কিত ইতিহাস থেকে কিছু কথা। রথীন্দ্রনাথের হৃদয় যেমন এক দিকে ছিল বিজ্ঞানভিত্তিক অপর দিকে শিল্পচেতনাময়। সব তথ্যই উঠে এল চৈতালী দাশগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও রাতাশ্রীর পাঠের মাধ্যমে। সঙ্গে ছিল সুনির্বাচিত কিছু গান। শোনালেন প্রবুদ্ধ রাহা ও সুছন্দা ঘোষ। রবীন্দ্রনাথ লিখেছেন ‘বাজায়ে বীণা বেড়াব গান গাহি রে’। সেই বীণাই রবীন্দ্রনাথ সারা জীবন বাজিয়েছেন। প্রাককথনে রবীন্দ্র বিশেষজ্ঞ সব্যসাচী ভট্টাচার্য পুত্রের কাছে পিতার লেখা চিঠিটি পড়লেন। গান ও পাঠে প্রযোজনাটির চমৎকার বাঁধুনি ছিল। তবে বিলম্বে অনুষ্ঠান শুরু হওয়া বিরক্তিকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rabindranath Tagore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE